আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকানো একঝাঁক প্লেয়ারকে মাঠে নামিয়েও জিততে পারল না বাংলাদেশ। এমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হল বাংলাদেশ-এ দলকে। যদিও শ্রীলঙ্কার হয়েও মাঠে নামেন বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা।
হাই-স্কোরিং ম্যাচে দলগত ৩০০ রানের গণ্ডি টপকেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কেননা কলম্বোয় প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা-এ টিম বিরাট রানের বোঝা চাপিয়ে দেয় সইফ হাসানদের ঘাড়ে। শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমে আবিষ্কা ফার্নান্ডো টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন এক রেকর্ড গড়েন।
সিংহলিজ স্পোর্টস ক্লাবে টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। এমার্জিং টিমস এশিয়া কাপের ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সব থেকে বেশি রানের দলগত ইনিংস। এর আগে তারা ২০১৮ সালে ওমানের বিরুদ্ধে ৫ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। এতদিন সেটিই ছিল টুর্নামেন্টে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড।
শ্রীলঙ্কার ওপেনার আবিষ্কা ফার্নান্ডো এই ম্যাচে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ১২৪ বলের ইনিংসে তিনি ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এমার্জিং এশিয়া কাপের ইতিহাসে এটিই এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ফার্নান্ডো ভেঙে দেন ওমানের যতীন্দর সিংয়ের নজির। যতীন্দর ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
এছাড়া শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে মিনোদ ভানুকা ৫৭, পাসিন্দু সূর্যবন্দরা ৪৩, আশেন বন্দরা ৩৫, লসিথ ক্রসপুল্লে ৩১ ও ক্যাপ্টেন দুনিথ ওয়েলালাগে ৩১ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও সৌম্য সরকার। ১টি করে উইকেট দখল করেন রাকিবুল হাসান ও মেহেদি হাসান।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ-এ দল ৪৮.৩ ওভারে ৩০১ রানে অল-আউট হয়ে যায়। ৪৮ রানে ম্যাচ হারে তারা। ক্যাপ্টেন সইফ হাসান দলের হয়ে সব থেকে বেশি ৫৩ রান করেন। ৫১ রান করেন মহম্মদ নইম। এছাড়া সৌম্য সরকার ৪২, রাকিবুল হাসান ৪০, মেহেদি হাসান ৩১, জাকির হাসান ২৬ ও তানজিম হাসান ২২ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন প্রমোদ মদুশান ও দুশান হেমন্ত। ২টি উইকেন নেন শাহান। অনবদ্য শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আবিষ্কা ফার্নান্ডো।
দিনের অপর ম্যাচে আফগানিস্তান-এ দল ৭২ রানে হারিয়ে দেয় ওমান-এ দলকে। শুরুতে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ২৬৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ওমান ১৯৫ রানে অল-আউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।