HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs SA: সামনে থেকে লড়লেন ক্যাপ্টেন এলগার, দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

IND vs SA: সামনে থেকে লড়লেন ক্যাপ্টেন এলগার, দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

৯৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন ডিন এলগার।

হাফ-সেঞ্চুরি এলগারের। ছবি- আইসিসি।

সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে হাতছানি প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার। পয়া জোহানেসবার্গেই সিরিজ জয় নিশ্চিত করে নতুন ইতিহাস লিখতে চেয়েছিল টিম ইন্ডিয়া। প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছিল ভারত। যদিও সেটা আপাতত সম্ভব হল না। ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

06 Jan 2022, 09:55 PM IST

ম্যাচের সেরা এলগার

প্রথম ইনিংসে ২৮ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে জোহানেসবার্গ টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার।

06 Jan 2022, 09:39 PM IST

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ২০২ (লোকেশ রাহুল ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৪৬, মারকো জানসেন ৩১/৪)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২২৯ (কিগান পিটারসেন ৬২, তেম্বা বাভুমা ৫১, শার্দুল ঠাকুর ৬১/৭)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৬৬ (অজিঙ্কা রাহানে ৫৮, চেতেশ্বর পূজারা ৫৩, কাগিসো রাবাদা ৭৭/৩)।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪৩/৩ (ডিন এলগার অপরাজিত ৯৬, রাসি ভ্যান ডার দাসেন ৪০, অশ্বিন ২৬/১)।
ম্যাচের ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

06 Jan 2022, 09:25 PM IST

দক্ষিণ আফ্রিকাকে জেতালেন এলগার

ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন ডিন এলগার। জোহানেসবার্গ টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য প্রোটিয়াদের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৪০ রানের। ৬৭.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তুলে ম্যাচ জিতে যায় তারা। এলগার ১০টি বাউন্ডারির সাহায্যে ১৮৮ বলে ৯৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তেম্বা বাভুমা ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৩ রান করে নট-আউট থেকে যান। ১ দিন বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।

06 Jan 2022, 09:12 PM IST

দক্ষিণ আফ্রিকার দরকার ১১ রান

অযথা দেরি করতে চায় না দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের শেষবেলাতেই জয় নিশ্চিত করতে মরিয়া প্রোটিয়ারা। তাই ঝড়ের গতিতে রান তুলে জয়ের খুব কাছে পৌঁছে গেলেন এলগাররা। ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৯/৩। জয়ের জন্য তাদের দরকার মাত্র ১১ রান। সিরাজের শেষ ওভারে ১৮ রান ওঠে। এলগার ৮৯ ও বাভুমা ১৬ রানে ব্যাট করছেন।

06 Jan 2022, 08:59 PM IST

২০০ ছুঁল দক্ষিণ আফ্রিকা

৬২ ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ ইনিংসে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। তাদের স্কোর ২০০/৩। জয়ের জন্য মাত্র ৪০ রান দরকার দক্ষিণ আফ্রিকার। এলগার ব্যাট করছেন ৭৩ রানে। ১০ রানে অপরাজিত রয়েছেন বাভুমা।

06 Jan 2022, 08:49 PM IST

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৪৮ রান

৬০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৪৮ রান। ডিন এলগার ৭২ রানে অপরাজিত রয়েছেন। তেম্বা বাভুমা ব্যাট করছেন ব্যক্তিগত ৪ রানে।

06 Jan 2022, 08:22 PM IST

দাসেনকে ফেরালেন শামি

৫৩.৬ ওভারে শামির বলে পূজারার হাতে ধরা পড়েন ভ্যান ডার দাসেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৭৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ৬৫ রান।

06 Jan 2022, 08:18 PM IST

প্রোটিয়াদের দরকার মোটে ৬৬ রান

৫৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে। জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র ৬৬ রান। হাতে রয়েছে ৮টি উইকেট। স্বাভাবিকভাবেই জয়ের গন্ধ দক্ষিণ আফ্রিকা শিবিরে। ডিন এলগার ৫৮ ও ভ্যান ডার দাসেন ৪০ রানে অপরাজিত রয়েছেন।

06 Jan 2022, 08:02 PM IST

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৭৯ রান

আগোছালো বোলিং ভারতের। ঝড়ের গতিতে রান তুলে জয়ের পথে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ইনিংসে ৫০ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলেছে। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার আর মাত্র ৭৯ রান। ডিন এলগার ৫৫ ও ভ্যান ডার দাসেন ৩০ রানে অপরাজিত রয়েছেন।

06 Jan 2022, 07:33 PM IST

এলগারের হাফ-সেঞ্চুরি

৩টি বাউন্ডারির সাহায্যে ১৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডিন এলগার। ৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার ১০৩ রান। এলগার ৫৩ ও দাসেন ১৩ রানে ব্যাট করছেন।

06 Jan 2022, 07:18 PM IST

চতুর্থ দিনের খেলা শুরু

গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার ও রাসি ভ্যান ডার দাসেন পুনরায় ব্যাট করতে নামেন চতুর্থ দিনে। ভারতের হয়ে বোলং শুরু করেন জসপ্রীত বুমরাহ। দিনের প্রথম ওভারে ২ রান ওঠে। ৪১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২০/২। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার আরও ১২০ রান।

06 Jan 2022, 06:33 PM IST

৭টা ১৫ মিনিটে শুরু ম্যাচ

অবশেষে পাওয়া গেল ইতিবাচক আপডেট। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা। শেষ সেশনে খেলা হবে ৩৪ ওভার। খেলা চলবে ভারতীয় সময় রাত ৯টা ৩০ পর্যন্ত। পরিস্থিতি অনুকূল থাকলে রাত ১০টা পর্যন্তও খেলা চালিয়ে যাওয়া হতে পারে।

06 Jan 2022, 06:16 PM IST

চায়ের আগেও খেলা শুরু হল না

চতুর্থ দিনের চায়ের বিরতির আগেও খেলা শুরু করা যায়নি। সুতরাং বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় সেশনের খেলাও। বৃষ্টি থামার পর সুপারসপার মাঠ থেকে জল তুলে ফেলেছে। পিচের ঢাকাও সরিয়ে দেওয়া হয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছেন। শেষ সেশনে খেলা শুরু হবে কিনা, এখনও কোনও আপডেট দেওয়া হয়নি।

06 Jan 2022, 04:27 PM IST

লাঞ্চের পরেও শুরু হল না খেলা

দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ার। যদিও এখনও আশা রয়েছে শেষ বেলার কিছুটা হলেও ম্যাচ আয়োজনের। আপাতত লাঞ্চের বিরতির পরেও শুরু হল না চতুর্থ দিনের খেলা।

06 Jan 2022, 03:41 PM IST

লাঞ্চের আগে শুরু করা গেল না খেলা

বৃষ্টি থামার নাম নেই। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি জারি জোহানেসবার্গে। তড়িঘড়ি খেলা শুরুর সম্ভাবনা না দেশে আগেভাগে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়নি। যথা সময়েই লাঞ্চ ঘোষণা করা হয়। যদিও লাঞের পরেও যে অবিলম্বে খেলা শুরু করে দেওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

06 Jan 2022, 01:36 PM IST

পিছিয়ে গেল খেলা শুরুর সময়

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু করা গেল না চতুর্থ দিনের খেলা। আগেই আশঙ্কা করা হচ্ছিল। এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে, পিছিয়ে যাচ্ছে খেলা শুরুর সময়।

06 Jan 2022, 01:27 PM IST

জোহানেসবার্গে বৃষ্টি

পূর্বাভাস ছিলই। সেই মতো টেস্টের চতুর্থ দিনের সকাল থেকেই জোহানেসবার্গে বৃষ্টির দাপট। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে। আশার কথা এই যে, বৃষ্টির পর খেল শুরু হলে ভরাতীয় পেসাররা বাড়তি সাহায্য পেতে পারেন।

06 Jan 2022, 12:21 PM IST

রোমাঞ্চকর মোড়ে জোহানেসবার্গ টেস্ট

হাতে আর অল্প রানের পুঁজি। যদিও ওয়ান্ডারার্সের পিচে সাবলীলভাবে রান তোলাও সহজ নয়। এই অবস্থায় ভারতের জয়ের পথে প্রধান বাধা প্রোটিয়া দলনায়ক ডিন এলগার। চতুর্থ দিনের শুরুতেই এলগারের বাধা টপকাতে না পারলে যে ভারতকে পরাজয়ের মুখ দেখতে হবে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। আপাতত জোহানেসবার্গে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলাররা।

06 Jan 2022, 12:21 PM IST

তৃতীয় দিনের স্কোর

প্রথম ইনিংসের নিরিখে ২৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২৬৬ রানে। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪০ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে। টেস্ট জিততে শেষ ২ দিনে তাদের দরকার মাত্র ১২২ রান। ভারতকে জো'বার্গ টেস্ট জিততে হলে তুলে নিতে হবে দক্ষিণ আফ্রিকার ৮টি উইকেট। ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন। ৩৭ বলে ১১ রান করে নট-আউট রয়েছেন রাসি ভ্যান ডার দাসেন।

06 Jan 2022, 12:21 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২২৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৭ রানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮৫ রান তোলে। সুতরাং, ভারতের হাতে লিড ছিল ৫৮ রানের।

06 Jan 2022, 12:21 PM IST

প্রথম দিনের স্কোর

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তোলে। ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

Latest News

সচিন কন্যা এখন কোরিয়ান বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর! কোন পণ্য প্রমোট করবেন ভোট দিলে দুগ্ধ প্রস্তুতকারকদের বেশি টাকা দেবে আমুল, অফার গুজরাটে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচেই প্রয়াত কলকাতার জনপ্রিয় ইউটিউবারকে শ্রদ্ধা চেলসির এটিএম থেকে 'কার্ড' কৌশলে এভাবেই হচ্ছে টাকা চুরি, প্রতারকদের থেকে সাবধান! প্রাথমিকেও দেদার দুর্নীতি, রিপোর্ট দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হাজার চাকরির ওপর Video: ভোটের মাঝে অযোধ্যায় মোদী, রামলালাকে ষাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর জাপানের অনন্য বিমানবন্দর! ৩০ বছরে হারায়নি কোনও যাত্রীর লাগেজ কত টাকার গাড়ি আছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের? বইয়ের হিসেব জানলে ‘গর্ব’ হবে আপনারও পোল্যান্ডে সাবেক নাৎসি ঘাঁটি থেকে পাওয়া গেল পাঁচটি কঙ্কাল, সেগুলি কোন সময়ের IAF কনভয়ে হামলার ২৪ ঘণ্টা পার, জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি কাশ্মীরে, আটক বহু

Latest IPL News

জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ