বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নিয়ে মুখ খুললেন ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নিয়ে মুখ খুললেন ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল

যুবভারতীতে টিম ইস্টবেঙ্গল

ইনভেস্টরের পক্ষ থেকে আদিত্য আগরওয়াল আরও বললেন, ‘কোথাও কোনও সমস্যা নেই। আমরা চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠিয়েছি। ওরা এবার আমাদের শর্তগুলি দেখে নিজেদের মতামত পাঠাবে। তারপর দু’পক্ষের আলোচনায় চূড়ান্ত চুক্তিপত্র তৈরি হলে একটা কোম্পাানি গঠন হবে।’

বিভিন্ন শর্তের কথা উল্লেখ করে নতুন কোম্পানি তৈরির করার কথা জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে একটি টার্মশিট পাঠিয়েছে ইমামি। ক্লাব এবং ইনভেস্টরের মধ্যে চুক্তি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল। ইস্টবেঙ্গল ও ইমামির চুক্তি নিয়ে এখন চারিদিকে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই বিষয়কে পরিস্কার করতে এগিয়ে এলেন  আদিত্য আগরওয়াল।

ইনভেস্টরের পক্ষ থেকে আদিত্য আগরওয়াল আরও বললেন, ‘কোথাও কোনও সমস্যা নেই। আমরা চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠিয়েছি। ওরা এবার আমাদের শর্তগুলি দেখে নিজেদের মতামত পাঠাবে। তারপর দু’পক্ষের আলোচনায় চূড়ান্ত চুক্তিপত্র তৈরি হলে একটা কোম্পাানি গঠন হবে। সেই নতুন কোম্পানি থেকে চুক্তিবদ্ধ ফুটবলারদের বেতন দেওয়া হবে। নতুন কোম্পানি তৈরি হওয়ার আগেই যদি কেউ কোনও ফুটবলারদের অর্থ দিলে, তার দায়িত্ব আমাদের নয়।’ 

আরও পড়ুন… ২-১ দিনের মধ্যেই নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করবে ইমামি, দল গঠন নিয়ে হবে বৈঠক

টার্মশিটের জবাবে ইস্টবেঙ্গল কর্তাদের যুক্তি হল তারা এর জবাব দিতে কিছুটা সময় চায়। তাদের বক্তব্য ইমামি একটা টার্মশিট তৈরি করতে তিন সপ্তাহ সময় নিয়েছে। টার্মশিটের যাবতীয় আইনি ব্যাপারগুলি পরীক্ষা করতে আমাদের অন্তত এক সপ্তাহ সময় তো লাগবেই। ক্লাবের তরফে সব কিছু ঠিক হয়ে গেলেই ইনভেস্টরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিছু নতুন শর্ত দিয়ে ইমামিকে পরিবর্তিত টার্মশিট পাঠানোর পরিকল্পনা করছেন লাল-হলুদ কর্তারা।

বন্ধ করুন