হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন শুভমন গিল। ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করার পথে অনবদ্য এক রেকর্ড গড়েন শুভমন।
আসলে উপ্পলে শতরানের সুবাদে গিল ওয়ান ডে কেরিয়ারে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান। দরকার ছিল ১০৬ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম ইনিংসে ১০০০ ওয়ান ডে রান করার নজির গড়েন গিল।
এর আগে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের নামে। দুই তারকা ২৪টি করে ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। গিল মাত্র ১৯টি ইনিংসে ব্যাট করতে নেমে এই কৃতিত্ব অর্জন করেন।
ভারতীয়দের মধ্যে সর্বকালীন রেকর্ড গড়লেও অল্পের জন্য এই নিরিখে সার্বিকভাবে বিশ্বরেকর্ড গড়া হয়নি গিলের। ওয়ান ডে ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ১০০০ রান করার রেকর্ড রয়েছে পাকিস্তানের ফখর জামানের নামে। তিনি ১৮টি ইনিংসে এই মাইলস্টোন টপকান। গিল যুগ্মভাবে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। গিলের মতোই ১৯টি ইনিংসে ১০০০ ওয়ান ডে রান করেন পাকিস্তানের ইমাম উল হক।
গিল এই তালিকায় টপকে যান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। ক্যারিবিয়ান তারকা ২১টি ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকান। রিচার্ডসের মতোই ২১টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন দুই ব্রিটিশ তারকা কেভিন পিটারসেন ও জোনাথন ট্রট। এছাড়া দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ও রাসি ভ্যান ডার দাসেন এবং পাকিস্তানের বাবর আজম ২১টি ইনিংসে ১০০০ ওয়ান ডে রান করেন।
উপ্পলে ১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রান করে সাজঘরে ফেরেন শুভমন গিল। ফলে ১৯টি ওয়ান ডে ম্যাচের ১৯টি ইনিংসে গিলের সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১১০২ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেন।
আরও পড়ুন:- IND vs NZ: গিলের তাণ্ডবে সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার
উল্লেখযোগ্য বিষয় হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন শুভমন গিল। শুধু ভারতীয়দের মধ্যেই নয়, বরং বিশ্বের সমস্ত ক্রিকেটারদের মধ্যে এই নজির গড়েন শুভমন। তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান করে অপরাজিত ছিলেন সচিন। বুধবার উপ্পলে প্রথম ব্যাটসম্যান হিসেবে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরি করেন শুভমন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup