চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়ে চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। যদিও শেফালিরা টুর্নামেন্টের একটি ম্যাচে পরাজিত হন অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে ইংল্যান্ড আগাগোড়া অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে শেষমেশ ইতিহাস গড়ে ভারত।
টুর্নামেন্টের সেরা গ্রেস
বিশ্বকাপে ব্য়াটে-বলে চূড়ান্ত সফল ইংল্যান্ডের ক্যাপ্টেন গ্রেস স্ক্রিভেন্স। তিনি ব্যাট হাতে ২৯৩ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে ৯টি উইকেট দখল করেন। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।
ম্যাচের সেরা তিতাস
ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন তিতাস সাধু। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।
বিশ্বচ্যাম্পিয়ন ভারত
ইংল্যান্ডের ৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান তুলে নেয় ভারত। ৬ ওভার বাকি থাকতে ৭ উইকেটের দাপুটে জয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন শেফালিরা। উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের খেতাব জিতে ইতিহাস গড়ে ভারত। সৌমিয়া তিওয়ারি ৩৭ বলে ২৪ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার মারেন। ১ বল খেলে শূন্য রানে নট-আউট থাকেন হৃষিতা। ভারতের কোনও মহিলা ক্রিকেট দল এই প্রথম বিশ্বচ্য়াম্পিয়ন হয়। এশিয়ার কোনও মহিলা ক্রিকেট দল যে কোনও পর্যায়ে এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
সাজঘরে ফিরলেন তৃষা
১২.৫ ওভারে অ্যালেক্সার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তৃষা। ২৯ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হৃষিতা বসু। জিততে ভারতের দরকার মাত্র ৩ রান।
জোড়া বাউন্ডারি তৃষার
১২তম ওভারে অ্যান্ডারসনের বলে জোড়া বাউন্ডারি মারেন তৃষা। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬০ রান। জিততে মাত্র ৯ রান দরকার তাদের। তৃষা ১৮ ও তিওয়ারি ২১ রানে ব্যাট করছেন।
৫০ ছুঁল ভারত
১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। জিততে তাদের দরকার আর মাত্র ১৯ রান। তিওয়ারি ২১ রানে ব্যাট করছেন।
১০ ওভারে ভারতের দরকার ২১ রান
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৮ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে শেফালিদের দরকার ২১ রান। তিওয়ারি ২৬ বলে ২০ রান করেছেন। ১৭ বলে ৮ রান করেছেন তৃষা।
জিততে ২৫ রান দরকার ভারতের
৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৪ রান। সুতরাং জয়ের জন্য ১১ ওভারে ২৫ রান দরকার ভারতের। তিওয়ারি ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৮ রান করেছেন। ১৩ বলে ৬ রান করেছেন তৃষা।
লড়াই চালাচ্ছেন সৌমিয়া
৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৭ রান। সোফিয়ার বলে ১টি চার মারেন তিওয়ারি। তিনি ১৯ বলে ১২ রান করেছেন। মেরেছেন ২টি বাউন্ডারি। ১২ বলে ৫ রান করেছেন তৃষা।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছে। ১৫ বলে ৭ রান করেছেন সৌমিয়া তিওয়ারি। তিনি ১টি চার মেরেছেন। ৪ বলে ৩ রান করেছেন তৃষা। ম্যাচ জিততে ১৪ ওভারে ৩৯ রান দরকার ভারতের।
সাজঘরে ফিরলেন শ্বেতা
জোর ধাক্কা খেল ভারত। শেফালির পরে সাজঘরে ফিরলেন ভারতের হয়ে সব থেকে বেশি রান করা শ্বেতা শেরাওয়াত। ৩.৪ ওভারে গ্রেসের বলে হ্যানার হাতে ধরা পড়েন শ্বেতা। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করেন তিনি। ভারত ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গঙ্গাদি তৃষা। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২২ রান।
শেফালি বর্মা আউট
দ্বিতীয় ওভারে সোফিয়ার পঞ্চম বলে ছক্কা মারেন শেফালি বর্মা। ২.১ ওভারে হ্যানার বলে অ্যালেক্সার হাতে ধরা পড়েন ভারতের ক্যাপ্টেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৫ রান করেন শেফালি। ভারত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌমিয়া তিওয়ারি। তৃতীয় ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত।
রান তাড়া শুরু ভারতের
শ্বেতা শেরাওয়াতকে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। বোলিং শুরু করেন হ্যানা। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন শেফালি। প্রথম ওভারে ৫ রান ওঠে।
অল-আউট ইংল্যান্ড
১৭.১ ওভারে সোনম যাদবের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সোফিয়া। ৭ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। ইংল্যান্ড ৬৮ রানে অল-আউট হয়ে যায়। ২ বল খেলে শূন্য রানে নট-আউট থাকেন অ্যান্ডারসন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ৬৯ রান দরকার শেফালিদের। সোনম ১.১ ওভারে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
মন্নতের শিকার অ্যালেক্সা
১৬.৪ ওভারে মন্নত কাশ্যপের বলে সোনম যাদবের হাতে ধরা পড়েন অ্যালেক্সা স্টোনহাউস। ২৫ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। ইংল্যান্ড ৬৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলি অ্যান্ডারসন। মন্নত ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
শেফালির শিকার হ্যানা
১৪.১ ওভারে শেফালি বর্মার বলে হ্যানা বেকারকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন হ্যানা। ইংল্যান্ড ৫৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফিয়া স্মেল। তিনি ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৬৩ রান। সোফিয়া ১০ রানে ব্যাট করছেন।
রান-আউট গ্রোভস
১৩.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন জসি গ্রোভস। ৫ বলে ৪ রান করেন তিনি। ইংল্যান্ড ৫৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যানা বেকার। পার্শবী ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৫০ টপকাল ইংল্যান্ড
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। শেফালির বলে ১টি চার মারেন অ্যালেক্সা। ওভারে মোট ৬ রান ওঠে। ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫২ রান।
চোপড়ার দ্বিতীয় শিকার ম্য়াকডোনাল্ড
১১.১ ওভারে পার্শবী চোপড়ার বলে অর্চনা দেবীর হাতে ধরা পড়েন ম্য়াকডোনাল্ড। ২৪ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড ৪৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসি গ্রোভস। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৪৬ রান। অ্যালেক্সা ১ ও গ্রোভস ৩ রানে ব্য়াট করছেন। চোপড়া ৩ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
পাভেলিকে ফেরালেন চোপড়া
৯.৬ ওভারে পার্শবী চোপড়ার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পাভেলি। ৯ বলে ২ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্সা স্টোনহাউস। পার্শবী ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বিপর্যয় মোকাবিলায় ম্য়াকডোনাল্ড
অষ্টম ওভারে পার্শবী চোপড়ার বলে ১টি চার মারেন ম্যাকডোনাল্ড। ওভারে ৬ রান ওঠে। নবম ওভারে মন্নতের বলে ১টি চার মারেন তিনি। ওভারে মোট ৭ রান ওঠে। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩৬ রান। ১৬ বলে ১৫ রান করেছেন ম্য়াকডোনাল্ড।
সেরেনকে ফেরালেন তিতাস
একটানা নিজের স্পেলের চতুর্থ ওভার বল করতে এসে ভারতকে ফের সাফল্য এনে দিলেন তিতাস সাধু। ৬.২ ওভারে তিনি বোল্ড করেন সেরেন স্মেলকে। ৯ বলে ৩ রান করেন সেরেন। ইংল্যান্ড ২২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পাভেলি। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৩ রান। তিতাস ৪ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে। ৭ বলে ৪ রান করেছেন ম্য়াকডোনাল্ড। ৭ বলে ৩ রান করেছেন সেরেন। অর্চনা ৩ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
জীবনদান পেলেন ম্যাকডোনাল্ড
৪.৫ ওভারে তিতাস সাধুল বলে ম্যাকডোনাল্ডের ক্যাচ ছাড়েন রিচা ঘোষ। খাতা খোলার আগেই জীবনদান পেলেন ব্রিটিশ তারকা। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৭ রান। তিতাস ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
গ্রেসকে ফেরালেন অর্চনা
বিরাট সাফল্য ভারতের। ৩.৬ ওভারে অর্চনার বলে তৃষার হাতে ধরা পড়েন প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন তথা সেরা ব্যাটার গ্রেস স্ক্রিভেন্স। ১২ বলে ৪ রান করেন তিনি। ইংল্য়ান্ড ১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাকডোনাল্ড। অর্চনা একই ওভারো জোড়া উইকেট তুিলে ভারতকে চালকের আসেন বসিয়ে দেন।
হল্যান্ডকে ফেরালেন অর্চনা
৩.৩ ওভারে অর্চনা দেবীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নিয়াম হল্যান্ড। ৮ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। ইংল্যান্ড ১৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সেরেন স্মেল।
প্রথম বাউন্ডারি ইংল্যান্ডের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্চনা দেবী। ১.৩ ওভারে ম্য়াচের প্রথম বাউন্ডারি মারেন হল্যান্ড। দ্বিতীয় ওভারে মোট ৬ রান ওঠে। তৃতীয় ওভারে তিতাস ৩ রান খরচ করেন। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১০ রান। হল্যান্ড ৬ ও গ্রেস ৪ রানে ব্যাট করছেন।
প্রথম ওভারেই লিবার্টিকে ফেরালেন তিতাস
প্রথম ওভারেই সাফল্য পেল ভারত। চতুর্থ বলে লিবার্টি হিপকে সাজঘরে ফেরান তিতাস সাধু। ২ বল খেলে খাতা খোলার আগেই তিতাসের হাতেই ফিরতি ক্যাচ দেন হিপ। ইংল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিয়াম হল্যান্ড। প্রথম ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১ রান।
ইংল্যান্ডের প্রথম একাদশ
গ্রেস ক্রিভেন্স (ক্যাপ্টেন), লিবার্টি হিপ, নিয়াম হল্যান্ড, সেরেন স্মেল (উইকেটকিপার), রিয়ানা ম্য়াকডোনাল্ড-গে, চ্যারিস পাভেলি, অ্যালেক্সা স্টোনহাউস, সোফিয়া স্মেল, জসি গ্রোভস, এলি অ্যান্ডারসন ও হ্যানা বেকার।
ভারতের প্রথম একাদশ
শেফালি বর্মা (ক্যাপ্টেন), শ্বেতা শেরাওয়াত, সৌমিয়া তিওয়ারি, গঙ্গাদি তৃষা, রিচা ঘোষ (উইকেটকিপার), হৃষিতা বসু, তিতাস সাধু, মন্নত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শবী চোপড়া ও সোনম যাদব।
অপরিবর্তিত দল নিয়ে লড়াইয়ে দুই দেশ
সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ধরে রেখে খেতাবি লড়াইয়ে মাঠে নামে উভয় দল। অর্থাৎ অপরিবর্তিত প্রথম একাদশেই লড়াই চালাবে ভারত ও ইংল্যান্ড।
টস জিতল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে টস জিতল ভারত। টস জিতে শেফালি বর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে ভারত। ইংল্যান্ড তাদের সব ম্যাচ প্রথমে ব্যাট করে জেতে। তবে বারত নিজেদের পরিকল্পনায় নিশ্চল থাকে।
নজর থাকবে শেফালি-শ্বেতা জুটির দিকে
শুধু ভারতের হয়েই নয়, ফাইনালের আগে পর্যন্ত চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে সব দলের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন শ্বেতা শেরাওয়াত। স্বাভাবিকভাবেই ফাইনালে শ্বেতাই ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন। তিনি ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪১.০৬। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। শ্বেতা মোট ৪৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। অন্যদিকে ফাইনালের আগে পর্যন্ত শেফালি ৬ ম্যাচে ২৬.১৬ গড়ে ১৫৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ২০১.২৮। তিনি ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এবং ২৫টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৮ রানের। এছাড়া বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন শেফালি
যশ ধুলরা পেরেছেন, শেফালিরা পারবেন?
গতবছর ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। ট্রফি নিয়ে দেশে ফেরেন যশ ধুলরা। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ সেই ইংল্যান্ড। শেফালিরা উদ্বোধনী মরশুমে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে পারেন কিনা, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
কোন পথে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
১. বি-গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ১৭৪ রানে হারিয়ে দেয়।
২. বি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫৩ রানে পরাজিত করে।
৩. বি-গ্রুপের তৃতীয় ম্যাচে রওয়ান্ডাকে ১৩৮ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সেক ম্যাচে আয়ারল্যান্ডকে ১২১ রানে পরাজিত করে।
৫. সুপার সিক্সেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩ রানে পরাজিত করে।
কোন পথে বিশ্বকাপের ফাইনালে ভারত
১. ডি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
২. ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১২ রানে পরাজিত করে।
৩. ডি-গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৩ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৫. সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।