বাংলা নিউজ > ময়দান > ভারতের T20 দলের দায়িত্ব MI অধিনায়কের হাতেই তুলে দেওয়া উচিত, দাবি পানেসরের

ভারতের T20 দলের দায়িত্ব MI অধিনায়কের হাতেই তুলে দেওয়া উচিত, দাবি পানেসরের

মন্টি পানেসর।

আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সকে রোহিত কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্য এনে দিয়েছেন। সেই সুবাদেই ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব রোহিত শর্মার হাতেই তুলে দেওয়া উচিত বলে মনে করেন পানেসর। তাঁর মতে, তিন ফর্ম্য়াট সামলানোটা বিরাট কোহলির কাছে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে।

বিরাট কোহলির ঘাড়ে ভারতের তিন ফর্ম্যাটের বোঝা না চাপিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব রোহিত শর্মার হাতেই তুলে দেওয়া উচিত। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। তাঁর মতে, আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সকে রোহিত কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্য এনে দিয়েছেন। পাঁচ বার মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ বার জিতলে টানা তিন বার জয়ের হ্যাটট্রিক করবে মুম্বই ইন্ডিয়ান্স। টি-টোয়েন্টি দলের সফল অধিনায়ক হওয়ার সুবাদেই ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব রোহিত শর্মার হাতেই তুলে দেওয়া উচিত বলে মনে করেন পানেসর। তিনি মনে করছেন, তিন ফর্ম্য়াট সামলানোটা বিরাট কোহলির কাছে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে।

মন্টি পানেসর বলেওছেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টির অধিনায়কত্ব রোহিত শর্মাকেই দেওয়া উচিত। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ও খুবই ভাল কাজ করেছে। যদি ভারত এ বার ইংল্যান্ডের বিরুদ্ধেও  পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভাল খেলতে না পারে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও হেরে যায়, তখন আপনারা সকলেই জানেন কী হতে পারে!’

এর সঙ্গেই মন্টি পানেসর অবশ্য মনে করছেন, ইংল্যান্ড দলে কাইল জেমিসনের মতো বোলার নেই। এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালীও নয় জো রুটের ইংল্যান্ড। তাই ভারত সে ভাবেও ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে থাকবে না। পানেসর বলেছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ততটাও চাপে থাকবে না। কারণ ইংল্যান্ডের কাইল জেমিসনের মতো কেউ নেই। সেই সঙ্গে ইংল্যান্ডের টপ অর্ডার ততটা শক্তিশালী নয়। তাই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল করবে বলেই মনে হয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন