ব্রাইটনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ৪-২ গোলে হারাল মিকেল আর্টেটার দল। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আর্সেনাল। সহজ প্রতিপক্ষ ব্রাইটনকে নিয়ে ছেলে খেলা করে আর্সেনাল। বলা ভালো, এই ম্যাচে তেমন কোনও কঠিন অবস্থার মুখে পড়তে হয়নি আর্টেটার দলকে। সহজ ভাবেই প্রতিপক্ষকে বধ করলেন তারা।
এদিন ম্যাচ শুরু হতেই গোলের মুখ দেখে আর্সেনাল। ম্যাচের বয়স তখন মাত্র ২ মিনিট। আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা। শুরুতেই গোল দিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেয় আর্সেনাল। ম্যাচের একেবারে শুরুতে গোল দেওয়ায় নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নেয় গাব্রিয়েল মার্টিনেলিরা। এরপর অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাইটন। প্রথমার্ধেই দ্বিতীয় গোল খুঁজে নেয় আর্সেনাল। ৩৯ মিনিটের মাথায় গোল করেন মির্টিনও ডেগার্ড। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।
এমনকি দ্বিতীয়ার্ধের শুরুতেও একই রকম ঘটনা ঘটে। ম্যাচ শুরু হতেই ৪৭ মিনিটের মাথায় গোল করেন এডি নেকিতিয়া। তিন গোলে এগিয়ে থাকায় আর্সেনালের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। তবে ৬৫ মিনিটের মাথায় ব্যবধান কমান ব্রাইটনের কাউরো মিতোমা। কিন্তু তাতে কোনও লাভের লাভ কিছু হয়নি। কারণ ৭১ মিনিটের মাথায় শেষ গোলটি করেন আর্সেনালের গাব্রিয়েল মার্টিনেলি। এমন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা ছিল না ব্রাইটনের। কিন্তু চেষ্টা চালিয়ে যায় তারা। তবে ৭৭ মিনিটের মাথায় ব্রাইটনের হয়ে গোল করেন ইভান ফার্গুসন। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ৪-২ গোলে জিতে বছর শেষ করল আর্সেনাল।
ইপিএলের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউ ক্য়াসেল এবং লিডস ইউনাইটেড। সেই ম্যাচে দুই দলই গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস ২-০ গোলে জিতেছে বোর্নমাউথের বিরুদ্ধে। ক্রিস্টাল প্যালেসের হয়ে ১৯ মিনিটের মাথায় গোল করেন জর্ডন আয়ু এবং ৩৬ মিনিটে গোল করেন এজে।
অপরদিকে ফুলহ্যাম সাউদাম্পটনের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইপিএলে ফের আটকে গেল ম্যান সিটি। এভার্টনের বিরুদ্ধে ১-১ ড্র করল পেপ গুয়ার্দিওয়ালার দল। এই ম্যাচে ২৪ মিনিটের মাথায় গোল করেন এর্লিং হাল্যান্ড। দ্বিতীয়ার্ধে ডিমেরাই গ্রে ৬৪ মিনিটে গোল করে ম্যান সিটির জয়ের আনন্দে জল ঢেলে দেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল উলভসের। সেই ম্যাচে রাশফোর্ডের ৭৬ মিনিটের মাথায় একটি মাত্র গোলে ম্যাচ জিতে নেয় ম্যান ইউ।