বাংলা নিউজ > ময়দান > INDW vs ENGW: ব্যাট হাতে চোয়াল চাপা লড়াই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচাল ভারত
দুরন্ত লড়াইয়ে ম্যাচ বাঁচাল ভারত। ছবি- আইসিসি।

INDW vs ENGW: ব্যাট হাতে চোয়াল চাপা লড়াই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচাল ভারত

ম্যাচের সেরা হয়েছেন শেফালি।

সাত বছর পর ফের টেস্টের আঙিনায় ফিরে অনবদ্য লড়াই উপহার দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। ফলো-অন করা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট ড্র করেন মিতালিরা। 

19 Jun 2021, 11:07:03 PM IST

ম্যাচের সেরা শেফালি

অভিষেক টেস্টের দুই ইনিংসেই অনবদ্য হাফ-সেঞ্চুরি করে একাধিক বিশ্বরেকর্ড গড়া শেফালি বর্মা ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

19 Jun 2021, 11:03:51 PM IST

ভারতের দ্বিতীয় ইনিংস

প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে ভারত ফলো-অল করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তারা ৮ উইকেটে ৩৪৪ রান তোলে। শেফালি ৬৩, দীপ্তি ৫৪, পুণম ৩৯, রানা অপরাজিত ৮০ ও তানিয়া ভাটিয়া অপরাজিত ৪৪ রান করেন। একলেস্টোন ৪টি ও নাতালি ২টি উইকেট নেন।

19 Jun 2021, 11:01:30 PM IST

ভারতের প্রথম ইনিংস

ভারত প্রথম ইনিংসে ২৩১ রানে অল-আউট হয়ে যায়। স্মৃতি মন্ধনা ৭৮, শেফালি বর্মা ৯৬ ও দীপ্তি শর্মা ২৯ রান করেন। সোফি একলেস্টোন ৪টি ও হেথার নাইট ২টি উইকেট নেন।

19 Jun 2021, 11:00:04 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩৯৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। হেথার নাইট ৯৫, সোফিয়া ডাঙ্কলি অপরাজিত ৭৪, ট্যামি বিউমন্ট ৬৬, নাতালি সিভার ৪২ ও অ্যানা স্রুবসোল ৪৭ রান করেন। স্নেহ রানা ৪টি ও দীপ্তি শর্মা ৩টি উইকেট নেন।

19 Jun 2021, 10:56:35 PM IST

ম্যাচ ড্র

ভারত দ্বিতীয় ইনিংসে ১২১ ওভারে ৮ উইকেটে ৩৪৪ রান তোলার পর দুই ক্যাপ্টেনের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষিত হয়। ভারতের হাতে ছিল ১৭৯ রানের লিড। দিনের শেষ আধ ঘণ্টায় ম্যাচের ফলাফল নির্ধারণ সম্ভব নয় বুঝেই লড়াইয়ে যবনিকা টেনে দেওয়া হয়। স্নেহ রানা ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৫৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তানিয়া ভাটিয়া ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৪৪ রান করে নট-আউট থেকে যান।

19 Jun 2021, 10:40:25 PM IST

১২০ ওভারে ভারত ৩৩৭/৮

১২০ ওভার শেষে ভারত ৮ উইকেটের বিনিময়ে ৩৩৭ রান তুলেছে। রানা ৭৫ ও তানিয়া ৪৩ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ১৭২ রানের।

19 Jun 2021, 10:36:53 PM IST

তানিয়ার ক্যাচ মিস

১১৮তম ওভারে ক্রসের বলে তানিয়ার ক্যাচ ফেলেন জোনস।

19 Jun 2021, 10:23:35 PM IST

১১৫ ওভারে ভারত ৩২১/৮

১১৫ ওভার শেষে ভারত ৮ উইকেটের বিনিময়ে ৩২১ রান তুলেছে। রানা ৭৪ ও তানিয়া ৩০ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ১৫৬ রানের। স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। কারণ, এই পরিস্থিতি থেকে ম্যাচ হারার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

19 Jun 2021, 09:55:55 PM IST

ভারত ৩০০

১০৮ ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায়।

19 Jun 2021, 09:51:54 PM IST

১০৬ ওভারে ভারত ২৯৩/৮

১০৬ ওভার শেষে ভারত ৮ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তুলেছে। রানা ৬০ ও তানিয়া ২০ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ১৩১ রানের।

19 Jun 2021, 09:36:21 PM IST

হাফ সেঞ্চুরি রানার

৯টি বাউন্ডারির সাহায্যে ৯১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্নেহ রানা।

19 Jun 2021, 09:24:12 PM IST

১০০ রানের লিড নিল ভারত

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৬৬ রানে পৌঁছনো মাত্রই ভারতের লিড দাঁড়ায় ১০১।

19 Jun 2021, 09:13:49 PM IST

৯৫ ওভারে ভারত ২৫২/৮

৯৫ ওভার শেষে ভারত ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রান তুলেছে। রানা ৩৫ ও তানিয়া ৪ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 09:13:05 PM IST

ভারত ২৫০

৯৪তম ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায়।

19 Jun 2021, 08:52:42 PM IST

চায়ের বিরতি

চতুর্থ দিনের চায়ের বিরতিতে ভারত দ্বিতীয় ইনিংসে ৯৩ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তুলেছে। স্নেহ রানা ২৭ ও তানিা ভাটিয়া ৩ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৭৮ রানের।

19 Jun 2021, 08:32:23 PM IST

শিখা আউট

৯১তম ওভারে নাতালির দ্বিতীয় বলে জোনসের দস্তানায় ধরা পড়েন শিখা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ২৪০ রানে ৮ উইকেট হারায়।ক্রিজে নতুন ব্যাটার তানিয়া ভাটিয়া। ভারতের লিড ৭৫ রানের।

19 Jun 2021, 08:30:39 PM IST

৯০ ওভারে ভারত ২৪০/৭

৯০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলেছে। রানা ২৭ ও শিখা ১৮ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 08:08:16 PM IST

৮৫ ওভারে ভারত ২২২/৭

৮৫ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২২২ রান তুলেছে। স্নেহ রানা ২১ ও শিখা ৬ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৫৭ রানের।

19 Jun 2021, 07:40:13 PM IST

৮০ ওভারে ভারত ২১১/৭

৮০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে। স্নেহ রানা ১০ ও শিখা ৬ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৪৬ রানের।

19 Jun 2021, 07:24:17 PM IST

ভারত ২০০

৭৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে। ভারতের লিড ৩৫ রানের।

19 Jun 2021, 07:21:47 PM IST

হরমনপ্রীত আউট

৭৪তম ওভারের চতুর্থ বলে হরমনপ্রীত আউট। একলেস্টোনের বলে জোনসের দস্তানায় ধরা পড়েন হরমনপ্রীত। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শিখা পান্ডে।

19 Jun 2021, 07:11:38 PM IST

পূজা আউট

৭১তম ওভারের চতুর্থ বলে হেথার নাইট বোল্ড করেন পূজা বস্ত্রকারকে। ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১২ রান করে ক্রিজ ছাড়েন পূজা। ভারত ১৮৯ রানে ৬ উইকেট হারায়। ভারতের হাতে লিড মাত্র ২৪ রানের। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা। প্রথম ইনিংসের মতোই ভালো শুরু করেও ভারতের ব্যাটিং বিপর্যয় জারি।

19 Jun 2021, 07:09:43 PM IST

৭০ ওভারে ভারত ১৮৮/৫

৭০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। পূজা ১২ ও হরমনপ্রীত ১ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 06:52:15 PM IST

পুণম আউট

৬৫তম ওভারের তৃতীয় বলে আউট হন পুণম। ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৪ বলে ৩৯ রান করে নাতালির শিকার হন তিনি। ভারত ১৭৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ভারতের হাতে লিড মাত্র ১০ রানের।

19 Jun 2021, 06:38:48 PM IST

মিতালি আউট

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন মিতালি রাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৪ রান করে একলেস্টোনের বলে বোল্ড হন ভারতের ক্যাপ্টেন। ভারত ১৭৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর।

19 Jun 2021, 06:37:20 PM IST

৬১ ওভারে ভারত ১৭৫/৩

৬১ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে। পুণম ৩৯ ও মিতালি ৪ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 05:49:16 PM IST

লাঞ্চের বিরতি

চতুর্থ দিনের লাঞ্চের বিরতিতে ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে। ১৬৫ রানের খামতি মিটিয়ে ভারতের হাতে লিড ৬ রানের। পুণম ৩৯ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 05:46:22 PM IST

দীপ্তি আউট

৫৮তম ওভারের পঞ্চম বলে দীপ্তি শর্মাকে ফেরালেন একলেস্টোন। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৬৮ বলে ৫৪ রান করে বোল্ড হন দীপ্তি। ভারত ১৭১ রানে ৩ উইকেট হারায়।

19 Jun 2021, 05:36:13 PM IST

খামতি মেটাল ভারত

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে পৌঁছনো মাত্রই প্রথম ইনিংসের খামতি মিটিয়ে ফেলে ভারত। 

19 Jun 2021, 05:33:44 PM IST

দীপ্তির হাফ-সেঞ্চুরি

ইনিংসের ৫৫তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপ্তি শর্মা। ৭টি বাউন্ডারির সাহায্যে ১৫৭ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি।

19 Jun 2021, 05:16:43 PM IST

৪৫ ওভারে ভারত ১৪০/২

৫০ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৫৪ রান তুলেছে। দীপ্তি ৪৮ ও পুণম ২৯ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 05:14:51 PM IST

ভারত ১৫০

৪৯তম ওভারে ভারত দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়।

19 Jun 2021, 05:02:27 PM IST

৪৫ ওভারে ভারত ১৪০/২

৪৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৪০ রান তুলেছে। দীপ্তি ৩৮ ও পুণম ২৫ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 04:37:51 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন পুণম

৪১তম ওভারের চতুর্থ বলে ব্রান্ট এলবিডব্লিউর আবেদন জানান পুণমের বিরুদ্ধে। আম্পায়ার আউট দেন। রিভিউ নেন ভারতীয় তারকা। টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন ফিল্ড আম্পায়ারকে। এযাত্রায় বেঁচে যান পুণম।

19 Jun 2021, 04:36:09 PM IST

৪০ ওভারে ভারত ১২৫/২

৪০ ওভার শেষে ভারত ২ উইকেটে ১২৫ রান তুলেছে। দীপ্তি ৩৩ ও পুণম ১৭ রানে ব্যাট করছেন।

19 Jun 2021, 04:28:19 PM IST

৩৫ ওভারে ভারত ১১২/২

৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১১২ রান তুলেছে। দীপ্তি ২৭ ও পুণম ১০ রানে ব্যাট করছেন। 

19 Jun 2021, 04:25:56 PM IST

ভারত ১০০

৩১তম ওভারে দলগত ১০০ রান টপকে যায় ভারত।

19 Jun 2021, 03:53:05 PM IST

শেফালি আউট

বড় ধাক্কা ভারতীয় শিবিরে। আউট হলেন শেফালি। ৩০তম ওভারে একলেস্টোনের শেষ বলে ব্রান্টের হাতে ধরা পড়েন তারকা ওপেনার। ভারত দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ২ উইকেট হারায়। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৬৩ রান করে ক্রিজ ছাড়েন শেফালি। ক্রিজে নতুন ব্যাটর পুণম রাউত।

19 Jun 2021, 03:49:23 PM IST

দ্বিতীয় ইনিংসে প্রথম ছক্কা শেফালির

৩০তম ওভারে একলেস্টোনের প্রথম বলে ছক্কা হাঁকাল শেফালি। দ্বিতীয় ইনিংসে এটি তাঁর প্রথম ওভার-বাউন্ডারি।

19 Jun 2021, 03:36:06 PM IST

খেলা হবে ১০৮ ওভার

তৃতীয় দিনের অনেকটা সময় বৃষ্টি নষ্ট হয়। তাই শেষ দিনে খেলা হবে ১০৮ ওভার।

19 Jun 2021, 03:34:17 PM IST

চতুর্থ দিনের খেলা শুরু

গতদিনের দুই অপরাজিত ব্যাটার দীপ্তি ও শেফালি পুনরায় ব্যাটিং শুরু করেন। বোলিং শুরু করেন সেফি।

19 Jun 2021, 03:34:17 PM IST

তৃতীয় দিনের স্কোর

ব্রিস্টলে তৃতীয় দিনের খেলা বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংস অল-আউট হয়ে যায় ২৩১ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে ফলো-অন করতে নামে ভারত। তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে। শেফালি বর্মা ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। দীপ্তি শর্মা নট-আউট ছিলেন ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। এখনও ৮২ রানে পিছিয়ে রয়েছে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.