বাংলা নিউজ > ময়দান > IND vs ENG:অভিষেকেই ৪ উইকেট KKR তারকার, দলগত লড়াইয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
শার্দুলের সাফল্যে কোহলির উচ্ছ্বাস। ছবি- বিসিসিআই।

IND vs ENG:অভিষেকেই ৪ উইকেট KKR তারকার, দলগত লড়াইয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

টিম ইন্ডিয়ার হয়ে হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও ক্রুণাল পান্ডিয়া।

৪ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরেছে ভারত। পরবর্তী ৫ ম্যাচের টি-২০ সিরিজে কোহলিরা জয় তুলে নিয়েছেন ৩-২ ব্যবধানে। এবার ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

23 Mar 2021, 10:34:32 PM IST

ম্যাচের সেরা ধাওয়ান

১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ৯৮ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শিখর ধাওয়ান।

23 Mar 2021, 10:32:36 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

প্রসিধ কৃষ্ণা ৫৪ রানে ৪ উইকেট নেন। ৩৭ রানে ৩ উইকেট নেন শার্দুল। ৩০ রানে ২ উইকেট ভুবনেশ্বর কুমারের। ক্রুণাল পান্ডিয়া ৫৯ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন।

23 Mar 2021, 10:31:03 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স 

জেসন রয় ৪৬, জনি বেয়ারস্টো ৯৪, বেন স্টোকস ১, ইয়ন মর্গ্যান ২২, জোস বাটলার ২, স্যাম বিলিংস ১৮, মঈন আলি ৩০, স্যাম কারান ১২, টম কারান ১১, আদিল রশিদ ০ ও মার্ক উড অপরাজিত ২ রান করেন।

23 Mar 2021, 09:42:49 PM IST

অভিষেকেই দুরন্ত পারফর্ম্যান্স ক্রুণাল-প্রসিধের

কেরিয়ারের প্রথম ম্যাচে ব্যাট হাতে ক্রুণাল পান্ডিয়া ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ৫৯ রানের বিনিময়ে নেন ১ উইকেট। প্রসিধ কৃষ্ণা ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

23 Mar 2021, 09:31:53 PM IST

ভারত জয়ী

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত ৬৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যান কোহলিরা।

23 Mar 2021, 09:31:54 PM IST

ইংল্যান্ড অল-আউট

ভারতের ৫ উইকেটে ৩১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪২.১ ওভারে ২৫১ রানে অল-আউট হয়ে যায়।

23 Mar 2021, 09:29:48 PM IST

টম কারান আউট

৪৩তম ওভারের প্রথম বলে প্রসিধ কৃষ্ণা আউট করেন টম কারানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন কারান। প্রসিদ্ধের এটি ম্যাচে চতুর্থ উইকেট।

23 Mar 2021, 09:26:05 PM IST

ইংল্যান্ড ২৫০

৪২তম ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

23 Mar 2021, 09:16:18 PM IST

আদিল রশিদ আউট

দ্বিতীয় উইকেট ভুবনেশ্বরের। ৪০তম ওভারের দ্বিতীয় বলে খাতা খোলার আগেই আদিল রশিদকে রাহুলের হাতে ধরা দিতে বাধ্য করলেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ড ২৪১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান মার্ক উড।

23 Mar 2021, 09:13:32 PM IST

স্যাম কারান আউট

অভিষেক ওয়ান ডে ম্যাচে প্রথম উইকেট পেলেন ক্রুণাল পান্ডিয়া। ৩৯তম ওভারের প্রথম বলে তিনি আউট করেন স্যাম কারানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১২ রান করে পরিবর্ত ফিল্ডার শুভমন গিলের হাতে ধরা দেন কারান। ইংল্যান্ড ২৩৯ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান আদিল রশিদ।

23 Mar 2021, 09:06:18 PM IST

মঈন আলি আউট

৩৮তম ওভারের প্রথম বলে মঈন আলিকে ছেঁটে ফেললেন ভুবনেশ্বর কুমার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩০ রান করে উইকেটকিপার রাহুলের দস্তানায় ধরা দেন ব্রিটিশ অল-রাউন্ডার। ইংল্যান্ড ২৩৭ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান টম কারান।

23 Mar 2021, 08:56:35 PM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ২২৬/৬

৩৫ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলেছে। জয়ের জন্য ১৫ ওভারে দলকার ৯২ রান। হাতে রয়েছে ৪ উইকেট।

23 Mar 2021, 08:44:56 PM IST

বিলিংস আউট

অভিষেক ম্যাচে তৃতীয় উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। ফিরিয়ে দিলেন স্যাম বিলিংসকে। ইনিংসের ৩৩তম ওভারের প্রথম বলে কোহলির হাতে ধরা দেন বিলিংস। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ তারকা।  ইংল্যান্ড ২১৭ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্যাম কারান।

23 Mar 2021, 08:33:27 PM IST

ইংল্যান্ড ২০০

৩১ ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৩১ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ২১২ রান তুলেছে।

23 Mar 2021, 08:13:10 PM IST

বাটলার আউট

একই ওভারের চতুর্থ বলে জোস বাটলারকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান শার্দুল। ম্যাচে এটি তাঁর তৃতীয় শিকার। ৪ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন বাটলার। ১৭৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মঈন আলি। ইংল্যান্ড ২৫ ওভারে ১৭৬/৫।

23 Mar 2021, 08:11:41 PM IST

মর্গ্যান আউট

২৫তম ওভারের প্রথম বলে মর্গ্যানের উইকেট তুলে নিলেন শার্দুল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২২ রান করে ক্রিজ ছাড়েন মর্গ্যান। উইকেটকিপার রাহুলের দস্তানায় ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৭৫ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বিলিংস।

23 Mar 2021, 08:04:15 PM IST

বোয়ারস্টো আউট

শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হল জনি বেয়ারস্টোকে। ২৩তম ওভারে শার্দুল ঠাকুরের প্রথম বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দেন জনি। ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৯৪ রান করে আউট বন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড ১৬৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জোস বাটলার।

23 Mar 2021, 07:49:05 PM IST

ইংল্যান্ড ১৫০

২০ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ২০ ওভার শেষে ব্রিটিশদের সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান। বেয়ারস্টো ৯১ ও মর্গ্যান ৯ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 07:36:19 PM IST

ক্যাচ ছাড়লেন কোহলি

স্টোকস আউট হওয়ার ঠিক পরের বলেই মর্গ্যানের উইকেট পেতে পারতেন প্রসিধ কৃষ্ণা। তবে স্লিপে তাঁর ক্যাচ চাড়েন কোহলি। সেই বলেই রান-আউটের সুযোগও হাতছাড়া হয় ভারতের। ইংল্যান্ড ১৭ ওভারে ১৩৭/২।

23 Mar 2021, 07:33:03 PM IST

স্টোকস আউট

ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন প্রসিধ। ১৭তম ওভারের দ্বিতীয় বলে বেন স্টোকসের মূল্যবান উইকেট তুলে নেন কেকেআর তারকা। ১১ বলে ১ রান করে পরিবর্ত ফিল্ডার শুভমন গিলের হাতে ধরা দেন ব্রিটিশ অল-রাউন্ডার। ইংল্যান্ড ১৩৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান।

23 Mar 2021, 07:26:01 PM IST

জেসন রয় আউট

১৫তম ওভারে প্রসিধ কৃষ্ণার দ্বিতীয় বলে পরিবর্ত ফিল্ডার সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জেসন রয়। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন জেসন। ইংল্যান্ড ১৩৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রসিধের এটিই প্রথম উইকেট।

23 Mar 2021, 07:08:38 PM IST

ইংল্যান্ড ১০০

১২তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ইংল্যান্ড ১২ ওভারে ১০৭/০। বেয়ারস্টো ৬০ ও জেসন ৩৯ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 07:08:01 PM IST

বেয়ারস্টোর হাফ-সেঞ্চুরি

৫টি তার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো।

23 Mar 2021, 07:06:08 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৮৯/০

১০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৮৯ রান তুলেছে। বেয়ারস্টো ৪৯ ও জেসন রয় ৩২ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 06:45:19 PM IST

ইংল্যান্ড ৫০

সপ্তম ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে।

23 Mar 2021, 06:44:52 PM IST

প্রসিধ কৃষ্ণার ওভারে ২২ রান

ষষ্ঠ ওভারে প্রসিধ কৃষ্ণা বল করতে এলে জনি বেয়ারস্টো ২টি চার ও ২টি ছক্কা-সহ মোট ২২ রান তোলেন। ৬ ওভারে ইংল্যান্ড ৪৬/০।

23 Mar 2021, 06:37:22 PM IST

৫ ওভারে ইংল্যান্ড ২৪/০

৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ২৪ রান তুলেছে।

23 Mar 2021, 06:28:08 PM IST

৩ ওভারে ইংল্যান্ড ১৩/০

৩ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ১৩ রান তুলেছে।

23 Mar 2021, 05:55:38 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

মার্ক উড ৭৫ রানে ২টি উইকেট নেন। ৩৪ রানে ৩টি উইকেট নিয়েছেন বেন স্টোকস। 

23 Mar 2021, 05:54:40 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

রোহিত শর্মা ১৮, শিখার ধাওয়ান ৯৮, বিরাট কোহলি ৫৬, শ্রেয়স আইয়ার ৬, লোকেশ রাহুল অপরাজিত ৬২, হার্দিক পান্ডিয়া ১ ও ক্রুণাল পান্ডিয়া অপরাজিত ৫৮ রান করেন।

23 Mar 2021, 05:44:59 PM IST

৫০ ওভারে ভারত ৩১৭/৫

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তুলেছে। লোকেশ রাহুল ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ক্রুণাল পান্ডিয়া কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৮ রান করে নট-আউট থাকেন। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৫০ ওভারে ৩১৮ রান।

23 Mar 2021, 05:38:26 PM IST

ভারত ৩০০

৪৯ ওভারে ভারত দলগত ৩০০ রান পূর্ণ করে। ভারতের স্কোর ৫ উইকেটে ৩০৪।

23 Mar 2021, 05:35:23 PM IST

রাহুলের হাফ-সেঞ্চুরি

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল।

23 Mar 2021, 05:34:42 PM IST

ক্রুণালের হাফ-সেঞ্চুরি

অভিষেক ম্যাচে ২৬ বলের ঝোড়ো হাফ-সেঞ্চুরি ক্রুণাল পান্ডিয়ার। মারেন ৬টি চার ও ২টি ছয়।

23 Mar 2021, 05:19:59 PM IST

ভারত ২৬০-৫

৪৬ ওভার শেষে ২৬০-৫। পরপর উইকেট হারিয়ে অনেকটাই ইনিংসে খেই হারিয়ে ফেলেছে কোহলি বাহিনী। এখন যদিও কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছেন রাহুল ও প্রথম ম্যাচে ক্রুনাল। ইংল্যান্ডের জন্য তিনটি উইকেট নিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে গিয়েছেন বেন স্টোকস। হার্দিক এদিন মাত্র এক রানে আউট হয়েছেন। 

23 Mar 2021, 04:44:27 PM IST

ভারত ২০০

৪০তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে।

23 Mar 2021, 04:37:26 PM IST

ধাওয়ান আউট

নিশ্চিত শতরান হাতছাড়া করলেন শিখর ধাওয়ান। ৩৯তম ওভারের প্রথম বলে স্টোকস ফিরিয়ে দিলেন গব্বরকে। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ৯৮ রান করে মর্গ্যানের হাতে ধরা পড়েন ধাওয়ান। ভারত ১৯৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া

23 Mar 2021, 04:19:40 PM IST

আইয়ার আউট

৩৫তম ওভারের পঞ্চম বলে মার্ক উড আউট করেন শ্রেয়স আইয়ারকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করে পরিবর্ত ফিল্ডার লিভিংস্টোনের হাতে ধরা পড়েন শ্রেয়স। ভারত ১৮৭ রানে ৩ উিকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল।

23 Mar 2021, 04:07:10 PM IST

বিরাট কোহলি আউট

৩৩তম ওভারের প্রথম বলে মার্ক উড পেরত পাঠালেন বিরাট কোহলিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫৬ রান করে মঈন আলির হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ভারত ১৬৯ রানে ২ উইকেচ হারায়। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ৩৩ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৭৮ রান তুলেছে। ধাওয়ান ৯৫ বলে ৯১ রান করে অপরাজিত রয়েছেন

23 Mar 2021, 03:45:02 PM IST

কোহলির হাফ-সেঞ্চুরি

ইনিংসের ৩০তম ওভারে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি।

23 Mar 2021, 03:43:45 PM IST

ভারত ১৫০

২৯তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে। মঈন আলির ওভারে ১৫ রান ওঠে। ২৯ ওভারে ভারত ১৫০/১। ধাওয়ান ৭১ ও কোহলি ৪৯ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 03:40:48 PM IST

২৮ ওভারে টিম ইন্ডিয়া ১৩৫/১

২৮ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে। কোহলি ৪৪ ও ধাওয়ান ৬১ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 03:35:21 PM IST

২৬ ওভারে ভারত ১২৫/১

২৬ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। ধাওয়ান ৫৭ ও কোহলি ৩৮ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 03:25:57 PM IST

ধাওয়ানের হাফ-সেঞ্চুরি

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ভারত ২৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। ধাওয়ান ৫২ ও কোহলি ২৭ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 03:25:08 PM IST

ভারত ১০০

ইনিংসের ২৪তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে।

23 Mar 2021, 03:12:28 PM IST

২০ ওভারে ভারত ৮৩/১

২০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। শিখর ধাওয়ান ৬২ বলে ৪৩ ও বিরাট কোহলি ১৬ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন।

23 Mar 2021, 02:52:19 PM IST

রোহিত আউট

১৬তম ওভারে বেন স্টোকসের প্রথম বলে আউট হলেন রোহিত শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ২৮ রান করে বাটলারের দস্তানায় ধরা পড়েন হিটম্যান। ভারত ৬৪ রানে ১ উইকেট হারায়।ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ১৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে।

23 Mar 2021, 02:50:38 PM IST

১৫ ওভারে ভারত ৬৪/০

১৫ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে।

23 Mar 2021, 02:39:12 PM IST

ভারত ৫০

১৩ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫১/০। ধাওয়ান ৪১ বলে ২৭ ও রোহিত ৩৭ বলে ২৩ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 02:30:10 PM IST

১০ ওভারে ভারত ৩৯/০

১০ ওভার শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৩৯ রান তুলেছে। ধাওয়ান ২০ ও রোহিত ১৯ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 02:14:56 PM IST

৮ ওভারে ভারত ২৬/০

৮ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। রোহিত ১৯ বলে ৯ ও ধাওয়ান ২৯ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন।

23 Mar 2021, 02:00:09 PM IST

৫ ওভারে ভারত ১০/০

স্যাম কারান ও মার্ক উডের পরপর দু'টি ওভারে কোনও রান তুলতে ব্যর্থ হন দুই ভারতীয় ওপেনার। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়িয়ে বিনা উইকেটে ১০-এ।

23 Mar 2021, 01:48:39 PM IST

৩ ওভারে ভারত ১০/০

৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১০ রান তুলেছে। ধাওয়ান ৬ ও রোহিত ৪ রানে ব্যাট করছেন।

23 Mar 2021, 01:32:50 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন মার্ক উড।

23 Mar 2021, 01:21:47 PM IST

পন্তের বদলে উইকেটকিপিংয়ে রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের প্রথম একাদশে জায়গা হল না ঋষভ পন্তের। ভারতের হয়ে উইকেটকিপিং করবেন লোকেশ রাহুল।

23 Mar 2021, 01:17:11 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, জোস বাটলার (উইকেটকিপার), স্যাম বিলিংস, মঈন আলি, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ ও মার্ক উড।

23 Mar 2021, 01:15:35 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।

23 Mar 2021, 01:08:43 PM IST

ক্রুণাল-প্রসিধের অভিষেক

টি-২০ ক্রিকেটে জাতীয় দলের হয়ে আগেই আত্মপ্রকাশ করেছেন ক্রুণাল পান্ডিয়া। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৫০ ওভারের ফর্ম্যাটেও জাতীয় দলের জার্সি গায়ে চাপালেন তিনি। অন্যদিকে, এই ম্যাচেই আন্তর্জাতিক অভিষেক হয় কেকেআরের প্রসিধ কৃষ্ণার।

23 Mar 2021, 01:06:38 PM IST

টস জিতলেন মর্গ্যান

টি-২০ সিরিজের ৫টি ম্যাচের মধ্যে মর্গ্যান টস জেতেন চারটিতে। এবার প্রথম ওয়ান ডে ম্যাচেও টসভাগ্য সঙ্গ দিল ইংল্যান্ড দলনায়ককে। টস জিতে মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে।

23 Mar 2021, 01:06:38 PM IST

পিচ রিপোর্ট

অজিত আগরকর ও দীপ দাশগুপ্ত পিচ রিপোর্টে জানান যে, বাইশগজে হালকা ঘাসের আস্তরণ রয়েছে। বল ব্যাটে আসবে। সুতরাং, হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা প্রবল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

WB LS Vote LIVE: মর্যাদার লড়াইয়ে সুকান্ত, আজ লোকসভা ভোট দার্জিলিং, রায়গঞ্জেও মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? ২৬ এপ্রিল ২০২৪ এর রাশিফল দেখে নিন গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.