চট্টগ্রামের পর এ বার গুয়াহাটিতে সেঞ্চুরি। পর পর দু’টি এক দিনের ম্যাচে শতরান বিরাট কোহলির। দুরন্ত ছন্দে প্রাক্তন ভারত অধিনায়ক। ৮৭ বলে করলেন ১১৩ রান। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার, একটি ছক্কা। শুধু কোহলি একা নন, পুরো ভারতীয় টিমের সামনেই পুরনো বছরের ব্যর্থতা ভুলে, নতুন বছরে নতুন লক্ষ্য।
কোহলির ফর্মে ফেরাটা যেমন স্বস্তি দেবে। তেমনই রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ৬৭ বলে ৮৩ করেন রোহিত। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় রোহিতের। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিলও। তিনি ৬০ বলে ৭০ রান করেন। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ করল ভারত।
রান তাড়া করতে নেমে একমাত্র শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দুরন্ত লড়াই করলেন। দুর্দান্ত শতরান করলেন তিনি। কিন্তু তার পরেও দলকে জেতাতে পারলেন না শানাকা। প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের বড় জয় পেল ভারত। তবে ওপেন করতে নেমে পাথুমের ৭২ এবং ধনঞ্জয়ের ৪৭ রানও গুরুত্বপূর্ণ। তবে শ্রীলঙ্কার ইনিংস থামল ৮ উইকেটে ৩০৬ রানেই।
শানাকার সেঞ্চুরি ব্যর্থ
সন্ধ্যায় শিশির পড়বে বলে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেটা কাজে এল না। ভারতীয় ব্যাটারদের দাপটে লঙ্কার সব পরিকল্পনা ভেস্তে গেল। প্রথমে রোহিত শর্মা আর শুভমন গিল এবং তার পরে বিরাট কোহলি। প্রথম দুই ব্যাটার শতরান ফস্কালেও কোহলি নিজের ৭৩তম শতরান করলেন গুয়াহাটিতে। ব্যাটারদের দাপটে ভারত উঠল ৩৭৩ রান। রান তাড়া করতে নেমে একমাত্র শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দুরন্ত লড়াই করলেন। দুর্দান্ত শতরান করলেন তিনি। কিন্তু তার পরেও দলকে জেতাতে পারলেন না শানাকা। প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের বড় জয় পেল ভারত।
জিতল ভারত
বছরের প্রথম ওডিআই-এ দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। শ্রীলঙ্কাকে তারা ৬৭ রানে হারাল। শানাকা ৮৮ বলে অপরাজিত ১০৮ রান করলেও শেষ রক্ষা করতে পারেননি। শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। ৬৭ রানে জিতল ভারত।
৯৫ করে ফেলেছেন শানাকা
প্রথম ওডিআই-এ হার নিশ্চিত। সেটা জেনেও কিন্তু হাল ছাড়েননি শানাকা। ৮ উইকেট পড়ে গিয়েছে। একাই লড়ে চলেছেন শানাকা। ৯৫ রান শানাকার। ৪৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ২৮৮ রান।
২৫০ পার করল শ্রীলঙ্কা
৪৪ তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে উমরানকে পরপর ২টি চার মেরে শ্রীলঙ্কাকে ২৫০ পার করিয়ে দিলেন শ্রীলঙ্কা। নিজে আগেই ৫০ করে ফেললেন। একাই লড়াই করে চলেছে লঙ্কা অধিনায়ক। ৪৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রান লঙ্কা ব্রিগেডের। ৫৯ বলে ৬৪ রান শ্রীলঙ্কার। রাজিথার ১২ বলে ৪ রান।
অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা
হার্দিক পাণ্ডিয়ার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন চামিকা। ২১ বলে ১৪ করে সাজঘরে ফিরলেন তিনি। ৩৮ ওভার শেষে ৮ উইকেটে ২০৭ রান শ্রীলঙ্কার।
২০০ পার শ্রীলঙ্কার
অবশেষে ৩৭তম ওভারে ২০০ পার করল শ্রীলঙ্কা। ৩৭ ওভার শেষে ৭ উইকেটে ২০৩ রান শ্রীলঙ্কার। ৩২ বলে ১৯ রান দাসুনের। চামিকা করুণারত্নের ১৮ বলে ১২ রান।
দুনিথ ওয়েলালেজকে ফেরালেন উমরান
দুনিথ ওয়েলালেজকে ফেরালেন উমরান। প্রথম বলেই আউট হলেন দুনিথ ওয়েলালেজ। ১ বলে শূন্য করে শুভমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন দুনিথ ওয়েলালেজ। ৩৩ ওভার শেষে ৭ উইকেটে ১৮৮ রান শ্রীলঙ্কার।
ষষ্ঠ উইকেট পড়ল লঙ্কার
৩২তম ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বলে যুজবেন্দ্র চাহালকে পরপর দু'টি ছক্কা এবং একটি চার মেরে সাজঘরে ফিরলেন হাসারাঙ্গা। ৭ বলে ১৬ করে ওভারের শেষ বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিলেন তিনি। ৩২ ওভার শেষে ৬ উইকেটে ১৭৮ রান শ্রীলঙ্কার।
আউট হলেন পাথুম
দ্বিতীয় উইকেট তুলে নিলেন উমরান। পাথুম নিসঙ্কাকে ফেরালেন তিনি। ৩০.৪ ওভারে উমরানের বলে অক্ষর প্যাটেল ক্যাচ ধরেন। শুরু থেকে লড়াই করছিলেন একমাত্র পাথুমই। শেষ পর্যন্ত ৮০ বলে ৭২ করে সাজঘরে ফিরলেন তিনি। ৩১ ওভার শেষে ৫ উইকেটে ১৬১ রান শ্রীলঙ্কার।
ধনঞ্জয়-পাথুমের জুটি ভাঙলেন শামি
৪০ বলে ৪৭ করে শামির বলে কেএল রাহুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ধনঞ্জয় ডি'সিলভা। পাথুম-ধনঞ্জয় জুটি ভাঙা দরকার ছিল। আর সেটাই করলেন শামি। ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১৩৭ রান শ্রীলঙ্কার। পাথুমের ৬৫ বলে ৫৫ রান। পরিবর্তে নেমেছেন দাসুন শানাকা। ১ বল খেলে তাঁর সংগ্রহ ১ রান।
১০০ পার করল শ্রীলঙ্কা, দুরন্ত হাফসেঞ্চুরি পাথুমের
৩ উইকেট হারালেও হাল ধরার চেষ্টা করছেন পাথুম নিসঙ্কা এবং ধনঞ্জয় ডি'সিলভা। ২১তম ওভারের প্রথম দুই বলে যুজবেন্দ্র চাহালকে পরপর ২টি মারেন নিসঙ্কা। প্রথম চারের হাত ধরেই ১০০ পার করে ফেলে ভারত। প্রথম দুই বলে ২টি চারের পর তৃতীয় বলে ১ রান নিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন পাথুম নিসঙ্কা। ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১১ রান শ্রীলঙ্কার। ৫৮ বলে ৫১ রান পাথুমের। ২৪ বলে ২৮ করে ফেলেছেন ধনঞ্জয়।
উমরানের বলে আউট আসালঙ্কা
তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ১৩তম ওভারের শেষ বলে চরিথ আসালঙ্কা ক্যাচ দেন উইকেটকিপার রাহুলকে। উমরানের এই বলের গতি ছিল ১৪৪.৫। ২৮ বলে ২৩ করে সাজঘরে ফিরলেন আসালঙ্কা।১৪ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান শ্রীলঙ্কার। ৪০ বলে ৩২ করে লড়াই চালাচ্ছেন পাথুম।
৫০ করল শ্রীলঙ্কা
১১তম ওভারে হার্দিক দিলেন ১২ রান। সেই সঙ্গে শ্রীলঙ্কা পৌঁছে গেল ৫০ রানে। ২ উইকেটে পড়েছে তাদের। ৩০ বলে ২৩ করে অপরাজিত রয়েছেন পাথুম। ২০ বলে ১৯ রান আসালঙ্কার।
১০ ওভারে ২ উইকেটে ৩৮ শ্রীলঙ্কার
শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে রয়েছে শ্রীলঙ্কা। ১০ ওভারে ২ উইকেটে ৩৮ রান শ্রীলঙ্কার। ২৮ বলে ২২ রান পাথুমের। ১৬ বলে ১০ করেছেন চরিথ।
দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা
ডাক করে সাজঘরে ফিরলেন কুশল মেন্ডিস। ৫.৩ ওভারে সিরাজের বলে বোল্ড হন কুশল। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৫ রান শ্রীলঙ্কার। পাথুমের সংগ্রহ ১৭ বলে ১৭ রান। কুশলের পরিবর্তে নামা চরিথ আসালঙ্কা ৩ বল খেলে ২ করেছেন।
প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা প্রথম উইকেট হারাল। ৩.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে অভিষ্কা ফার্নান্দো ক্যাচ দেন হার্দিককে। ১২ বলে ৫ করে সাজঘরে ফেরেন তিনি। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। পাথুম নিশঙ্কা ১১ বলে ১৩ করেছেন। কুশল মেন্ডিস ১ বল খেলে রানের খাতা খোলেননি।
শ্রীলঙ্কার রান তাড়া করা শুরু
৩৭৪ রানের বিশাল বড় লক্ষ্য। কঠিন হলেও অসম্ভব নয়। জিততে মরিয়া শ্রীলঙ্কা দলের রান তাড়া করা শুরু।
৩৭৩ করল ভারত
নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করল ভারত। ওপেনিং জুটিতে রোহিত-শুভমনের ১৪৩ রানের দুরন্ত পার্টনারশিপ, তার পর কোহলির শতরান- ভারতকে রানের পাহাড় গড়তে সাহায্য করে। শ্রীলঙ্কার সামনে লক্ষ্যে ৩৭৪ রানের। এই চ্যালেঞ্জটা সহজ নয়।
আউট বিরাট কোহলি
৮৭ বলে ১১৩ রান করে আউট হলেন বিরাট কোহলি। রাজিথার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কিং কোহলি।
৪৮ ওভারে ভারতের স্কোর ৩৬৩/৫
এই ওভারটি শ্রীলঙ্কার পক্ষে গেল। অক্ষর প্যাটেলকে আউট করার পাশাপাশি মাত্র ৭ রান দিলেন করুনারত্নে।
আউট অক্ষর
৯ রান করে আউট হলেন অক্ষর প্যাটেল। ভারতের স্কোর ৩৬২/৬ রান।
৪৭ ওভারে ভারতের স্কোর ৩৫৬/৫
এই ওভারে ১৪ রান সংগ্রহ করল টিম ইন্ডিয়া। রাজিথার এই ওভারে শতরান করলেন বিরাট, ভারত ৩৫০ রান টপকাল। ভারতের কাছে এটি বড় একটি ওভার।
৩৫০ করল ভারত
৪৬.৪ ওভারে ৩৫০ পূর্ণ করল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি শতরান করলেন।
৮০ বলে ১০০ করলেন বিরাট কোহলি
নিজের ৪৫তম শতরান পূর্ণ করলেব বিরাট কোহলি।
৪৬ ওভারে ভারতের স্কোর ৩৪২/৫
বিরাট কোহলি ৯৫ রান করে ক্রিজে রয়েছেন। এই ওভারে সাত রান নিল ভারত।
৪৫ ওভারে ভারতের স্কোর ৩৩৫/৫
হাতে রয়েছে আর পাঁচ ওভার। ৩০ বলে ভারত কত স্কোর করে সেটাই দেখার। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল।
আউটটটট
১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ভারতের পঞ্চম উইকেটের পতন। ৪৪.২ ওভারে ভারতের স্কোর ৩৩০/৫ রান।
৪৪ ওভারে ভারতের স্কোর ৩২৯/৪ রান
বড় ইনিংসের পথে টিম ইন্ডিয়া। দুরন্ত ব্যাটিং করছেন বিরাট। শতরানের পথে এগিয়ে চলেছেন কোহলি। সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
৩০০ পার করল ভারত, আউট রাহুল
৪০.৪ ওভারে চার মেরে ভারতের স্কোর ৩০০ পার করাল ভারত। তার পরেই বলেই অবশ্য বোল্ড হলেন রাহুল। রাজিথার বলে ২৯ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেন রাহুল। ৪১ ওভার শেষে ৪ উইকেটে ৩০৩ রান ভারতের। ৬৫ বলে ৭৯ রান কোহলির। রাহুলের পরিবর্তে ক্রিজে আসা হার্দিক পাণ্ডিয়া সবে ১ বলে খেলেছে। কোনও রান হয়নি।
কোহলির হাফসেঞ্চুরি, ২৫০ পার ভারতের
৩৬তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করে ফেললেন কোহলি। ৪৭ বলে ৫০ করেন বিরাট। এ দিকে এই ওভারেই ২৫০ পার করে ফেলল ভারত। ৩৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫৮ রান ভারতের। ৪৯ বলে ৫২ রান ভারতের। ১৬ বলে ২১ রান রাহুলের।
তৃতীয় উইকেট পড়ল ভারতের
৩০তম ওভারের প্রথম বলেই ধনঞ্জয় ডি'সিলভা ফেরালেন শ্রেয়স আইয়ারকে। ২৪ বলে ২৮ করেন শ্রেয়স। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার কেএল রাহুল।৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২১৬ রান। ২৫ বলে ৩১ রান কোহলির। ৪ বলে ২ করেছেন কেএল রাহুল।
২০০ রান ভারতের
ভারত ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ করে ফেলল। ১৯ বলে ২৭ রান ভারতের। ১৬ বলে ১৮ রান শ্রেয়সের।
বোল্ড রোহিত
১০০ করা হল না রোহিতের। কাছাকাছি পৌঁছেও অধরা থাকল সেঞ্চুরি। ৬৭ বলে ৮৩ করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। ২৩.১ ওভারে মাদুশঙ্কা তাঁকে বোল্ড করেন। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার শ্রেয়স আইয়ার।২৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৮০ রান। ১৬ বলে ২৪ করেছেন কোহলি। শ্রেয়স আইয়ার ১ বল খেলে ১ রান করেছেন।
প্রথম উইকেট হারাল ভারত
দাসুন শানাকার ওভারে ৭০ করে (৬০ বলে) সাজঘরে ফিরলেন শুভমন। ২০তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন শুভমন। সেই সঙ্গে ভারতের ওপেনিং জুটি ভেঙে গেল। প্রথম উইকেটে রোহিত-শুভমন ১৪৩ রান যোগ করেছিলেন। শুভমনের পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার বিরাট কোহলি। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪৪ রান। ৫৮ বলে ৭২ রান রোহিতের। ২ বলে ১ রান বিরাটের।
১৯তম ওভারে হল ১৯ রান
দুনিথ ওয়েলালেজ ১৯তম ওভারে বল করতে এলে তাঁর প্রথম তিন বলে তিনটি চার হাঁকান শুভমন। আর শেষ বলে ছক্কা হাঁকান রোহিত। ১৯তম ওভারে এল ১৯ রান। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৩৭ রান। ৫৭ বলে ৬৫ রান শুভমনের। রোহিত করেছেন ৫৭ বলে ৭১ রান।
হাফসেঞ্চুরি শুভমন গিলের
দুরন্ত ছন্দে হাফসেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। রোহিত আগেই করেছিলেন। এ বার ১৭.২ ওভারে ১ রান নিয়ে ৫০ পূরণ করেন শুভমন। ১৮ ওভার শেষে ১১৮ রান ভারতের। ৫৩ বলে ৫২ রান শুভমনের। রোহিতের সংগ্রহ ৫৫ বলে ৬৫।
১০০ পার ভারতের
১৫তম ওভারেই ১০০ পার করে ফেলল ভারত। ওভার শেষে বিনা উইকেটে ১০২ রান টিম ইন্ডিয়ার। ৪৬ বলে ৫৬ রান রোহিতের। ৪৪ বলে ৪৫ রান শুভমনের।
রোহিতের হাফসেঞ্চুরি
চার মেরে হাফসেঞ্চুরি করে ফেললেন রোহিত। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮৭ রান। ৪২ বলে ৫২ করে অপরাজিত রয়েছেন রোহিত। শুভমনের সংগ্রহ ৩৬ বলে ৩৫।
শুরুটা ভালো করেছে ভারত
প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করল টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে শুরুটা বেশ ভালো করেছে দুই ওপেনার। রোহিত ৩৩ বলে ৪৪ করে ফেলেছেন। শুভমনের সংগ্রহ ২৭ বলে ৩১।
সপ্তম ওভারে এল ১৭ রান, ৫০ পার ভারতের
এই ওভারে রোহিত ২টি ছক্কা এবং একটি চার মেরেছেন। মোট ১৭ রান হয়েছে এই ওভারে। সেই সঙ্গে ভারত ৫০ পার করে গিয়েছে। সপ্তম ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৫৯ রান। ২০ বলে ৩৪ করেছেন রোহিত। ২২ বলে ২৫ রান শুভমনের।
টি-টোয়েন্টির মেজাজে দুই ওপেনার
চতুর্থ ওভারে পরপর তিনটি চার মারেন শুভমন। এই ওভার থেকে এল ১৩ রান। আর চতুর্থ ওবার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। ২১ করে ফেলেছেন শুভমন। রোহিতের সংগ্রহ ১৪ রান।
তৃতীয় ওভারে এল ১০
এই ওভারে হল ১০ রান। ৩ ওভার শেষে ২২ রান ভারতের। তৃতীয় ওভারে রোহিত ২টি চার মেরেছেন। তাঁর রান এখন ১৪। শুভমনের সংগ্রহ ৮ রান।
দ্বিতীয় ওভারে হাত খুলল ভারত
এই ওভারে হল ৮ রান। তার মধ্যে ৭ রান করেছেন শুভমন। তিনি একটি চারও মেরেছেন। ২ ওভার শেষে বিনা উইকেটে ১২ রান ভারতের। শুভমন ৭ রানে অপরাজিত, রোহিত করেছেন ৫ রান।
প্রথম ওভারে হল চার
প্রথম ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়েছেন রোহিত। বাকি পাঁচ বলে কোনও রান হয়নি। অর্থাৎ প্রথম ওভারে বিনা উইকেটে ৪ রান ভারতের।
খেলা শুরু
ব্যাট করতে নেমেছে ভারত। ওপেন করেছেন শুভমন গিল এবং রোহিত শর্মা। কাসুন রাজিথা বল হাতে ওপেন করেছেন। ভারত কি পারবে বড় স্কোর করে লঙ্কাকে চাপে ফেলতে?শুভমনকে যেমন নিজেকে প্রমাণ করতে হবে, তেমনই রোহিতের উপর ফর্মে ফেরার চাপ রয়েছে। কারণ তাঁর ফর্ম নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি'সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, নিথ ওয়েলালেজ, কাসুন রাজিতা, দিলশন মাদুশঙ্কা।
ভারতের প্রথম একাদশ
বহু দিন বাদে দলে ফিরেছেন মহম্মদ শামি। জসপ্রীত বুমরাহ না থাকায় তাঁর উপর বড় দায়িত্ব। ইশান কিষাণ, সূর্যকুমার যাদব নেই প্রথম একাদশে। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। আর্শদীপের বদলে উমরানের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমরান মালিক।
টসে জিতল শ্রীলঙ্কা
টসে জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কা। অর্থাৎ ভারত প্রথমে ব্যাট করবে। রোহিত জানিয়েছেন, টসে জিতলে তিনি ফিল্ডিং নিতেন। তার কারণ তিনি বলেছেন, ‘গতকাল (সোমবার) যখন আমরা অনুশীলন করছিলাম, তখন মাঠ শিশিরে ভরা ছিল।’ তবে ভারত টসে হেরেও ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
পরিসংখ্যানে এগিয়ে ভারত
১৬২টি ওডিআই-এ ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে। ৯৩টিতে জিতেছে ভারত। ৫৭টি জিতেছে শ্রীলঙ্কা। অর্থাৎ পরিসংখ্যানে এগিয়ে ভারতই।
আবহাওয়ার পূর্বাভাস
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের ম্য়াচে বৃষ্টি কোনও বাধা হয়ে দাঁড়াবে না। তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ম্য়াচ চলাকালীন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এ দিন ক্রিকেট খেলার একেবারে উপযুক্ত পরিবেশ থাকবে। এ বার ক্রিকেটাররা মাঠে কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর থাকবে।
ওডিআই-এ ভারতকে বেগ দিতে পারে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ মোটেও সহজ হবে না। ওয়ান ডে ফরম্য়াটে শ্রীলঙ্কা খুবই ভালো খেলছে। ওয়ান ডে ফরম্য়াটে গত ১০ ম্যাচের মধ্যে ৬টিই জিতেছে শ্রীলঙ্কা। মিশন বিশ্বকাপের জন্য এই সিরিজের হাত ধরে ভারতের সেরা প্রস্তুতি হতে পারে। শ্রীলঙ্কার মতো ছন্দে ভারতও। ২০২০ থেকে ঘরের মাঠে ১২টি ওয়ান ডে-র মধ্যে ৯টিই জিতেছে তারা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এ বারও ঘরের মাঠে বিশ্বকাপ। তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়েই।