আউট নন, তবু আউট হয়ে মাঠ ছাড়তে হল পূজা বস্ত্রকারকে। ফিল্ড আম্পায়ারের তাৎক্ষণিক সিদ্ধান্তে ভুল ভ্রান্তি হতে পারে। তবে বারবার টেলিভিশন রিপ্লে দেখার পরেও তৃতীয় আম্পায়ার কীভাবে এমন ভুল সিদ্ধান্ত দিতে পারেন, তা ভেবেই অবাক ক্রিকেটপ্রেমীরা। সব দেখে শুনে যুবরাজের মতো প্রাক্তন তারকা তো সমালোচনাই করে বসলেন থার্ড আম্পায়ারের।
শনিবার মেয়েদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন হরমনপ্রীতরা। ইনিংসের একেবারে শেষ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় পূজা বস্ত্রকারকে। যদিও টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট ছিল যে, পূজা আউট ছিলেন না।
অন্তত বেনিফিট অফ ডাউটেও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ব্যাটারের অনকূলেই যাওয়া উচিত ছিল বলে মত ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:- Irani Trophy 2022: আগুনে বোলিং বাংলার মুকেশের, ১০০-র কমেই গুটিয়ে গেল পূজারাদের ইনিংস
১৯.৫ ওভারে কুলসূর্যর বল ডিপ কভারে ঠেলে দিয়েই দু'রানের জন্য দৌড় শুরু করেন পূজা। কবিশা দিলহারির থ্রো উইকেটকিপার অনুষ্কা সঞ্জীবনীর হাতে এলে তিনি বল স্টাম্পে লাগিয়ে দেন। তবে স্পষ্ট দেখা যায় যে, বেল পড়ার আগেই পূজার ব্যাট ক্রিজের ভিতরে ঢুকে গিয়েছিল।
সবাই যখন ধরেই নিয়েছেন যে পূজাকে নট-আউট ঘোষণা করবেন তৃতীয় আম্পায়ার, ঠিক তখনই সকলকে অবাক করে তৃতীয় আম্পায়ার শিবানী মিশ্র পূজাকে রান-আউট ঘোষণা করেন। ধারাভাষ্যকাররা তো বটেই, এমনকি ক্রিকেটারদেরও অবাক দেখায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে। পূজা ক্রিজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। শেষমেশ তাঁকে মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন:- Video: পাক ব্যাটসম্যানের জোরালো শট আঘাত করল আম্পায়ারকে, বিব্রত হলেন আলিম দার
ঘটনার কিছুক্ষণের মধ্যেই যুবরাজ সিং টুইট করে সমালোচনা করেন তৃতীয় আম্পায়ারের। তিনি লেখেন যে, ‘এটা তৃতীয় আম্পায়ারের অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। পূজার এক্ষেত্রে বেনিফিট অফ ডাউটে বেঁচে যাওয়া উচিত ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।