শুভব্রত মুখার্জি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণার পরেও দীর্ঘ টালবাহানার পরে এসেছে ইনভেস্টর। ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন করে পথ চলা শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। তাদের আগের দুটো আইএসএলের আসর একেবারেই ভাল যায়নি। দুবারেই লিগ তালিকায় একেবারে তলার দিকে শেষ করেছে তারা। ফলে এই বছর ভালো ফল করতে মরিয়া তারা। সমর্থকরাও ইতিমধ্যেই আশাতে বুক বাঁধছেন। আর এমন আবহেই কার্যত ঢাকে কাঠি পড়ে গেল আসন্ন আইএসএলের মরশুমের। নির্ঘণ্টও ঘোষণা হয়ে গিয়েছে আইএসএলের।
আসন্ন আইএসএলের শুরুর দিনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল। স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে আইএসএলের গত মরশুমে করা খারাপ ফলের ইতিহাস একেবারে মুছে ফেলতে চায় তারা। গতবার ২০টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের অভিষেক মরশুমে মাত্র ৩টি ম্যাচে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। তবে সেইসব অতীত এখন ভুলে গিয়ে স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গল নতুন করে আইএসএল যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছে।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক আইএসএল ২০২২-২৩'এ ইস্টবেঙ্গলের সূচি :-
১) ৭ অক্টোবর, ২০২২:
বনাম কেরালা ব্লাস্টার্স
(সন্ধ্যা ৭:৩০, কোচি, জওহরলাল নেহরু স্টেডিয়াম)
২) ১২ অক্টোবর, ২০২২:
বনাম এফসি গোয়া
(সন্ধ্যা ৭:৩০,কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৩) ২০ অক্টোবর, ২০২২:
বনাম নর্থ ইস্ট ইউনাইটেড
(সন্ধ্যা ৭.৩০, গুয়াহাটি, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম)।
৪) ২৯ অক্টোবর, ২০২২:
বনাম এটিকে মোহনবাগান
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৫) ৪ নভেম্বর, ২০২২:
বনাম চেন্নাইয়ান এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৬) ১১ নভেম্বর, ২০২২:
বনাম বেঙ্গালুরু এফসি
(সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু, কান্তিরাভা স্টেডিয়াম)।
৭) ১৮ নভেম্বর, ২০২২:
বনাম ওড়িশা এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৮) ২৭ নভেম্বর, ২০২২:
বনাম জামশেদপুর এফসি ইস্টবেঙ্গল
(সন্ধ্যা ৭.৩০, জামশেদপুর, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স)।
৯) ৯ ডিসেম্বর, ২০২২:
বনাম ইস্টবেঙ্গল
(সন্ধ্যা ৭.৩০, হায়দরাবাদ, জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম)।
১০) ১৬ ডিসেম্বর, ২০২২:
বনাম মুম্বই সিটি এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১১) ৩০ ডিসেম্বর, ২০২২:
বনাম বেঙ্গালুরু এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১২) ৭ জানুয়ারি, ২০২৩:
বনাম ওড়িশা এফসি (সন্ধ্যা ৭.৩০, ভুবনেশ্বর, কলিঙ্গ স্টেডিয়াম)।
১৩) ১৩ জানুয়ারি, ২০২৩:
বনাম জামশেদপুর এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৪) ২০ জানুয়ারি, ২০২৩:
বনাম হায়দরাবাদ এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৫) ২৬ জানুয়ারি, ২০২৩:
বনাম এফসি গোয়া
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৬) ৩ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৭) ৮ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৮) ১২ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম চেন্নাইয়ান এফসি
(সন্ধ্যা ৭.৩০, চেন্নাই, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।
১৯) ১৯ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম মুম্বই সিটি এফসি
(সন্ধ্যা ৭.৩০, মুম্বই ফুটবল অ্যারেনা)
২০) ২৫ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম এটিকে মোহনবাগান
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।