বাংলা নিউজ > ময়দান > IND vs SA: কোহলি-ধাওয়ানের পাশাপাশি ঝোড়ো হাফ-সেঞ্চুরি শার্দুলের, যদিও ম্যাচ হারল ভারত
ব্যর্থ হয় কোহলির হাফ-সেঞ্চুরি। ছবি- আইসিসি।

IND vs SA: কোহলি-ধাওয়ানের পাশাপাশি ঝোড়ো হাফ-সেঞ্চুরি শার্দুলের, যদিও ম্যাচ হারল ভারত

দক্ষিণ আফ্রিকার হয়ে জোড়া শতরান করেন বাভুমা ও দাসেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও শেষমেশ ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে হারতে হয় ভারতকে। এবার লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দলের যাত্রা শুরু হয় প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। বোল্যান্ড পার্কে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই হারতে হয় টিম ইন্ডিয়াকে।

19 Jan 2022, 11:06:13 PM IST

ম্যাচের সেরা দাসেন

৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন।

19 Jan 2022, 10:08:21 PM IST

৩১ রানে হার ভারতের

দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ২৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত আটকে যায় ৮ উইকেটে ২৬৫ রানে। ৩১ রানের ব্যবধানে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ধাওয়ান ৭৯, কোহলি ৫১ ও শার্দুল অপরাজিত ৫০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন এনগিদি, শামসি ও ফেলুকোয়াও।

19 Jan 2022, 10:02:47 PM IST

হাফ-সেঞ্চুরি শার্দুলের

ইনিংসের একেবারে শেষ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শার্দুল ঠাকুর। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ঠাকুর। ওয়ান ডে ক্রিকেটে এটিই তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি।

19 Jan 2022, 09:54:56 PM IST

২ ওভারে দরকার ৪৩ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে ভারতের দরকার ৪৩ রান। ৪৮ ওভার শেষে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ২৫৪ রান তুলেছে। ৪৮তম ওভারে ১৭ রান সংগ্রহ করে ভারত। শার্দুল ঠাকুর এনগিদিকে ২টি চার ও ১টি ছক্কা মারেন। শার্দুল ৪৪ রানে ব্যাট করছেন।

19 Jan 2022, 09:50:54 PM IST

৩ ওভারে দরকার ৬০ রান

জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের দরকার ৬০ রান। ৪৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। ৩২ বলে ২৮ রান করেছেন শার্দুল ঠাকুর। ১৬ বলে ৯ রান করেছেন বুমরাহ।

19 Jan 2022, 09:30:14 PM IST

ভুবনেশ্বর আউট

৪২.২ ওভারে শামসির বলে বাভুমার হাতে ধরা দেন ভুবনেশ্বর কুমার। ১১ বলে ৪ রান করে আউট হন ভুবি। ভারত ২১৪ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ। জয়ের জন্য ৭ ওভারে ৮৩ রান দরকার টিম ইন্ডিয়ার।

19 Jan 2022, 09:13:38 PM IST

অশ্বিন আউট

৩৮.৩ ওভারে ফেলুকোয়াওয়ের বলে বোল্ড হলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন অশ্বিন। ভারত ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার। ৩৯ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২০০/৭। শার্দুল ৭ ও ভুবনেশ্বর ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ১১ ওভারে ভারতের দরকার ৯৭ রান।

19 Jan 2022, 08:58:15 PM IST

বেঙ্কটেশ আউট

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন বেঙ্কটেশ আইয়ার। ৩৫.৫ ওভারে এনগিদির বলে দাসেনের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। ৭ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন আইয়ার। ভারত ১৮৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শা্রদুল ঠাকুর।

19 Jan 2022, 08:49:23 PM IST

পন্ত আউট

৩৪.১ ওভারে ফেলুকোয়াওয়ের বলে ঋষভ পন্তকে স্টাম্প আউট করেন কুইন্টন ডি'কক। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৬ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান পন্ত। ভারত ১৮১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।

19 Jan 2022, 08:41:37 PM IST

শ্রেয়সকে ফেরালেন এনগিদি

৩৩.৫ ওভারে লুঙ্গি এনগিদির বলে ডি'ককের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। ভারত ১৮১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার।

19 Jan 2022, 08:18:23 PM IST

কোহলি আউট

২৮.২ ওভারে শামসির বলে বাভুমার হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৫১ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত দলগত ১৫২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ২৯ ওভারে ভারতের স্কোর ১৫৩/৩।

19 Jan 2022, 08:15:01 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

ধীরে সুস্থে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে গেলেন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫০ রান পূর্ণ করেন বিরাট। ভারত ২৮ ওভারে দলগত দেড়শো রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১৫২/২। কোহলি ৫১ ও পন্ত ৪ রানে ব্যাট করছেন।

19 Jan 2022, 08:04:24 PM IST

ধাওয়ানকে ফেরালেন মহারাজ

২৫.৩ ওভারে কেশব মহারাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৯ রান কের ক্রিজ ছাড়েন গব্বর। ভারত ১৩৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

19 Jan 2022, 08:02:54 PM IST

২৫ ওভারে ভারত ১৩৭/১

অর্ধেক ইনিংস অতিক্রান্ত। ভারত ২৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৬০ রান। শিখর ধাওয়ান ৮২ বলে ৭৯ রান করেছেন। ৫১ বলে ৪২ রান করেছেন বিরাট কোহলি। ধাওয়ান ১০টি চার মেরেছেন। কোহলি মেরেছেন ৩টি বাউন্ডারি।

19 Jan 2022, 07:40:36 PM IST

১০০ টপকাল ভারত

১৯তম ওভারে টিম ইন্ডিয়া দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১০২ রান। ৬৫ বলে ৬৪ রান করেছেন শিখর ধাওয়ান। ৩২ বলে ২৪ রান করেছেন বিরাট কোহলি। ধাওয়ান ৯টি চার মেরেছেন। কোহলি ২টি বাউন্ডারি মেরেছেন।

19 Jan 2022, 07:18:11 PM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

কামব্যাক ইনিংসে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ভারত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে। ধাওয়ান ৫০ ও কোহলি ১১ রানে ব্যাট করছেন।

19 Jan 2022, 06:59:40 PM IST

রাহুলকে ফেরালেন মার্করাম

৮.৩ ওভারে এডেন মার্করামের বলে কুইন্টন ডি'ককের দস্তানায় ধরা পড়েন লোকেশ রাহুল। ১৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৪৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫০/১

19 Jan 2022, 06:51:27 PM IST

৭ ওভারে ভারত ৩৫/০

৭ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে। শিখর ধাওয়ান ২৮ বলে ২৫ রান করেছেন। ১৪ বলে ১০ রান করেছেন লোকেশ রাহুল। ধাওয়ান ৪টি বাউন্ডারি মেরেছেন। এখনও কোনও বাউন্ডারি মারেননি রাহুল।

19 Jan 2022, 06:28:29 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন এডেন মার্করাম। সতর্ক শুরু ভারতের। প্রথম ওভারে ২ রান ওঠে।

19 Jan 2022, 05:56:25 PM IST

দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৯৬/৪

শার্দুল ঠাকুরের শেষ ওভারে ১৭ রান ওঠে। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৯৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন রাসি ভ্যান ডার দাসেন। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। এছাড়া তেম্বা বাভুমা ১১০ রান করেন। ডি'কক করেন ২৭ রান। ভারতের হয়ে ৪৮ রানে ২ উইকেট নেন বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল। বেঙ্কটেশ আইয়ারকে বলই করায়নি ভারত।

19 Jan 2022, 05:45:12 PM IST

বাভুমা আউট

৪৮.১ ওভারে বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ১১০ রান করে ক্রিজ ছাড়েন তেম্বা। দক্ষিণ আফ্রিকা ২৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ম্যাচে বুমরাহর এটি দ্বিতীয় শিকার। ৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৭৯/৪।

19 Jan 2022, 05:39:10 PM IST

শতরান দাসেনের

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ভ্যান ডার দাসেন। ৪৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ২৭২ রান তুলেছে। বাভুমা ১১০ ও দাসেন ১০৯ রানে অপরাজিত রয়েছেন।

19 Jan 2022, 05:23:44 PM IST

শতরান বাভুমার

৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তেম্বা বাভুমা। শতরানের পথে অগ্রসর হচ্ছেন রাস ভ্যান ডার দাসেনও। ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২৪৫ রান। বাভুমা ১০০ ও দাসেন ৯৩ রানে ব্যাট করছেন।

19 Jan 2022, 05:02:34 PM IST

২০০ টপকে গেল দক্ষিণ আফ্রিকা

৩৯তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১০/৩। ব্যক্তিগত শতরানের সামনে দাঁড়িয়ে তেম্বা বাভুমা। তিনি ১১৮ বলে ৮৯ রান করেছেন। ৬২ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন রাসি ভ্যান ডার দাসে

19 Jan 2022, 04:42:32 PM IST

হাফ-সেঞ্চুরি দাসেনের

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান রাসি ভ্যান ডার দাসেন। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৮১ রান। তেম্বা বাভুমা ১০১ বলে ৭৮ রান করেছেন। ৪৯ বলে ৫৪ রান করেছেন দাসেন।

19 Jan 2022, 04:25:38 PM IST

১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

৩১ ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর ৩ উইকেটে ১৫১ রান। বাভুমা ৬৩ রানে ব্যাট করছেন। ৪১ রানে অপরাজিত রয়েছেন ভ্যান ডার দাসেন।

19 Jan 2022, 04:06:55 PM IST

হাফ-সেঞ্চুরি বাভুমার

৪টি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তেম্বা বাভুমা। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৩/৩। বাভুমা ৫১ রানে অপরাজিত রয়েছেন। ৩৫ রানে ব্যাট করছেন রাসি ভ্যান ডার দাসেন।

19 Jan 2022, 03:46:22 PM IST

১০০ পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা

২৩ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর ১০০/৩। তেম্বা বাভুমা ৫৮ বলে ৩৩ রান করেছেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২১ রান করেছেন রাসি ভ্যান ডার দাসেন।

19 Jan 2022, 03:26:16 PM IST

রান-আউট মার্করাম

১৭.৪ ওভারে বেঙ্কটেশ আইয়ারের দুরন্ত থ্রোয়ে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন এডেন মার্করাম। ১১ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৬৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন। ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৩।

19 Jan 2022, 03:17:20 PM IST

ডি'কক আউট

১৫.১ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কুইন্টন ডি'কক। ২টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা দলগত ৫৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/২। 

19 Jan 2022, 03:03:29 PM IST

৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৫২। ডি'কক ২৩ রানে ব্যাট করছেন। ১৫ রানে অপরাজিত রয়েছেন তেম্বা বাভুমা। ১২তম ওভারে অশ্বিনের তৃতীয় বলে কুইন্টনের ক্যাচ ছাড়েন শ্রেয়স। যদিও সহজ সুযোগ ছিল না এটি। 

19 Jan 2022, 02:53:08 PM IST

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৯/১

দক্ষিণ আফ্রিকা ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৩৯ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৪ রান করেছেন কুইন্টন ডি'কক। ২৩ বলে ১২ রান করেছেন এডেন মার্করাম। তিনিও ১টি বাউন্ডারি মেরেছেন।

19 Jan 2022, 02:23:14 PM IST

মালান আউট

৪.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জানেমন মালান। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৬ রান করেন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকা ১৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩/১। 

19 Jan 2022, 02:17:09 PM IST

৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪/০

৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে। ডি'কক ৭ ও মালান ১ রানে অপরাজিত রয়েছেন। বুমরাহ ২ ওভারে ৭ রান খরচ করেছেন। ভুবনেশ্বর ১ ওভারে ৩ রান দিয়েছেন।

19 Jan 2022, 02:03:47 PM IST

ম্যাচ শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক ও জানেমন মালান। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ৬ রান ওঠে। লেগ-বাই হিসেবে চার রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

19 Jan 2022, 01:55:12 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

টেস্টের পর এবার দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ান ডে অভিষেক মারকো জানসেনের।প্রথম একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), জানেমন মালান, এডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকোয়াও, মারকো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।

19 Jan 2022, 01:48:54 PM IST

ভারতের প্রথম একাদশ

ভারত দুই স্পিনারে দল সাজায়। পাঁচজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে অল-রাউন্ডার বেঙ্কটেশকে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ফলে প্রথম একাদশে জায়গা হয়নি সূর্যকুমার যাদবের।প্রথম একাদশ: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।

19 Jan 2022, 01:44:44 PM IST

ODI অভিষেক বেঙ্কটেশ আইয়ারের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বেঙ্কটেশ আইয়ারের। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা মতোই জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ ঘটে কেকেআরের তারকা অল-রাউন্ডারের। সিরিজের আগের দিনই ক্যাপ্টেন রাহুল ইঙ্গিত দিয়েছিলেন আইয়ারকে মাঠে নামানোর।

19 Jan 2022, 01:42:25 PM IST

টস জিতল দক্ষিণ আফ্রিকা

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দিল দক্ষিণ আফ্রিকার। টস জিতে প্রোটিয়া দলনায়ক তেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, পার্লের বোল্যান্ড পার্কে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুকে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক! দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথার অডিয়ো ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.