বাংলা নিউজ > ময়দান > 'রাজার মুকুট রাজার সাজ', লাল-হলুদ আবেগের বিস্ফোরণে কাঁপল ফুটবল মহল

'রাজার মুকুট রাজার সাজ', লাল-হলুদ আবেগের বিস্ফোরণে কাঁপল ফুটবল মহল

'রাজার মুকুট রাজার সাজ', লাল-হলুদ আবেগের বিস্ফোরণে কাঁপল ফুটবল মহল ( ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার)

এক মোহনবাগান সমর্থক বলেন, 'চিরন্তন লড়াই জারি থাকল, বকলমেই হোক না।'

ছবিটা সকাল থেকেই পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল। তবুও কোথাও যেন উৎকণ্ঠা কাজ করছিল। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের বিস্ফোরণ ঘটল। ‘শতবর্ষের আবেগ’, অপরিসীম স্বস্তির সাক্ষী থাকল ফেসবুকের দেওয়াল থেকে শুরু করে টুইটারের টাইমলাইন।

আইএসএলে লাল-হলুদ অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইস্টবেঙ্গলের লোগো পোস্ট করে বাইচুং ভুটিয়া ফেসবুকে লেখেন, ‘আমরা আসছি আইএসএল। আমি বিশেষত সমর্থকদের জন্য আনন্দিত যে ইস্টবেঙ্গল বিনিয়োগকারী পেয়ে গিয়েছে এবং ক্লাবকে আমরা এই মরশুমে আইএসএলে দেখতে পাব।’

ISL here we come. Am so happy especially for the East Bengal fans that East Bengal gets its investor and we can see the club in ISL this season. ❤️💛

Posted by Bhaichung Bhutia on Wednesday, 2 September 2020

বাইচুংয়ের মতো দীর্ঘদিন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে না খেললেও লাল-হলুদ সমর্থকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন মহম্মদ আল আমনা। সিরিয়ার মিডফিল্ডারের হৃদয়েও যে ইস্টবেঙ্গল আছে, তা বুধবার আবারও প্রমাণ হল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর একটি ফেসবুক বার্তায় বললেন, ‘ইস্টবেঙ্গল পরিবারের সবাইকে অভিনন্দন। জয় ইস্টবেঙ্গল।’

প্রাক্তনীদের আবেগের স্রোতের মাঝে লাল-হলুদ সমর্থকরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। যখন থেকে মোহনবাগান ও এটিকে গাঁটছড়া বেঁধেছে, তখন থেকে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। একটা সময় তো অনেকে আইএসএল খেলার স্বপ্ন ছেড়েও দিয়েছিলেন। সেখান থেকে ‘খোঁচা খাওয়া বাঘের মতো’ দেশের সর্বোচ্চ লিগে ফিরতে পেরে লাল-হলুদ সমর্থকদের স্লোগান ‘রাজার মতো ফিরেছি’।

‘প্রবাসে ইস্টবেঙ্গল’-এর তরফে ফেসবুকে পোস্ট করা হয়, ‘লড়েছি অনেক যুদ্ধ, মিলিয়ে কাঁধে কাঁধ!! জাকার্তা থেকে জম্মু, করেছি বাজিমাত!! খেলা হবে, খেলা হবে!! আসো খেলবো!! প্রত্যেকটা শহরে এবার খেলা হবে!! এই আমরা কারা?? ইস্টবেঙ্গল!!’

টুইটারে ইস্টবেঙ্গলের পোস্টের নীচে আবার এক নেটিজেন লেখেন, 'আমরাই দামাল ঘোড়া, দু'চোখে বারুদ ভরা, বলে বলে সবাই দেব গোল, গ্যালারির হৃদয়জুড়ে, ভালবাসা দিচ্ছি ছুঁড়ে, বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল, জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, দর্শকের ঐ গর্জনে মাঠ উথালপাথাল, জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না।'

নিজের ভালোবাসা-আবেগ উজাড় করে দেওয়ার মধ্যেই আবার মুখ্যমন্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননা অনেকে। তেমনই একজন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, সাহায্য ও অবদানের জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা আপনাকে চিরকাল মনে রাখবেন। আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ সৌরভ গঙ্গোপাধ্যায়।’

শুধু লাল-হলুদ সমর্থকরা নন, ইস্টবেঙ্গলের শেষমুহূর্তের কামব্যাকে খুশি মোহনবাগান সমর্থকরাও। খানিকক্ষণের জন্য প্রতিদ্বন্দ্বিতা দূরে ঠেলে রেখে (হয়তো আরও বেশি করে নিজেদের মতো প্রতিদ্বন্দ্বী পাওয়ার উচ্ছ্বাসে) শুভ মণ্ডল নামে এক বাগান সমর্থক ফেসবুকে লেখেন, ‘অবশেষে ইস্টবেঙ্গল আইএসএলে, অভিনন্দন সবাইকে একজন মোহনবাগান ফ্যানের তরফ থেকে। এতদিন আইএসএলে সেই উন্মাদনা ও আবেগ ছিল না। এইবার আইএসএল দেখবে কলকাতা ফুটবল ফ্যানদের আবেগ ও উন্মাদনা।’

কয়েকজন সবুজ-মেরুন সমর্থকরা আবার খোঁচার আড়ালেও চিরপ্রতিদ্বন্দ্বিতা 'দীর্ঘজীবী হউক' বার্তা দিয়েছেন। সৌম্য বসু নামে তেমনই একজন বলেন, 'ইস্টবেঙ্গল এবার থেকে দুটো নাম নিয়ে খেলবে। জিতলে শ্রী ইস্টবেঙ্গলে, হারলে বিশ্রী ইস্টবেঙ্গল। জোকস আপার্ট, খেলা হবে! চিরন্তন লড়াই জারি থাকল, বকলমেই হোক না।'

যদিও অনেকেই সেই পথে হাঁটেননি। বরং একের পর খোঁচা উড়ে আসতে থাকে। কোনওটাই বলা হতে থাকে, ‘নিজের দম কোথায়? মুখ্যমন্ত্রীর জন্য আইএসএলে সুযোগ পেল ইস্টবেঙ্গল।’ কোনওটাই বলা হতে থাকে, ‘তাহলে আই লিগ না জিতেই আইএসএল খেলতে এল ইস্টবেঙ্গল?’

তাতে অবশ্য পালটা দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। বাটানগর লাল-হলুদ পরিবারের ফেসবুক পোস্টে বলা হয়, ‘রাজার মুকুট রাজার সাজ, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়, নিজের দমে আইএসএল খেলছি, ক্লাব বিকিয়ে নয়।’

সেখানেই অবশ্য থামেনি। বরং চিরাচরিত ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বন্দ্বের মতোই সেই ‘লড়াই’ এখনও চলছে। আর সেই ‘লড়াই’ আবেগ আইএসএলেও পৌঁছে যাওয়ায় খুশি এক লাল-হলুদ সমর্থক। টুইটারে তিনি বলেন, ‘জয় শ্রী ইস্টবেঙ্গল - লড়াই করতে জন্ম - কিংবদন্তীর মতো বাঁচব - সর্বকালের সেরা ডার্বি দেখতে চলেছে আইএসএল।'

যদিও আইএসএলে ডার্বি খেলা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি লাল-হলুদ সমর্থকরা। তেমনই একজন বললেন, ‘আমরা কোথায় মোহনবাগানের সঙ্গে ডার্বি খেলব? আমরা তো এটিকের বিরুদ্ধে ডার্বিতে নামব।’

অর্থাৎ বার্তাটা স্পষ্ট, লড়াই তো সবে শুরু, আগামিদিনে আরও আসছে বন্ধু...

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুকে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক! দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথার অডিয়ো ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা আজ দ্বিতীয় দফায় ৮৮ কেন্দ্রে ভোট, ২০১৯ সালের নির্বাচনে ক'টা আসনে জিতেছিল BJP? ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? জ্যোতিষমতে ২৬ এপ্রিলের রাশিফল রইল

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.