বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: টস করতে নামার সময়ে নেতা কোহলির পোস্টারের সামনে হোঁচট খেলেন রোহিত- ভাইরাল সেই ছবি

IND vs AUS, WTC Final 2023: টস করতে নামার সময়ে নেতা কোহলির পোস্টারের সামনে হোঁচট খেলেন রোহিত- ভাইরাল সেই ছবি

অধিনায়ক কোহলিকে নিয়ে লেখা পোস্টারের সামনে হোঁচট খেলেন রোহিত।

কাকতালীয় হলেও, রোহিত যেখানে হোঁচট খান, সেখানে ছিল বিরাট কোহলিকে নিয়ে লেখা একটি পোস্টার। যে পোস্টারে কোহলিকে ‘অধিনায়ক’ বলে উল্লেখ করা হয়েছে। ঠিক তার সামনেই হোঁচট খান রোহিত। যা ধরা পড়ে যায় ক্যামেরাতে। আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

শুভব্রত মুখার্জি: ভারতের হয়ে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে মরিয়া রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই ওভালের ফাইনালে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারত। আর এই টস করতে নামার সময়েই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। টস করতে মাঠে নামার আগেই সিঁড়িতে হোঁচট খান রোহিত। কাকতালীয় হলেও, রোহিত যেখানে হোঁচট খান, সেখানে ছিল বিরাট কোহলিকে নিয়ে লেখা একটি পোস্টার। যে পোস্টারে কোহলিকে ‘অধিনায়ক’ বলে উল্লেখ করা হয়েছে। ঠিক তার সামনেই হোঁচট খান রোহিত। যা ধরা পড়ে যায় ক্যামেরাতে। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল।

আরও পড়ুন: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

এ দিন ম্যাচের শুরুতে ভারতের হয়ে টস করতে আসেন রোহিত শর্মা। টসে জেতেন রোহিত শর্মা। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। দলের হয়ে টস করতে নামার সময়ে ওভালের প্যাভিলিয়নের সিঁড়িতে হোঁচট খান তিনি। ঘটনাটি ঘটে এমন সময়ে যেখানে ছিলেন, আবার এক বিরাট কোহলির ভক্ত। যিনি আবার সামনে কোহলির একটি বিরাট কোহলির নামে লেখা একটি বড় প্ল্যাকার্ড তুলে ধরে রেখেছিলেন। সেখানে লেখা ছিল, ‘বিরাট তুমি সারা জীবন আমার অধিনায়ক থাকবে’। সেখানেই রোহিত হোঁচট খাওয়ায় শুরু হয়েছে চর্চা। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন: সিরাজের বলে চোট, পেনকিলার খেয়ে, দু'বার রিভিউ ঠেকিয়ে, শেষে শামির বলে বোল্ড হলেন ল্যাবুশান

উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয় বার ডব্লুটিসি ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। প্রথম বার ডব্লুটিসি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারতে হয়েছিল ভারতকে। সেই সময়ে কোহলির নেতৃত্বাধীন ভারত ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। ২০১৪-২২ টানা আট বছর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন বিরাট। গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ফলে ভারত সিরিজ হারের পরেই অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। অধিনায়ক হিসেবে দ্বিতীয় বর্ষের ডব্লুটিসির ফাইনাল রোহিতের কাছে অষ্টম টেস্ট ম্যাচ। চোট আঘাতের কারণে এই সময়ে অনেক টেস্টেই খেলা হয়নি তাঁর।

বন্ধ করুন