শুভব্রত মুখার্জি: পরপর দু-বছর আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে। চলতি বছরেই সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ড সফর করবে ভারতীয় দল। ২০২২ সালেও আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেবার টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২২ সালের জুনের পরে ফের ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুখোমুখি হবে দুই দল। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ঘোষণাও করা হয়েছে আয়ারল্যান্ড বোর্ডের তরফে।
আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। মে মাসে খেলা হবে এই সিরিজ। সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। যদি অন্যান্য সিরিজের ফলাফল আয়ারল্যান্ডের অনুকূলে থাকে, তাহলে বাংলাদেশকে ৩-০ ফলে হারাতে পারলেই ভারতে বছরশেষে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলার ছাড়পত্র নিশ্চিত করবে তাঁরা। ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে অক্টোবর-নভেম্বরে।
ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ নিশ্চিত করেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন '২০২৩-এর গ্রীষ্মে আমরা পুরুষ বিভাগে একাধিক সিরিজ খেলতে চলেছি। তবে সমর্থকদের জন্য এই সময়টা সাধারণের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। আমরা আজ এটা নিশ্চিত করতে পারি যে ভারত পরপর দুই বছর আয়ারল্যান্ড সফরে আসছে। পাশাপাশি এটাও নিশ্চিত করতে পারি যে মে মাসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ সুপার লিগ সিরিজে আমরা খেলব। এর আগেই জুন মাসে লর্ডসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলব বলে জানিয়েছি। সেপ্টেম্বর মাসে আমরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলব ইংল্যান্ডের বিরুদ্ধে।'
গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল গিয়েছিল আয়ারল্যান্ড সফরে। সেবার ভারত ২-০ ফলে সিরিজ জিতেছিল। সিরিজের ফলাফল দেখে বোঝার উপায় না থাকলেও সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের ২২৬ রান তাড়া করে ম্যাচ না জিততে পারলেও অনবদ্য লড়াইতে ম্যাচ জমিয়ে দিয়েছিল আইরিশরা। এই ম্যাচে দীপক হুডা টি-২০ ক্রিকেটে তাঁর প্রথম শতরান হাঁকিয়েছিলেন। আইরিশদের হয়ে রান তাড়া করতে নেমে অ্যান্ডি বালবির্নি ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।