আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির অবদানের শেষ নেই। একগুচ্ছে রেকর্ডের মালিক তিনি। তবে কোহলি যে কতটা টিম ম্যান, সেটার প্রমাণ তিনি আরও একবার দিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এই ম্যাচে বিরাট কোহলির হাফ সেঞ্চুরি করার পূর্ণ সুযোগ ছিল। কিন্তু দলের স্বার্থের কথা মাথায় রেখেই, তিনি নিজের নজিরের কথা ভাবেননি। স্বার্থপরের মতো খেললেননি। বরং শেষ ওভারে দীনেশ কার্তিককে স্ট্রাইক দেন কোহলি। আর কার্তিক শেষ ওভারে ৬ বলে করেন ১৭ রান। ১ রান অতিরিক্ত হয়েছে। সব মিলিয়ে শেষ ওভারে হয় ১৮ রান। আর কোহলির এই সিদ্ধান্তে মুগ্ধ ক্রিকেট মহল।
আরও পড়ুন: আরও ১টি T20 সিরিজ জয় ভারতের, এ বার কোহলির রেকর্ডও গুঁড়িয়ে দিলেন রোহিত
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৪তম হাফ সেঞ্চুরির একেবারে সামনে দাঁড়িয়েছিলেন। মাত্র এক রান দরকার ছিল তাঁর। তবে দলের স্বার্থে তিনি কিন্তু নিজের কথা ভাবেননি। দলের প্রধান ফিনিশার দীনেশ কার্তিক শেষ ওভারে রাবাডার প্রথম বল মিস করার পর, পরের তিন বলে একটি চার ও একটি ছক্কা হাঁকান। চতুর্থ বলে একটি ছক্কা মেরে কার্তিক বিরাট কোহলির কাছে গিয়ে তাঁকে হাফ সেঞ্চুরি পূরণ করার কথা বলেন।
আরও পড়ুন: ডেথ ওভারে মিলার ঝড়,ভাঙলেন ধোনির রেকর্ড,৫-এ নেমে একাধিক দলের বিরুদ্ধে শতরানেরও নজির
কিন্তু কোহলি তাতে রাজি হননি। হাত নেড়ে না করে দেন তিনি। বরং কিং কোহলি উদারতা দেখিয়ে কার্তিককে বড় শট খেলার পরামর্শ দেন। কার্তিকও পরের বলে ফের একটি ছক্কা হাঁকান। শেষ বলে অবশ্য কোনও রান হয়নি। শেষ ওভারে কার্তিক ঝড়ে ভারতের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ২৩৭ রানে।
কোহলির এই উদরতা দেখে নেটপাড়ায় ধন্য ধন্য পড়ে গিয়েছে। বিরাট ভক্তদের দাবি, এমন উদারতা শুধু কোহলিই দেখাতে পারেন।
রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করে কেএল রাহুল (৫৭) এবং সূর্যকুমার যাদবের (৬১) অর্ধশতরানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ২৩৮ রানের বিশাল লক্ষ্য রাখে ভারত। এই স্কোর তাড়া করতে গিয়ে ডেভিড মিলার (অপরাজিত ১০৬) সেঞ্চুরি এবং কুইন্টন ডি'কক (অপরাজিত ৬৯) হাফ সেঞ্চুরি করলেও, শেষ রক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২১ রান করে। ভারত ১৬ রানে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে তারা সিরিজও ২-০ পকেটে পুড়ে ফেলে। যদিও এক ম্যাচ এখনও বাকি রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।