দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও শেষমেশ ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে হারতে হয় ভারতকে। এবার লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দলের যাত্রা শুরু হয় প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। বোল্যান্ড পার্কে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই হারতে হয় টিম ইন্ডিয়াকে।
ম্যাচের সেরা দাসেন
৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন।
৩১ রানে হার ভারতের
দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ২৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত আটকে যায় ৮ উইকেটে ২৬৫ রানে। ৩১ রানের ব্যবধানে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ধাওয়ান ৭৯, কোহলি ৫১ ও শার্দুল অপরাজিত ৫০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন এনগিদি, শামসি ও ফেলুকোয়াও।
হাফ-সেঞ্চুরি শার্দুলের
ইনিংসের একেবারে শেষ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শার্দুল ঠাকুর। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ঠাকুর। ওয়ান ডে ক্রিকেটে এটিই তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি।
২ ওভারে দরকার ৪৩ রান
জয়ের জন্য শেষ ২ ওভারে ভারতের দরকার ৪৩ রান। ৪৮ ওভার শেষে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ২৫৪ রান তুলেছে। ৪৮তম ওভারে ১৭ রান সংগ্রহ করে ভারত। শার্দুল ঠাকুর এনগিদিকে ২টি চার ও ১টি ছক্কা মারেন। শার্দুল ৪৪ রানে ব্যাট করছেন।
৩ ওভারে দরকার ৬০ রান
জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের দরকার ৬০ রান। ৪৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। ৩২ বলে ২৮ রান করেছেন শার্দুল ঠাকুর। ১৬ বলে ৯ রান করেছেন বুমরাহ।
ভুবনেশ্বর আউট
৪২.২ ওভারে শামসির বলে বাভুমার হাতে ধরা দেন ভুবনেশ্বর কুমার। ১১ বলে ৪ রান করে আউট হন ভুবি। ভারত ২১৪ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ। জয়ের জন্য ৭ ওভারে ৮৩ রান দরকার টিম ইন্ডিয়ার।
অশ্বিন আউট
৩৮.৩ ওভারে ফেলুকোয়াওয়ের বলে বোল্ড হলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন অশ্বিন। ভারত ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার। ৩৯ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২০০/৭। শার্দুল ৭ ও ভুবনেশ্বর ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ১১ ওভারে ভারতের দরকার ৯৭ রান।
বেঙ্কটেশ আউট
অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন বেঙ্কটেশ আইয়ার। ৩৫.৫ ওভারে এনগিদির বলে দাসেনের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। ৭ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন আইয়ার। ভারত ১৮৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শা্রদুল ঠাকুর।
পন্ত আউট
৩৪.১ ওভারে ফেলুকোয়াওয়ের বলে ঋষভ পন্তকে স্টাম্প আউট করেন কুইন্টন ডি'কক। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৬ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান পন্ত। ভারত ১৮১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।
শ্রেয়সকে ফেরালেন এনগিদি
৩৩.৫ ওভারে লুঙ্গি এনগিদির বলে ডি'ককের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। ভারত ১৮১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার।
কোহলি আউট
২৮.২ ওভারে শামসির বলে বাভুমার হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৫১ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত দলগত ১৫২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ২৯ ওভারে ভারতের স্কোর ১৫৩/৩।
হাফ-সেঞ্চুরি কোহলির
ধীরে সুস্থে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে গেলেন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫০ রান পূর্ণ করেন বিরাট। ভারত ২৮ ওভারে দলগত দেড়শো রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১৫২/২। কোহলি ৫১ ও পন্ত ৪ রানে ব্যাট করছেন।
ধাওয়ানকে ফেরালেন মহারাজ
২৫.৩ ওভারে কেশব মহারাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৯ রান কের ক্রিজ ছাড়েন গব্বর। ভারত ১৩৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
২৫ ওভারে ভারত ১৩৭/১
অর্ধেক ইনিংস অতিক্রান্ত। ভারত ২৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৬০ রান। শিখর ধাওয়ান ৮২ বলে ৭৯ রান করেছেন। ৫১ বলে ৪২ রান করেছেন বিরাট কোহলি। ধাওয়ান ১০টি চার মেরেছেন। কোহলি মেরেছেন ৩টি বাউন্ডারি।
১০০ টপকাল ভারত
১৯তম ওভারে টিম ইন্ডিয়া দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১০২ রান। ৬৫ বলে ৬৪ রান করেছেন শিখর ধাওয়ান। ৩২ বলে ২৪ রান করেছেন বিরাট কোহলি। ধাওয়ান ৯টি চার মেরেছেন। কোহলি ২টি বাউন্ডারি মেরেছেন।
হাফ-সেঞ্চুরি ধাওয়ানের
কামব্যাক ইনিংসে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ভারত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে। ধাওয়ান ৫০ ও কোহলি ১১ রানে ব্যাট করছেন।
রাহুলকে ফেরালেন মার্করাম
৮.৩ ওভারে এডেন মার্করামের বলে কুইন্টন ডি'ককের দস্তানায় ধরা পড়েন লোকেশ রাহুল। ১৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৪৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫০/১
৭ ওভারে ভারত ৩৫/০
৭ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে। শিখর ধাওয়ান ২৮ বলে ২৫ রান করেছেন। ১৪ বলে ১০ রান করেছেন লোকেশ রাহুল। ধাওয়ান ৪টি বাউন্ডারি মেরেছেন। এখনও কোনও বাউন্ডারি মারেননি রাহুল।
ভারতের রান তাড়া করা শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন এডেন মার্করাম। সতর্ক শুরু ভারতের। প্রথম ওভারে ২ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৯৬/৪
শার্দুল ঠাকুরের শেষ ওভারে ১৭ রান ওঠে। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৯৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন রাসি ভ্যান ডার দাসেন। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। এছাড়া তেম্বা বাভুমা ১১০ রান করেন। ডি'কক করেন ২৭ রান। ভারতের হয়ে ৪৮ রানে ২ উইকেট নেন বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল। বেঙ্কটেশ আইয়ারকে বলই করায়নি ভারত।
বাভুমা আউট
৪৮.১ ওভারে বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ১১০ রান করে ক্রিজ ছাড়েন তেম্বা। দক্ষিণ আফ্রিকা ২৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ম্যাচে বুমরাহর এটি দ্বিতীয় শিকার। ৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৭৯/৪।
শতরান দাসেনের
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ভ্যান ডার দাসেন। ৪৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ২৭২ রান তুলেছে। বাভুমা ১১০ ও দাসেন ১০৯ রানে অপরাজিত রয়েছেন।
শতরান বাভুমার
৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তেম্বা বাভুমা। শতরানের পথে অগ্রসর হচ্ছেন রাস ভ্যান ডার দাসেনও। ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২৪৫ রান। বাভুমা ১০০ ও দাসেন ৯৩ রানে ব্যাট করছেন।
২০০ টপকে গেল দক্ষিণ আফ্রিকা
৩৯তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১০/৩। ব্যক্তিগত শতরানের সামনে দাঁড়িয়ে তেম্বা বাভুমা। তিনি ১১৮ বলে ৮৯ রান করেছেন। ৬২ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন রাসি ভ্যান ডার দাসে
হাফ-সেঞ্চুরি দাসেনের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান রাসি ভ্যান ডার দাসেন। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৮১ রান। তেম্বা বাভুমা ১০১ বলে ৭৮ রান করেছেন। ৪৯ বলে ৫৪ রান করেছেন দাসেন।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৩১ ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর ৩ উইকেটে ১৫১ রান। বাভুমা ৬৩ রানে ব্যাট করছেন। ৪১ রানে অপরাজিত রয়েছেন ভ্যান ডার দাসেন।
হাফ-সেঞ্চুরি বাভুমার
৪টি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তেম্বা বাভুমা। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৩/৩। বাভুমা ৫১ রানে অপরাজিত রয়েছেন। ৩৫ রানে ব্যাট করছেন রাসি ভ্যান ডার দাসেন।
১০০ পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা
২৩ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর ১০০/৩। তেম্বা বাভুমা ৫৮ বলে ৩৩ রান করেছেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২১ রান করেছেন রাসি ভ্যান ডার দাসেন।
রান-আউট মার্করাম
১৭.৪ ওভারে বেঙ্কটেশ আইয়ারের দুরন্ত থ্রোয়ে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন এডেন মার্করাম। ১১ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৬৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন। ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৩।
ডি'কক আউট
১৫.১ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কুইন্টন ডি'কক। ২টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা দলগত ৫৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/২।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৫২। ডি'কক ২৩ রানে ব্যাট করছেন। ১৫ রানে অপরাজিত রয়েছেন তেম্বা বাভুমা। ১২তম ওভারে অশ্বিনের তৃতীয় বলে কুইন্টনের ক্যাচ ছাড়েন শ্রেয়স। যদিও সহজ সুযোগ ছিল না এটি।
১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৯/১
দক্ষিণ আফ্রিকা ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৩৯ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৪ রান করেছেন কুইন্টন ডি'কক। ২৩ বলে ১২ রান করেছেন এডেন মার্করাম। তিনিও ১টি বাউন্ডারি মেরেছেন।
মালান আউট
৪.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জানেমন মালান। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৬ রান করেন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকা ১৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩/১।
৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪/০
৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে। ডি'কক ৭ ও মালান ১ রানে অপরাজিত রয়েছেন। বুমরাহ ২ ওভারে ৭ রান খরচ করেছেন। ভুবনেশ্বর ১ ওভারে ৩ রান দিয়েছেন।
ম্যাচ শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক ও জানেমন মালান। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ৬ রান ওঠে। লেগ-বাই হিসেবে চার রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
টেস্টের পর এবার দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ান ডে অভিষেক মারকো জানসেনের।প্রথম একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), জানেমন মালান, এডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকোয়াও, মারকো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।
ভারতের প্রথম একাদশ
ভারত দুই স্পিনারে দল সাজায়। পাঁচজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে অল-রাউন্ডার বেঙ্কটেশকে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ফলে প্রথম একাদশে জায়গা হয়নি সূর্যকুমার যাদবের।প্রথম একাদশ: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।
ODI অভিষেক বেঙ্কটেশ আইয়ারের
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বেঙ্কটেশ আইয়ারের। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা মতোই জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ ঘটে কেকেআরের তারকা অল-রাউন্ডারের। সিরিজের আগের দিনই ক্যাপ্টেন রাহুল ইঙ্গিত দিয়েছিলেন আইয়ারকে মাঠে নামানোর।
টস জিতল দক্ষিণ আফ্রিকা
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দিল দক্ষিণ আফ্রিকার। টস জিতে প্রোটিয়া দলনায়ক তেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, পার্লের বোল্যান্ড পার্কে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।