দলে ফিরেই লজ্জার নজির গড়লেন ভারতের তারকা পেসার আর্শদীপ সিং। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে পরপর তিনটি নো বল করলেন। শুধু তাই নয়, ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক নো বলের নজির গড়েন। সেইসঙ্গে শিবম মাভিও নো বল করেন। তা নিয়ে ভারতীয় বোলারদের তুমুল সমালোচনা করেন সুনীল গাভাসকর।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওভারে আর্শদীপের হাতে বল দেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম বলে চার খেলেও ভালো প্রত্যাবর্তন করেন আর্শদীপ। পরের চারটি বলে মাত্র এক রান দেন। কিন্তু ষষ্ঠ বল করার সময় বিপত্তি করে ফেলেন। নো বল করেন আর্শদীপ। ফ্রি-হিট পায় শ্রীলঙ্কা। ফ্রি-হিট বলটাও 'নো' করেন আর্শদীপ। তাতে চার মারেন কুশল মেন্ডিস। পরের বলও বৈধ করতে পারেননি ভারতীয় পেসার। তাতে পরিণতি আরও খারাপ হয়। ছক্কা খান আর্শদীপ। অবশেষে চতুর্থবারের চেষ্টায় বৈধ বল করতে পারেন ভারতীয় পেসার।
সবমিলিয়ে প্রথম ওভারে ১৯ রান দেন আর্শদীপ। শুধু তাই নয়, পরপর তিনটি নো-বল করে টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে সেই লজ্জার নজির গড়েন। তারপর একেবারে ১৯ তম ওভারে বল করতে আসেন। ওই ওভারেও দুটি নো বল করেন। সবমিলিয়ে দু'ওভারে ৩৭ রান দেন। কোনও উইকেট পাননি। পাঁচটি নো বল করেন। যা একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। তিনটি চার হজম করতে হয়। আর্শদীপের দুটি বল বাউন্ডারির বাইরেও উড়ে যায়।
তবে শুধু আর্শদীপ নন, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শিবম মাভি এবং উমরান মালিকও একটি করে নো বল করেন। যা নিয়ে টিম ইন্ডিয়ার পেসারদের তুমুল সমালোচনা করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার গাভাসকর। তিনি স্পষ্টভাবে জানান, নো বল করা নিয়ে বোলারদের অজুহাতের কোনও জায়গা নেই। কারণ সেটা পুরোপুরি বোলারদের নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: IND vs SL Live: ভারতের পঞ্চম উইকেটের পতন, চাপে টিম ইন্ডিয়া
সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে ধারাভাষ্যের সময় গাভাসকর বলেন, 'পেশাদারি ক্রিকেটার হিসেবে তুমি একটা করতে পার না। আপনারা মাঝমধ্যেই শুনতে পাবেন, আজকের দিনে খেলোয়াড় বলছে যে সবকিছু আমাদের হাতে নেই। কিন্তু নো বল না করাটা তোমার নিয়ন্ত্রণে হাতে। বল করার পর কী হবে, ব্যাটার কী করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু নো বল না করাটা নিশ্চিতভাবে নিজের নিয়ন্ত্রণে থাকে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।