FIFA Women's World Cup 2023 Final Highlights: বিশ্বকাপ শুরুর আগে বেশি কেউ ধর্তব্যেও আনেননি স্পেনকে। সেই স্পেনই ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল। শুধু যে জিতেছে, তাই নয়। দুর্দান্ত খেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ আর্মাডা। গতির ঝলকানি, স্কিলের মাধ্যমে ইংল্যান্ডের উপর রাজত্ব করেছে। মহিলা ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
গোল্ডেন বুট কে জিতলেন?
বিশ্বকাপের সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট পেলেন জাপানের হিনাতা মিয়াজাওয়া। এবার বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন।
গোল্ডেন বল কে জিতলেন?
এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন বোনমাত্তি। স্পেনের তারকা ফাইনালেও দারুণ খেলেছেন।
FIFA World Cup Final 2023 LIVE: গোল্ডেন গ্লাভস কে জিতলেন?
এবার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতলেন ইংল্যান্ডের তারকা গোলকিপার মেরি ইয়ার্পস। যিনি ফাইনালে একটি পেনাল্টি বাঁচিয়েছেন। একাধিক ভালো সেভও করেছেন।
FIFA World Cup Final 2023 LIVE: ২০১৫-তে গ্রুপ লিগে আউট, এবার বিশ্বকাপ জয় স্পেনের
২০১৫ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল স্পেন। ২০১৯ সালের বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। আর এবার একেবারে বিশ্বকাপ জিতে গেল স্পেন।
FIFA World Cup Final 2023 LIVE: নিজেদের ভাগ্যবান মনে করতে পারে ইংল্যান্ড
ইংল্যান্ড একেবারেই নিজেদের ‘আনলাকি’ বলতে পারবে না। বরং নিজেদের ‘লাকি’ বলতে পারে ইংল্যান্ড যে ফাইনালে বেশি গোলের লজ্জা সইতে হয়নি। প্রচুর সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু তা কাজে লাগাতে পারেনি স্পেন। সেটা কাজে লাগাতে পারলে কমপক্ষে চার গোলে হারতে হল ইংল্যান্ডকে। আজ নিঃসন্দেহে দ্বিতীয় সেরা দল ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয় স্পেনের! ইনিয়েস্তা হলেন কারমানো!
স্পেননননন!!!! বিশ্ব চ্যাম্পিয়ন! ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেনের পুরুষ দল। আর ২০২৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেনের মহিলা দল। এবার আন্দ্রে ইনিয়েস্তা হলেন ওলগা কারমানো।
FIFA World Cup Final 2023 LIVE: অবিশ্বাস্য ডিফেন্ডিং স্পেনের
৯০ মিনিট+১৩: দেশের জন্য শেষমুহূর্তে সবকিছু উজাড় স্পেনের। অবিশ্বাস্য ডিফেন্ডিং স্পেনের। থ্রো-ইন ইংল্যান্ডের। সম্ভবত শেষ সুযোগ। অর্থাৎ এই থ্রো-ইন থেকেই গোল করতে হবে ইংল্যান্ডকে। পারবে ইংল্যান্ড?
FIFA World Cup Final 2023 LIVE: আরও একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া স্পেনের
৯০+৮ মিনিট: আরও একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া স্পেনের। স্পেনের আক্রমণ ভাগের খেলোয়াড়রা ঠিক আক্রমণাত্মক পজিশনে যেতে পারলেন না। শেষপর্যন্ত মরিয়া ডিফেন্ডিং ইংল্যান্ডের। কর্নার স্পেনের। গোল হল না। তবে ফের কর্নার স্পেনের। গোলকিক ইংল্যান্ডের।
FIFA World Cup Final 2023 LIVE: ইংল্যান্ডের নিশ্চিত পতন রুখলেন ইয়ার্পস
৯০ মিনিট=২ মিনিট: ইংল্যান্ডের নিশ্চিত পতন রুখলেন ইয়ার্পস। বক্সের ভিতরে ডানপ্রান্ত থেকে গোলে শট স্পেনের। ইংল্যান্ডের ডিফেন্ডারের পায়ে লেগে গোলের দিকে যাচ্ছিল। শেষমুহূর্তে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় ইয়ার্পসকে। দুর্দান্ত সেভ। কর্নার স্পেনের। তবে লাভ হল না ইংল্যান্ডের।
FIFA World Cup Final 2023 LIVE: ১৩ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিট: ১৩ মিনিটের অতিরিক্ত সময় দিলেন চতুর্থ রেফারি। ইংল্যান্ড কি সমতা ফেরাতে পারবে? নাকি লিড ধরে রেখে বিশ্বকাপ জিতবে স্পেন?
FIFA World Cup Final 2023 LIVE: দুর্দান্ত কাউন্টার স্পেনের, পতন রুখলেন ইংল্যান্ডের ডিফেন্ডার
৮৯ মিনিট: দুর্দান্ত কাউন্টার-অ্যাটাক। ইংরেজদের কফিনে শেষ পেরেকে পুঁতে দিতে পারবে স্পেন? নিজেকে উজাড় করে দিয়ে স্পেনের গোলমুখী শট রুখে দিলেন ইংল্যান্ডের ডিফেন্ডার। ফুল স্ট্রেচ ট্যাকল। কর্নার স্পেনের।
FIFA World Cup Final 2023 LIVE: চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড
৮৮ মিনিট: চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড। তবে এখনও নিজেদের দুর্গ ধরে রেখেছে স্পেন। আরও একটি ইংরেজদের আক্রমণ রুখে দিল স্পেন। কর্নারও হতে দিলেন স্পেনের গোলকিপার। স্পেন ১-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: নির্ধারিত সময়ের ৮ মিনিট বাকি
৮২ মিনিট: নির্ধারিত সময়ের আট মিনিট বাকি আছে আর। তবে আট মিনিট মতো অতিরিক্ত সময় যুক্ত করা হতে পারে। কারণ গ্রিনউড চোট পাওয়ায় বেশ অনেকক্ষণ ম্যাচ থমকে ছিল।
FIFA World Cup Final 2023 LIVE: জেমসের শট, বাঁচিয়ে দিলেন স্প্যানিশ গোলকিপার
৭৬ মিনিট: পেনাল্টি বাঁচিয়ে যেন জেগে উঠেছে ইংল্যান্ড। লরেন জেমসের শট বের করে দিলেন স্পেনের গোলকিপার। কর্নার ইংল্যান্ডের। তবে কর্নার থেকে কোনও লাভ হল না। কিন্তু কিছুটা চাপে পড়ে গিয়েছে স্পেন। পেনাল্টি ফস্কানোর পরেই মোমেন্টাম হারিয়ে ফেলেছে স্পেন। স্পেন ১-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: পেনাল্টি মিস স্পেনের
৬৯ মিনিট: স্পেনের প্রথম গ্রুপ পর্যায়ের ম্যাচে পেনাল্টি ফস্কেছিলেন। হারমোসো। এবারও সেই তিনি পেনাল্টি ফস্কে দিলেন। বড় সুযোগ হাতছাড়া স্পেনের। স্পেন ১ -০ ইংল্যান্ড। একেবারে বাজে পেনাল্টি নেন হারমোসো। না ছিল শটে কোনও শক্তি, না ছিল গতিপথ। ঠিক দিকে ঝাঁপানোর পর একেবারে দুধেভাতে সেভ ইয়ার্পসের। এটা কি ইংল্যান্ডের কামব্যাকের মঞ্চ প্রস্তুত করে দিল?
FIFA World Cup Final 2023 LIVE: হ্যান্ডবল ইংল্যান্ডের, পেনাল্টি স্পেনের!
৬৪ মিনিট: হ্যান্ডবলের আবেদন স্পেনের। কর্নার দিলেন রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা গেল যে পরিষ্কার হাতে বল লেগেছে। ভার চেকের পর পেনাল্টি দিলেন রেফারি।
FIFA World Cup Final 2023 LIVE: বোনমাত্তির শট, অল্পের জন্য গোল হল না
৬১ মিনিট: উফফফ! একটুর জন্য দ্বিতীয় গোল পেল না স্পেন। বাঁ-প্রান্ত থেকে এসে বক্সের সামান্য বাইরে থেকে বাঁ-পায়ে শট বোনমাত্তির। একটুর জন্য গোলপোস্টের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। স্পেন ১-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: ডিফেন্সিভ পরিবর্তন স্পেনের
৫৯ মিনিট: প্রথম পরিবর্তন স্পেনের। রেডোন্ডোকে তুলে নেওয়া হল। মাঠে নামলেন তরুণ হার্নান্দেজ। প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে ছিলেন। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। সেমিফাইনালে খেলেননি। এখন তাঁকে মাঠে নামিয়ে রক্ষণ আরও কিছুটা মজবুত করতে চাইলেন স্পেনের কোচ।
FIFA World Cup Final 2023 LIVE: অনেকক্ষণ পর আক্রমণে ইংল্যান্ড, লক্ষ্যভ্রষ্ট হেম্প
৫৪ মিনিট: অনেকক্ষণ পর একটা ইতিবাচক মুভমেন্ট ইংল্যান্ডের। ডানপ্রান্ত থেকে কেলি ভালো পাস। তবে বক্সের মধ্যে ঠিকমতো শট নিতে পারলেন না। এখনও পর্যন্ত ফাইনালে একমাত্র ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে স্পেনের গোলের উদ্দেশে কোনও শট নিয়েছেন।
FIFA World Cup Final 2023 LIVE: ইংল্যান্ডকে নাচাচ্ছে স্পেন
৪৯ মিনিট: ওওওওহো!! ইংল্যান্ডকে নাচাচ্ছে স্পেন। শেষপর্যন্ত ইংল্যান্ডকে বাঁচিয়ে দিলেন ইয়ার্পস। সাহায্য করল পোস্টও। বক্সের মাথায় প্রাথমিকভাবে বলের পজেশন খুইয়ে ফেলেন কেলি। ক্যালদেন্তি বলটা পেয়ে যান। দুর্দান্ত স্কিলের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে স্পেন। ক্যালদেন্তি এগিয়ে গিয়ে শট নেন ক্যালদেন্তি। শটটা দুর্বল হলেও বিপজ্জনক ছিল। দুর্দান্ত সেভ ইয়ার্পসের। কর্নার স্পেনের। তবে বাজে কর্নার।
FIFA World Cup Final 2023 LIVE: ইনিয়েস্তার তালিকায় যুক্ত হলেন কারমোনা
পুরুষ এবং মহিলা মিলিয়ে স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন দু'জন- আন্দ্রে ইনিয়েস্তা এবং ওলগা কারমোনা। ইনিয়েস্তার গোলের সঙ্গে কারমোনার গোলের অবশ্য অনেক পার্থক্য আছে।
FIFA World Cup Final 2023 LIVE: জোড়া পরিবর্তন ইংল্যান্ডের
শুরু হল দ্বিতীয়ার্ধ। জোড়া পরিবর্তন ইংল্যান্ডের। রুসো এবং ডালিকে তুলে নিলেন ইংল্যান্ডের কোচ সারিন উইগম্যানে। মাঠে নামলেন লরেন জেমস এবং কেলিকে। ফর্মেশন পালটানো হল। তবে রুসো প্রথমার্ধে বেশ ভালো খেলছিলেন।
FIFA World Cup Final 2023 LIVE: কোন দেশ কোন সালে বিশ্বকাপ জিতেছে?
১৯৯১ সালে বিশ্বকাপ জিতেছিল আমেরিকা। ১৯৯৫ সালে জিতেছিল নরওয়ে। ১৯৯৯ সালে জিতেছিল আমেরিকা। ২০০৩ সালে জিতেছিল জার্মানি। ২০০৭ সালেও জিতেছিল জার্মানি। জাপান জিতেছিল ২০১১ সালে। ২০১৫ সাল এবং ২০১৯ সালে জিতেছিল আমেরিকা। ইংল্যান্ড বা স্পেন বিশ্বকাপ জয় তো দূর অস্ত, ফাইনালেও পৌঁছাতে পারেনি ২০২৩ সালের আগে।
FIFA World Cup Final 2023 LIVE: পরিসংখ্যানে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ
প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে স্পেন। ৫৩ শতাংশ ছিল স্পেনের। ৩২ শতাংশ ছিল ইংল্যান্ডের। ১৫ শতাংশ নিয়ে লড়াই হয়েছে। ৮৮ শতাংশ পাস সম্পূর্ণ করেছে স্পেন। ইংল্যান্ড করেছে ৮১ শতাংশ। বলের পজেশন হারানোর পর ১০ সেকেন্ডের মধ্যে বল ফিরে পেয়েছে স্পেন। ইংল্যান্ডের লেগেছে ১৭ সেকেন্ড।
FIFA World Cup Final 2023 LIVE: প্রথমার্ধের শেষ টাচে গোল পেল না স্পেন, লাগল পোস্টে
উউউউউফফফ! প্রথমার্ধের শেষ শটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল স্পেন। বক্সের মধ্যে থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের মধ্যে থেকে শট। প্যারালুয়েলোর নীচু শট ইংল্যান্ডের গোলকিপারের হাতের পাশ দিয়ে প্রথম পোস্টে লেগে বেরিয়ে গেল। হাফ-টাইম। স্পেন ১-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: দুর্দান্ত কাউন্টার অ্যাটাক স্পেনের, তবে বাজে পাস বোনমাত্তির
৪৫ মিনিট+১: গতিতে কাউন্টার-অ্যাটাক স্পেনের। ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে উঠে আসেন বোনমাত্তি। হে ভগবান! এটা কী পাস! একেবারেই ভালো পাস নয়। বোনমাত্তি পাসটা ঠিক দিতে পারলে কার্যত গোল নিশ্চিত ছিল। ইংল্যান্ডের ডিফেন্ডাররা ছিটকে যান। তবে এখনও বিপদ কাটেনি ইংল্যান্ডের।
FIFA World Cup Final LIVE: সিংহদের বিড়াল বানিয়ে রাখল স্পেন, কাঁপছে ইংল্যান্ড
৪৪ মিনিট: ২০ মিনিটের পর থেকে গোলের উদ্দেশ্যে একটিও শট নিতে পারেনি ইংল্যান্ড। সিংহ বাহিনীকে বিড়াল বানিয়ে রেখে দিয়েছে স্পেন। রীতিমতো কাঁপছে ইংল্যান্ডের রক্ষণ। তবে শেষের দিকে কিছুটা ইতিবাচক মুভ।
FIFA World Cup Final 2023 LIVE: অনেকক্ষণ পর ইতিবাচক মুভ ইংল্যান্ডের
৪১ মিনিট: অনেকক্ষণ পর ইংল্যান্ডের একটা ইতিবাচক মুভ। নেপথ্যে সেই হেম্প। ডানপ্রান্ত থেকে উঠে এসে বক্সের মধ্যে পাস। গোলের চার গজ দূর থেকে বলে পা ঠেকাতে পারলেন না টুন। বল ক্লিয়ার করে দিল স্পেন। যাই হোক, অফসাইড ছিল। টুন গোল করতে পারলেও লাভ হত না।
FIFA World Cup Final 2023 LIVE: চাপে ইংল্যান্ড, লক্ষ্যভ্রষ্ট পারেদেসের শট
৩৭ মিনিট: ইংল্যান্ডের ডিফেন্স যেন কাঁপছে। ফ্রি-কিক থেকে বাজে ক্লিয়ারেন্স ইংল্যান্ডের ডিফেন্সের। সেই বল এসে পড়ল পারেদেসের পায়ে। বাঁ-পায়ে জোরালো শট। কিন্তু ঠিকমতো বলের সঙ্গে সংযোগ হয়নি পারেদেসের। বল বেরিয়ে গেল গোলপোস্টের পাশ দিয়ে। এই দূরত্ব থেকে নিদেনপক্ষে গোলে বলটা রাখা উচিত ছিল পারেদেসের।
FIFA World Cup Final 2023 LIVE: স্পেনের গোলের খুঁটিনাটি ও ইতিবৃত্ত
১) এবার বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার প্রথমে গোল হজম করল ইংল্যান্ড। আগেরবার গোল যখন গোল হজম করেছিল, তখন জিতেছিল। ২) এই বিশ্বকাপ শুরুর আগে কারমোনার আন্তর্জাতিক গোলের সংখ্যা ছিল এক। আর বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালে গোল করলেন। ৩) গত সাতটি বিশ্বকাপ ফাইনালের মধ্যে পাঁচটিতে প্রথম গোল করা দল বিশ্বজয় করেছে।
FIFA World Cup Final 2023 LIVE: গতি ও দুর্দান্ত ফিনিশ! বিশ্বকাপ ফাইনালে এগিয়ে গেল স্পেন
২৯ মিনিট: গোওওওওওওওওল! গতিতে গোল করে বেরিয়ে গেল ইংল্যান্ড। দুর্দান্ত ফিনিশ। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমানো। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। গোওওওওওওওওল!
FIFA World Cup Final 2023 LIVE: স্পেনের চিন্তা বাড়াচ্ছেন রুসো
২২ মিনিট: সামনে অনেকটা জায়গা পেলেন রুসো। মাঝখান থেকে উইংয়ের দিকে চলে গেলেন। চ্যানেল দিয়ে উঠে এলেন। স্পেনের রক্ষণকে সতর্ক থাকতে হবে। আর্সেনালের খেলোয়াড় ইতিমধ্যে স্পেনের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছেন।
FIFA World Cup Final 2023 LIVE: গোলের সুযোগ তৈরি হেম্পের
২০ মিনিট: হেম্প এবং টুনের মধ্যে দুর্দান্ত কম্বিনেশন। স্পেনের বক্সের মধ্যে কিছুটা জায়গা পান হেম্প। কিন্তু তাঁর শটটা দুর্বল হল। বলটা বাঁক খাওয়াতে শটটা জোরে নিতে পারলেন না। সহজে বল ধরে নিলেন স্পেনের গোলকিপার।
FIFA World Cup Final 2023 LIVE: শেষ ১০ মিনিটে বল পজেশনে এগিয়ে স্পেন
১৮ মিনিট: শেষ ১০ মিনিটে বল পজেশনে এগিয়ে স্পেন। স্প্যানিশদের বল পজেশন ৬০ শতাংশ। ইংল্যান্ডের দখলে ছিল ২০ শতাংশ। দুর্ধর্ষ ফাইনাল হচ্ছে। স্কিলের ঝলকানি থেকে এন্ড-টু-এন্ড ফুটবল - একেবারে হাড্ডাহাড্ডি ফাইনাল চলছে।
FIFA World Cup Final 2023 LIVE: অবিশ্বাস্য সুযোগ নষ্ট স্পেনের
১৭ মিনিট: এই গোলটা কীভাবে মিস করল স্পেন!!!!! অবিশ্বাস্য! গতিতে হুড়মুড়িয়ে আক্রমণে উঠে আসে স্পেন। ইংল্যান্ডের ডিফেন্স দিশেহারা। বক্সের মধ্যে থেকে কিছুটা দুরূপ কোণ থেকে রেডোন্ডোর শট গোললাইনে দাঁড়িয়ে রুখে দিলেন ইংল্যান্ডের গোলকিপার মেরি ইয়ার্পস। দুরন্ত সেভ মেরির। স্পেন ১-০ গোলে হারলে এই মিসটা খুব বেদনা দেবে। স্পেন ০-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: বারপোস্টে লেগে ফিরল হেম্পের শট
১৫ মিনিট: হেম্পের শট লাগল স্পেনের বারপোস্টে। স্রেফ কয়েক সেন্টিমিটারের কারণে গোল পেল না ইংল্যান্ড। বক্সের মাথা থেকে হেম্পের বাঁ-পায়ের শট স্পেনের বারপোস্টে লেগে ফিরে এল। বল বের করে দিল স্পেন ডিফেন্স। স্পেন ০-০ ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: স্পেনের রক্ষণ প্রায় ভেঙে দিচ্ছিলেন হেম্প
১১ মিনিট: স্পেনের রক্ষণ চিরে প্রায় ঢুকে যান রুসো। মাঝমাঠে বক্সের ৩৫ গজ দূরে তিনটি পাসের মুভে প্রায় স্পেনের ডিফেন্স ধসে পড়ছিল। স্পেনের ডিফেন্ডারদের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে স্পেনের বক্সে ঢুকে যাচ্ছিলেন রুসো। তবে গুরুত্বপূর্ণ সময় ট্যাকল স্পেনের খেলোয়াড়দের। কর্নার ইংল্যান্ডের। তবে লাভ হল না কর্নারে।
FIFA World Cup Final 2023 LIVE: বল পজেশনে এগিয়ে স্পেন
৮ মিনিট: শেষ কয়েক মিনিটে বল দখলের এগিয়ে স্পেন। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে আসছে। ডানপ্রান্ত ব্যবহার করছে। বাঁ-প্রান্ত অবশ্য সেরকম সফল হয়নি। তবে ইংল্যান্ডের রক্ষণও বেশ মজবুত আছে। এখনও পর্যন্ত মাত্র একবার বল ধরতে হয়েছে ইংল্যান্ডের গোলকিপারকে।
FIFA World Cup Final 2023 LIVE: মাঝমাঠ দিয়ে দুরন্ত মুভ বোনমাত্তির, রেহাই ইংল্যান্ডের
৬ মিনিট: মাঝমাঝ থেকে দ্রুতগতিতে উঠে আসেন বোনমাত্তি। দুর্দান্ত আক্রমণ। ডানপ্রান্তে রেডোন্ডোকে পাস। রেডোন্ডোর গোলমুখী পাসটা কিছুটা ভালো হতে পারত। বলটা বাঁ-প্রান্তে চলে গেল। সেখান থেকেই ভালো পাস এল না। ফলে রেডোন্ডো বল ধরতে পারলেন না। বল বেরিয়ে গেল। গোলকিক ইংল্যান্ডের।
FIFA World Cup Final 2023 LIVE: ডানপ্রাপ্ত থেকে আক্রমণ স্পেনের
৩ মিনিট: ডানপ্রাপ্ত দিকে আক্রমণ স্পেনের। বক্সের বাইরে থেকে প্রাথমিকভাবে পাস দেওয়ার চেষ্টা। ব্রাইটের গায়ে লেগে বেরিয়ে গেল। ফিরতি বলে বোনমাত্তির পাস দেওয়ার চেষ্টা। তবে লাভ হল না। জোরে টোকা। বল গোললাইন অতিক্রম করে গেল। গোলকিক ইংল্যান্ডের।
FIFA World Cup Final 2023 LIVE: বিশ্বকাপ ফাইনালে সামান্য এগিয়ে ইংল্যান্ড
খাতায়কলমে ইংল্যান্ড কিছুটা এগিয়ে আছে। তবে স্পেনও যে খুব একটা পিছিয়ে আছে, তেমন নয়। দু'দেশই ঢিমেতালে এবারের বিশ্বকাপ শুরু করেছিল। সেখান থেকে ফাইনাল উঠেছে দু'দলই। ইংল্যান্ডের কোচ অত্য়ন্থ অভিজ্ঞ।
FIFA World Cup Final 2023 LIVE: কিক-অফ সিডনিতে, কার হাতে উঠবে বিশ্বকাপ?
কিক-অফ হল সিডনিতে। কার হাতে উঠবে মহিলা বিশ্বকাপের ট্রফি? উত্তর মিলবে একটু পরেই। পুরুষদের বিশ্বকাপের নিরিখে ইংল্যান্ড এবং স্পেন - দু'দলই একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
FIFA World Cup Final 2023 LIVE: ইউরোর বদলা নিতে পারবে স্পেন?
গত বছর গ্রীষ্মে ইংল্যান্ড এবং স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অতিরিক্ত সময় ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। সেইসঙ্গে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল।
FIFA World Cup Final 2023 LIVE: চেলসির তারকা স্ট্রাইকারকে প্রথম একাদশে রাখল না ইংল্যান্ড
ইংল্যান্ডের প্রথম একাদশে আছেন - ইয়ার্পস, ব্রোঞ্জ, কার্টার, ব্রাইট (অধিনায়ক), গ্রিনউড, ডালি, স্ট্যানওয়ে, ওয়ালশ, টুন, হেম্প এবং রুসো। চেলসির স্ট্রাইকার লরেন জেমসকে ফাইনালে খেলানোর সুযোগ ছিল ইংল্যান্ডের কোচ সারিন উইগম্যানের সামনে। তবে সেই পথে হাঁটেননি তিনি। দু'ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেও তাঁকে প্রথম একাদশে রাখেননি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একাদশ নামিয়েছিলেন, ফাইনালেও সেটা রেখেছেন। আজ ৫-৩-২ ফর্মেশনে দল সাজিয়েছে ইংল্যান্ড।
FIFA World Cup Final 2023 LIVE: ব্যালন ডি'অর জয়ীকে ছাড়া বিশ্বকাপ ফাইনালে নামছে স্পেন
বিশ্বকাপে স্পেনের প্রথম একাদশে ঠাঁই পেলেন না ব্যালন ডি'অর জয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস। তাঁর পরিবর্তে দলে এসেছেন সালমা প্যারালুয়েলো। অর্থাৎ জেনিফার হারমোসো মিডফিল্ডে ফিরছেন। আর তিন ফরোয়ার্ডের লাইনে যুক্ত হলেন প্যারালুয়েলো। স্পেনের প্রথম একাদশে আছেন - কোল, ব্যাটল, পারেদেস, কোদিনা, কারমোনা (অধিনায়ক), বোনমাত্তি, আবয়েইরা, রেডোন্ডো, ক্যালদেন্তি এবং প্যারালুয়েলো। ৪-৩-২-১ ফর্মেশনে খেলবে স্পেন।
FIFA World Cup Final LIVE: আজ নয়া চ্যাম্পিয়ন পাবে বিশ্ব
ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন এবং ইংল্যান্ড। দু'দেশই কখনও মহিলা বিশ্বকাপ জেতেনি। তাই যে সিডনিতে ৯০ মিনিট বা ১২০ মিনিটের শেষে যে দলের হাতেই বিশ্বকাপ উঠুক না কেন, আজ ইতিহাস তৈরি হচ্ছে। তাই আজ বাড়তি উন্মাদনা রয়েছে মহিলা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।