ভারতে কোচিং করাতে আসার পর নরচায়েভই প্রথম ফুটবলার যিনি আন্তোনিও লোপেজ হাবাসের ম্যানেজ করা কোন দলের বিরুদ্ধে হ্যাট-ট্রিক করকে সক্ষম হয়েছেন। প্রথমার্ধে পাঁচ গোল দেওয়ার পরে দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয় নাসাফ। তবে নিজেদের প্রথমার্ধের গোলের ওপর আর একটিই গোল যোগ করতে সক্ষম হয় উজবেকিস্তানের দল। ৬-০ ব্যবধানে হারলেও এই অভিজ্ঞতা থেকে শিখে আসন্ন আইএসএল মরশুমে ফের দারুণ পারফর্ম করার লক্ষ্যে নামবে এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগানকে ইন্টার-জোনাল ফাইনালে নাসাফ
হাবাসের দলকে হাফ ডজন গোলে হারিয়ে ইন্টার-জোনাল ফাইনালে হংকংয়ের দল লি ম্যানের মুখোমুখি হবে নাসাফ। এটিকে মোহনবাগানের ক্ষেত্রে গোটা অভিজ্ঞতা থেকে শিখে আইসিএলে দুরন্তভাবে মরশুমের শুরুটা করতে বদ্ধপরিকর হবেন হাবাস ও তাঁর শিষ্যরা।
ম্যাচ শেষ, ৬-০ হার মোহনবাগানের
অবশেষে স্বস্তির ফাইনাল বাঁশি রেফারির। গোটা ম্যাচে নাসাফের বিরুদ্ধে কার্যত দিশেহারা দেখিয়েছে এটিকে মোহনবাগানকে। ম্যাচের অন্তিম ফলাফল নাসাফের পক্ষে ৬-০।
পরিবর্তন মোহনবাগানের
শেষ কয়েক মিনিটে কাউকো এবং ডেভিড উইলিয়ামসের বদলে অভিষেক ও নাসিরিকে নামালেন হাবাস।
৯০ মিনিট শেষে অতিরিক্ত তিন মিনিট
ইনজুরি টাইম হিসাবে ৯০ মিনিট শেষে অতিরিক্ত তিন মিনিটের ঘোষণা করলেন রেফারি।
প্রতিআক্রমণের সুযোগ হাতছাড়া মোহনবাগানের
৮৭ মিনিটে নাসাফের কর্ণার থেকে রয় কৃষ্ণা বল পেয়ে প্রতিআক্রমণের সুযোগ পেলেও সঠিক পাস দিতে ব্যর্থ হন। বড় সুযোগ হাতছাড়া হয় মোহনবাগানের।
সাত নম্বর গোলের সুযোগ হাতছাড়া
৮৩ মিনিটে অমরিন্দর বল ক্লিয়ার করতে গিয়েও নাসাফের ফুটবলারের কাছে বল পাঠিয়ে দেন। সাদুলায়েভ অমরিন্দরের বিরুদ্ধে ওয়ান অন ওয়ান সুযোগ পেলেও ভলিতে শট গোলে রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন।
প্রথম হলুদ কার্ড দেখলেন নাসাফ ফুটবলার
তিনজন এটিকে মোহনবাগান ফুটবলার ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে ফেললেও প্রথম নাসাফ ফুটবলার হিসাবে সাদুলায়েভ ৭৯ মিনিটে হলুদ কার্ড দেখলেন।
হাফ ডজন গোল নাসাফের
যখনই মোহনবাগান ম্যাচে কিছুক্ষণ বল দখল রেখে ফিরে আসার চেষ্টা করছে তখনই ফের গোলে আশাহত হতে হল হাবাসের দলকে। রক্ষণের ভুলে মাপা পাস থেকে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নাজরুলায়েভ। মোহনবাগানের ফুটবলাররা অফসাইডের দাবি করলেও রিপ্লেতে দেখা যায় শুভাশীষ নাফাফ গোলস্কোরারকে অনসাইডে বজায় রাখেন।
পরিবর্তন মোহনবাগানের
মনবীরের সিংয়ের বদলে ৬৯ মিনিটে সবুজ-মেরুনের হয়ে মাঠে নামলেন মিকাইল সুসাইরাজ।
হলুদ কার্ড আশুতোষের
প্রীতম কোটাল, শুভাশীষের পর তৃতীয় ডিফেন্ডার হিসাবে বোজোরভকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন আশুতোষ।
বারে বল মারলেন বোজোরভ
ফের গোলের সুযোগ হাতছাড়া নাসাফের। বোজোরভের জোড়ালো শট ৬০ মিনিটের মাথায় বারে লাগে। অমরিন্দর পরাজিত হলেও বারই মোহনবাগানের রক্ষাকর্তা হিসাবে এগিয়ে আসে।
দুর্বল হেডে গোলের সুযোগ হাতছা়ড়া নাসাফের
৫৪ মিনিটে নাসরুলায়েভের দুরন্ত ক্রস থেকে পরিবর্ত হিসাবে নামা কালুডেরুভিচের দুর্বল শট সহজেই সেভ করেন অমরিন্দর।
দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন মোহনবাগানের
শাহিলের পরিবর্তে মাঠে নেমেছেন লিস্টন কোলাসো। মাঝমাঠে বল দখলে রেখে ম্যাচের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হাবাসের।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
পাঁচ গোলে পিছিয়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে কি ম্যাচে কামব্যাক করতে পারবেন রয় কৃষ্ণারা?
প্রথমার্ধের পরিসংখ্যান
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে থাকলেও তা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হাবাসের দল।
পাঁচ নম্বর গোল নাসাফের
পেনাল্টি মিস করার মাত্র মিনিট তিনেকের মাঝেই প্রথমার্ধের ইনজুরি টাইমে নিজের ভুল শুধরে বল জালে জড়িয়ে দেন বোজোরভ।
পেনাল্টি মিস নাসাফের
৪২ মিনিটে আবুদুরাকিমভকে ফাউল করায় নাসাফ পেনাল্টি পেলেও শট বারে মারেন নাসাফ ফুটবলার।
হ্যাট-ট্রিক নরচায়েভের
৩১ মিনিটে ফের গোল করে ম্যাচে নিজের হ্যাট-ট্রিক সম্পূর্ণ করলেন নরচায়েভ। ৪-০ পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান।
হলুদ কার্ড শুভাশীষ
২৬ মিনিটে দ্বিতীয় সবুজ মেরুন ফুটবলার হিসাবে হলুদ কার্ড দেখলেন ফুলব্যাক শুভাশীষ।
হলুদ কার্ড শুভাশিসের
২৬ মিনিটে
অল্পের জন্য সুযোগ মিস নাসাফের
এবার ডান দিক থেকে সাইটভ ক্রস বাড়ালেও, সেই ক্রস জালে জড়িয়ে দেওয়ার জন্য নাসাফের কোন ফুটবলার গোলের সামনে ছিলেন না।
নরচায়েভের দ্বিতীয় গোল, ৩-০ পিছিয়ে বাগান
ফের বাঁ-দিকের ক্রসে ডিফেন্স ছিন্নভিন্ন মোহনবাগানের। ২১ মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করলেন নরচায়েভ। বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও প্রীতম কোটালরা গোল থেকে বেশি দূরে বল পাঠাতে পারেননি। সুযোগ হাতছাড়া না করে বল জালে জড়িয়ে দেন নরচায়েভ।
দ্বিতীয় গোল নাসাফের
ফের বাঁ-দিক থেকে দুরন্ত আক্রমণে মোহনবাগান ডিফেন্স ছিন্ন করে দিল নাসাফ। এবার ক্রস বাড়ানোর বদলে নিজেই ক্রস রিসিভ করে গোল করলেন নরচায়েভ।
ঘনঘন আক্রমণ হানছে নাসাফ
১২মিনিটের মাথায়া নরচায়েভ দুরন্ত রানের পর ডি বক্সে বল পাস করতে গেলেও কাউকো তা আটকে দেন। কর্ণার থেকে প্রথম গোলের পর আবারও গোল করার চেষ্টা করলেও মোহনবাগান ডিফেন্ডাররা তা ক্লিয়ার করতে সক্ষম হয়।
নাসাফের বিরুদ্ধে চাপে সবুজ-মেরুন
নাসাফের দুরন্ত আক্রমণ ও প্রেসিংয়ের সামনে একেবারেই সেটেল দেখাচ্ছে না মোহনবাগানকে।
শুরুতেই পিছিয়ে পড়ল মোহনবাগান
চার মিনিটের মাথায় আশুতোষ মেহেতার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল সবুজ মেরুন।
দুই দলের প্রথম এগারো
শক্তিশালী দল নামাল নাসাফ। টান টান লড়াই হওয়ার সম্ভাবনা দুই দলের মধ্যে।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
অধিনায়ক রয় কৃষ্ণার অধীনে ইন্টার জোনাল সেমিতে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পেলেন কাউকো ও শাহিল।