নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ফলাফলের দিকে না তাকিয়েই যদি ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হয়, তবে রোহিতদের আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। যদিও দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক পরিস্থিতিতে দেখাচ্ছে অস্ট্রেলিয়াকেই। অবশ্য এমনটা নয় যে, এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো ভারতের পক্ষে সম্ভব নয়। বরং পালটা ব্যাট করতে নেমে রোহিতরা বড় রানের ইনিংস গড়লে ম্যাচের রং বদলে যেতে বিশেষ সময় লাগবে না।
লিয়নকে ছক্কা হাঁকালেন গিল, দ্বিতীয় দিনের খেলা শেষ
৯.২ ওভারে ন্যাথন লিয়নের বলে বিশাল ছক্কা হাঁকান শুভমন গিল। ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬ রান। শুভমন গিল ২৭ বলে ১৮ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৩৩ বলে ১৭ রান করেন রোহিত শর্মা। তিনি ২টি চার মারেন। আপাতত অস্ট্রেলিয়ার থেকে ৪৪৪ রানে পিছিয়ে রয়েছে ভারত।
ইতিবাচক শুরু ভারতের
৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯ রান। রোহিত শর্মা ১৬ বলে ৮ রান করেছেন। ১৪ বলে ১০ রান করেছেন শুভমন গিল। দু'জনেই ১টি করে চার মেরেছেন।
গিলের বাউন্ডারি
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪ রান।
ভারতের রান তাড়া শুরু
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলে লেগ বাই হিসেবে ১ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন শুভমন গিল। তৃতীয় বলে চার মারেন রোহিত। শেষ বলে ১ রান নেন রোহিত। প্রথম ওভারে ৭ রান ওঠে।
৬ উইকেট অশ্বিনের, অল-আউট অস্ট্রেলিয়া
১৬৭.২ ওভারে অশ্বিনের বলে কোহলির হাতে ধরা পড়েন নাথান লিয়ন। ৯৬ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৬টি চার। অস্ট্রেলিয়া ৪৮০ রানে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। অশ্বিন ৯১ রানে ৬টি উইকেট দখল করেন। শামি ১৩৪ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পকেটে পোরেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
মার্ফিকে ফিরিয়ে ৫ উইকেট অশ্বিনের
১৬৫.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টড মার্ফি। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৬১ বলে ৪১ রান করেন মার্ফি। মারেন ৫টি চার। অস্ট্রেলিয়া ৪৭৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাথিউ কুনম্যান। অশ্বিন এই নিয়ে টেস্টে ৩২বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
৫০ রানের পার্টনারশিপ
নবম উইকেটের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন নাথান লিয়ন ও টড মার্ফি। ১৬৪ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ৪৬৪ রান। খোয়াজা আউট হন দলগত ৪০৯ রানের মাথায়। সুতরাং লিয়ন ও মার্ফি যোগ করেছেন ৫৫ রান। লিয়ন ২১ ও মার্ফি ৩৭ রানে ব্যাট করছেন।
৪৫০ টাপকাল অস্ট্রেলিয়া
১৫৮তম ওভারে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৫০ রানের গণ্ডি টপকে যায়। তাদের স্কোর ৮ উইকেচে ৪৫২ রান। টড মার্ফি ৩৮ বলে ২৮ রান করেছেন। ৭০ বলে ২০ রান করেছেন নাথান লিয়ন।
মূল্যবান রান জুড়ছেন মার্ফিরা
১৫৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ৪৩৬ রান। মার্ফি ২০ রানে ব্যাট করছেন। লিয়ন করেছেন ১২ রান। মার্ফি ৩টি ও লিয়ন ২টি চার মেরেছেন।
১৫০ ওভারের খেলা শেষ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৪১৭ রান সংগ্রহ করে। লিয়ন ১০ রানে ব্যাট করছেন। ৪ রান করেছেন টড মার্ফি।
উসমান খোয়াজা আউট
চায়ের বিরতির পরে প্রথম বলেই উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ১৪৬.১ ওভারে অক্ষরের বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিয়ে সাফল্য পায়। ২১টি বাউন্ডারির সাহায্যে ৪২২ বলে ১৮০ রান করে মাঠ ছাড়েন খোয়াজা। অস্ট্রেলিয়া ৪০৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি। উল্লেখযোগ্য বিষয় হল, চায়ের বিরতির পরে মাঠে নামেননি রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন চেতেশ্বর পূজারা। তিনিই রিভিউয়ের আবেদন জানান।
চায়ের বিরতি
দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৪০৯ রান তুলেছে। খোয়াজা ১৮০ রানে ব্যাট করছেন। ৪২১ বলের ইনিংসে তিনি ২১টি চার মেরেছেন। লিয়ন অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৬ রানে। অশ্বিন ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন।
ডাবল সেঞ্চুরির পথে এগচ্ছেন খোয়াজা
১৪৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪০৬ রান। খোয়াজা ৪১৮ বলে ১৭৮ রান করেছেন। ৩৩ বলে ৫ রান করেছেন নাথান লিয়ন।
৪০০ ছুঁল অস্ট্রেলিয়া
১৪১তম ওভারে প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৭ উইকেটে ৪০০ রান। ১৭৩ রানে ব্যাট করছেন উসমান খোয়াজা। ৪১১ বলের ইনিংসে তিনি ২১টি চার মেরেছেন।
অশ্বিনের চতুর্থ শিকার স্টার্ক
১৩৫.৩ ওভারে অশ্বিনের বলে শর্ট লেগে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন মিচেল স্টার্ক। ২০ বলে ৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৩৮৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাথান লিয়ন। অশ্বিন ৭৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
লড়াই জারি খোয়াজার
১৩৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩৮৭ রান। উসমান খোয়াজা ১৬৫ রানে ব্যাট করছেন। ৩৯৪ বলের ইনিংসে তিনি ২০টি চার মেরেছেন।
অ্যালেক্স ক্যারি আউট
একই ওভারে জোড়া সাফল্য অশ্বিনের। ১৩০.৬ ওভারে অশ্বিনের বলে বড় শট খেলার চেষ্টায় অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা অ্যালেক্স ক্যারি। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ৩৭৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।
গ্রিনকে ফেরালেন অশ্বিন
১৩০.২ ওভারে অশ্বিনের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৮টি চার। অস্ট্রেলিয়া ৩৭৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি।
হাস্যকর রিভিউ ভারতের
১২৭.৬ ওভারে জাদেজার অফ-স্টাম্পের অনেক বাইরের বলে ইচ্ছে করেই পা লাগান উসমান খোয়াজা। বল স্টাম্প লাইনের অনেক বাইরে ছিল। তা সত্ত্বেও খোয়াজা যেহেতু শট খেলার চেষ্টা করেননি, তাই রিভিউয়ের আবেদন জানায় ভারত। স্বাভাবিকভাবেই দেখা যায় বল অফ-স্টাম্পের অন্তত এক ফুট বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। রিভিউ খোয়ায় ভারত। ১২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৭৪ রান। খোয়াজা ১৬০ ও গ্রিন ১১২ রানে ব্যাট করছেন।
২০০ রানের পার্টনারশিপ
১২৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৭০ রান। সুতরাং, পঞ্চম উইকেটের জুটিতে খোয়াজা ও গ্রিন ২০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। গ্রিন ১১১ ও খোয়াজা ১৫৭ রানে ব্যাট করছেন।
দুরন্ত শতরান গ্রিনের
১২১.২ ওভারে জাদেজার বলে বাউন্ডারি মেরে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান তিনি। এটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৫৫ রান। গ্রিন ১০০ ও খোয়াজা ১৫৩ রানে ব্যাট করছেন।
৩৫০ ছুঁল অস্ট্রেলিয়া
দ্বিতীয় দিনের লাঞ্চের পরেই প্রথম ইনিংসে ৩৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ১২১ ওভার শেষে অজিদের স্কোর ৪ উইকেটে ৩৫০ রান। খোয়াজা ১৫২ ও গ্রিন ৯৬ রানে ব্যাট করছেন।
মধ্যাহ্নভোজের বিরতি
দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনও উইকেট তুলতে পারেনি ভারত। অস্ট্রেলিয়া ২৯ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান যোগ করে। আপাতত দ্বিতীয় দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করেছে। তারা সাকুল্যে ১১৯ ওভার ব্যাট করেছে। ক্যামেরন গ্রিন ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি ১৩৫ বলে ৯৫ রান করেছেন। মেরেছেন ১৫টি চার। খোয়াজা ৩৫৪ বলে ১৫০ রান করেছেন। তিনি ২০টি চার মেরেছেন।
১৫০ পূর্ণ করলেন খোয়াজা
১১৬.৫ ওভারে মহম্মদ শামির বলে চার মেরে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন উসমান খোয়াজা। তিনি ২০টি বাউন্ডারির সাহায্যে ৩৪৬ বলে দেড়শো রানে পৌঁছন। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৩৭ রান।
উমেশের ওভারে ৩টি চার
১১৪তম ওভারে উমেশ যাদবের বলে ৩টি চার মারেন ক্যামেরন গ্রিন। ১১৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩২৮ রান। ১২৫ বলে ৮৩ রান করেছেন ক্যামেরন। তিনি ১৩টি চার মেরেছেন। ১৪৩ রানে ব্যাট করছেন খোয়াজা। ৩৪০ বলের ইনিংসে তিনি ১৯টি চার মেরেছেন।
অল্পের জন্য বাঁচলেন খোয়াজা
১১২.১ ওভারে জাদেজার বল খোয়াজার ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। কেএস ভরত বল ধরার মতো তৎপরতা দেখাতে পারেননি। ১১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩১৩ রান। খোয়াজা ১৪০ ও গ্রিন ৭১ রানে ব্যাট করছেন।
৩০০ ছুঁল অস্ট্রেলিয়া
১০৮তম ওভারে প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৪ উইকেটে ৩০০ রান। উসমান খোয়াজা ৩১৮ বলে ১৩৩ রান করেছেন। মেরেছেন ১৮টি চার। ক্যামেরন গ্রিন ১০৫ বলে ৬৫ রান করেছেন। তিনি ৯টি চার মেরেছেন।
প্রথম ঘণ্টায় উইকেটহীন ভারত
১০৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৮৭ রান। সুতরাং, দিনের প্রথম ১৫ ওভারে কোনও উইকেট তুলতে পারেনি ভারত। খোয়াজা ১২৩ ও গ্রিন ৬২ রানে ব্যাট করছেন।
১০০ রানের পার্টনারশিপ
অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৭০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায়। ১০১ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ২৭৫ রান। সুতরাং, খোয়াজা ও গ্রিন পঞ্চম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেছেন ইতিমধ্যেই।
সতর্ক শুরু অস্ট্রেলিয়ার
৯৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৬৭ রান। সুতরাং, দিনের প্রথম ৭ ওভারে সাকুল্যে ১২ রান সংগ্রহ করে তারা। গ্রিন ৫৪ রানে ব্যাট করছেন। খোয়াজা অপরাজিত রয়েছেন ১১১ রান করে।
বরাতজোরে বাঁতলেন খোয়াজা
৯২.৫ ওভারে শামির বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন খোয়াজা। তবে বল সরাসরি উইকেটকিপারের দস্তানা পর্যন্ত পৌঁছয়নি। আগেই মাঠে ড্রপ করে। ফলে বরাতজোরে বেঁচে যান উসমান।
দ্বিতীয় দিনের শুরুতেই হাফ-সেঞ্চুরি গ্রিনের
গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। বোলিং শুরু করেন জাদেজা। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন খোয়াজা। পঞ্চম বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে পঞ্চাশ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। ৯১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৫৮ রান।
কালো আর্ম ব্যান্ড পরে মাঠে অজি ক্রিকেটাররা
শুক্রবার আমদাবাদে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। গতরাতে মৃত্যু হয় প্যাট কামিন্সের মা মারিয়ার। নিয়মিত অধিনায়কের প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতেই খোয়াজারা কার্লো আর্ম ব্যান্ড পরেন। বিস্তারিত পড়ুন:- ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই মাতৃবিয়োগ প্যাট কামিন্সের, শোক প্রকাশ ক্রিকেটমহলের
বল ঘুরবে দ্বিতীয় দিনে?
চলতি বর্ডার গাভাসকর ট্রফির প্রথম তিনটি টেস্টে বিস্তর বল ঘুরেছে। তাই প্রত্যাশা ছিল আমদাবাদের চতুর্থ টেস্টেও শুরু থেকেই স্পিনারদের দাপট দেখা যাবে। তবে চতুর্থ টেস্টের প্রথম দিনে অশ্বিনদের বল ঘুরতে দেখা যায়নি। ভারতীয় শিবির এখন তাকিয়ে দ্বিতীয় দিনের পিচের দিকে। আমদাবাদে দ্বিতীয় দিনে বল ঘুরবে তো?
প্রথম দিনের স্কোর
আমদাবাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। দুর্দান্ত শতরান করে অপরাজিত থাকেন উসমান খোয়াজা। তিনি ১০৪ রানে নট-আউট থাকেন। ট্রেভিস হেড ৩২, মার্নাস ল্যাবুশান ৩, স্টিভ স্মিথ ৩৮ ও পিটার হ্যান্ডসকম্ব ১৭ রানে আউট হন। ৪৯ রানে নট-আউট থাকেন ক্যামেরন গ্রিন। শামি ২টি এবং অশ্বিন ও জাদেজা ১টি করে উইকেট দখল করেন।