রবিবার কটকে দক্ষিণ আফ্রিকার কাছে চার উইকেটে পরাজিত হয়েছে ঋষভ পন্তদের টিম ইন্ডিয়া। হেনরিখ ক্লাসেনের ৪৬ বলে ৮১ রান ডেভিড মিলারের ১৫ বলে অপরাজিত ২০ রানের ইনিংসের ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাদের দু’জনের ৬৪ রানের জুটিতেই যেন সব শেষ হয়ে গিয়েছিল। ১৮.২ ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এদিন ভারতীয় বোলাররা চূড়ান্ত ফ্লপ হন। তবে তাদের মধ্যে একজন সফল বোলার ছিলেন। তিনি হলেন ভুবনেশ্বর কুমার। ৩২ বছর বয়সী তারকার পারফরমেন্সে খুশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। ভারতীয় তারকার প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার।
সুনীল গাভাগসকর বলেন, ‘তিনি দারুণ ছিলেন। সাদা বল বাতাসে তেমন সুইং করে না, তবে তার সেটা করানোর ক্ষমতা রয়েছে। আর সেই কারণেই ঋষভ পন্তের কাছ থেকে খুব ভালো অধিনায়কত্ব দেখেছি যখন তাকে সেই তৃতীয় ওভারে দেওয়া হয়েছিল। যেখানে তিনি একটি উইকেটও পেয়েছিলেন। কারণ এর পর বলটি ততটা সুইং করত না এবং ভুবনেশ্বর অকার্যকর হয়ে যেতেন। তবে অস্ট্রেলিয়ায় তার মতো কাউকে পাওয়াটা ভালো হবে। সেখানে বল আরও কিছুটা ক্যারি করবে এবং উইকেটে বাউন্স থাকবে। আমি মনে করি এটি একটি বিশাল প্লাস পয়েন্ট হবে।’
এদিন চার ওভার বল করে ১৩ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার। কটকের ম্যাচের পরে স্টার স্পোর্টসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্মিথ বলেন, ‘তিনি শুধু অসামান্য ছিলেন। আমি পুঙ্খানুপুঙ্খভাবে এটা উপভোগ করেছি। হেন্ড্রিকস যখন স্ট্রাইকে ছিলেন, তিনি জানতেন যে তিনি ইনসুইঙ্গারের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি তাকে সেই বলেই ছিটকে দিয়েছিলেন। এদিন বল হাতে তার দুর্দান্ত নিয়ন্ত্রণ ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।