বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > রোনাল্ডোর জোড়া গোলেই প্রথম বার আরব ক্লাব কাপের শিরোপা জয়, ইতিহাসে গড়ল আল নাসের

রোনাল্ডোর জোড়া গোলেই প্রথম বার আরব ক্লাব কাপের শিরোপা জয়, ইতিহাসে গড়ল আল নাসের

রোনাল্ডোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসের।

রোনাল্ডোর জোড়া গোলেই বাজিমাত করল আল নাসের। লিখে ফেলল ইতিহাস। আরব ক্লাব কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। রোনাল্ডোর সৌজন্যেই আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসের।

শুভব্রত মুখার্জি: কথায় বলে 'ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি '। অর্থাৎ ফর্ম সাময়িক হলেও, ক্লাসটাই চিরস্থায়ী। সেই কথাই যেন ফের একবার প্রমাণ করে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরশুমে এশিয়া মহাদেশের সৌদি আরবে অভিষেক হয়েছিল তাঁর। সেই মরশুমটা ট্রফিহীন ভাবে কাটলেও দ্বিতীয় মরশুমে যেন পুরনো ছন্দে ফিরলেন রোনাল্ডো।আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে করলেন জোড়া গোল। তাঁর গোলে ভর করেই ক্লাব ইতিহাসে প্রথম বার আরব কাপের শিরোপা জিতল আল নাসের।

আরও পড়ুন: বাগান ফুটবলাররা আনফিট- মরশুমের প্রথম ডার্বি জিতেই ফেরান্দোকে ঠুকলেন কুয়াদ্রাত

এই নিয়ে চলতি মরশুমে টানা চার ম্যাচে গোল করলেন রোনাল্ডো। শুধু গোল করাই নয়, দলের জয়েও বড় ভূমিকা পালন করলেন তিনি। সৌদি আরবের ফুটবলে অভিষেক মরশুমে শিরোপাহীন থাকার হতাশা নতুন মরশুমে ঘোচালেন রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে এদিন দারুণ ছন্দে ছিলেন তিনি। দলকে উপহার দিলেন জোড়া গোল। ফলে ফাইনালে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও, তাঁর দল আল নাসেরের শিরোপার জয় আটকাল না। শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচে আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসের।

আরও পড়ুন: আমি ডান পায়ে বেশি স্বচ্ছন্দ- বাঁ-পায়ে বাজিমাত করে দাবি নন্দের, তাঁর বিশ্বমানের গোলের ভিডিয়ো এখন ভাইরাল

প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। আল নাসের আরও সমস্যায় পরে যায়, যখন ৭০তম মিনিটে ম্যালকমকে ফাউল করে আল নাসেরের আল আমরি লালকার্ড দেখেন। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লালকার্ড দেখতে হয় আল নাসেরের নাওয়াফ বৌসালকেও। এই দুই লাল কার্ডের পরেও দলকে জয়ের দোড়গোড়াতে পৌঁছে দিতে ভুল করেননি রোনাল্ডো। ৭৪তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আল ঘানাম নিচু ক্রস বাড়ান রোনাল্ডোর উদ্দেশ্যে। সেখান থেকে গোল করতে ভুল করেননি রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা। রোনাল্ডোর করা গোলেই সমতায় ফেরে আল নাসের।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৮তম মিনিটে আবারও রোনাল্ডো গোল করেন। এবার বল পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় গোল করে দলকে লিড দিতে ভুল করেননি রোনাল্ডো। এই বছরের আরব কাপে এটি ছিল তাঁর ছয় নম্বর গোল। ২-১ স্কোরকার্ড ধরে রেখেই এর পর জয় নিশ্চিত করে আল নাসের। ২০২১ সালের ডিসেম্বরের পরে এই প্রথম আল হিলালকেও হারাতে সক্ষম হল আল নাসের। রোনাল্ডোকে দলে নেওয়ার পরে আল নাসেরও এই প্রথম শিরোপা জিতল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন