ক্রমশ স্লো হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির পিচ। সেই সৌজন্যে দুবাইয়ে যেন নয়া ‘চিপকের’ খোঁজ পেল চেন্নাই সুপার কিংস। আর তাতেই বাজিমাত করলেন মহেন্দ্র সিং ধোনিরা। কর্ণ শর্মার একটি ওভার বাদে পেসার থেকে স্পিনার - সবাই একেবারে নিয়ন্ত্রিত বোলিং করলেন। আর সেই চোরাবালিতে কেন উইলিয়ামসন ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারলেন না। তার ফলও হল প্রত্যাশিত। আইপিএলের দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচেই সানরাইজার্সকে ২০ রানে হারাল চেন্নাই। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর এখানে)
SRH vs CSK আপডেটস:
- নিয়ন্ত্রিত বোলিংয়ে বাজিমাত, হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরলেন ধোনিরা --- ম্যাচ রিপোর্ট পড়তে ক্লিক করুন এখানে
- মঙ্গলবারের ম্যাচ জিতে লিগ টেবিলে তেমন উন্নতি না হলেও আট ম্যাচে ছ'পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে ভালোভাবে থাকলেন ধোনিরা। আপাতত তাঁরা ষষ্ঠ স্থানে আছেন। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে ধোনিদের একধাপ উপরে আছে সানরাইজার্স হায়দরাবাদ।
- ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে চেন্নাইকে ১৭০ রানের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পর তিন ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন।
- মহেন্দ্র সিং ধোনি : এই ম্যাচে আমাদের ভুলগুলি এখনও খুঁজে বের করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হল যে ম্যাচটা জিতেছি বলে যে কোনও কিছু ধামাচাপা দিয়ে দিলে হবে
- ক্যাপ্টেন কুল ধোনির 'রাগ' , ওয়াইড দিতে গিয়েও ‘ভয়ে’ পিছিয়ে গেলেন আম্পায়ার
- ক্রমশ স্লো হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির পিচ। সেই সৌজন্যে দুবাইয়ে যেন নয়া ‘চিপকের’ খোঁজ পেল চেন্নাই সুপার কিংস। আর তাতেই বাজিমাত করলেন মহেন্দ্র সিং ধোনিরা। কর্ণ শর্মার একটি ওভার বাদে পেসার থেকে স্পিনার - সবাই একেবারে নিয়ন্ত্রিত বোলিং করলেন। আর সেই চোরাবালিতে কেন উইলিয়ামসন ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারলেন না। তার ফলও হল প্রত্যাশিত। আইপিএলের দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচেই সানরাইজার্সকে ২০ রানে হারাল চেন্নাই।
- শেষ ওভারে মাত্র এক রান দিলেন ডোয়েন ব্র্যাভো। সঙ্গে নিলেন এক উইকেট। তার সৌজন্যে ২০ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে আট উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারল না সানরাইজার্স।
- শেষ ওভারে চাই ২২ রান। বল করবেন ডোয়েন ব্র্যাভো। ব্যাট হাতে আছেন সন্দীপ শর্মা ও শাহবাজ নাদিম। অভাবনীয় কিছু কি করতে পারবেন তাঁরা?
- ১৯ তম ওভারে মাত্র পাঁচ রান দিলেন শার্দুল ঠাকুর। সঙ্গে রশিদ খানের উইকেট পড়ল। ওভারের শেষ বলে বড় শট শট মারতে গিয়ে লং-অনে ধরা পড়লেও তার আগেই হিট-উইকেট হয়ে যান তিনি। আট বলে ১৪ রান করলেন তিনি।
- কর্ণ শর্মার উপর প্রচন্ড চটে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
- কেন উইলিয়ামসন আউট হওয়ার পরের বলেই একটুর জন্য ছক্কা হল। তারপর আরও দুটি ছক্কা মারলেন রশিদ খান। ১৮ তম ওভারে উঠল ১৯ রান। ১২ বলে চাই ২৭ রান।
- ১৮ তম ওভারের প্রথম বলেই নিখুঁত প্লেসমেন্টে চার মেরেছিলেন। কিন্তু আস্কিং রানরেট ক্রমশ বাড়ছিল। পরের বলেই ছক্কা মারতে গিয়ে লং-অনে শার্দুল ঠাকুরের হাতে জমা পড়লেন কেন উইলিয়ামসন। বড় ধাক্কা সানরাইজার্সের। একাই টানছিলেন দলকে। শেষপর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করলেন। ১৬ বলে চাই ৪২ রান।
- একাই লড়াই করছেন। তাঁর পাশে কেউ দাঁড়াতেই পারছেন না। তারইমধ্যে দাপুটে বাউন্ডারি মেরে অর্ধশতরান করলেন কেন উইলিয়ামসন। তবে এখনও শেষ হয়নি কাজ।
- আউট বিজয় শংকর। যেমন ফিল্ডিং সাজানো, সেরকমই বল করলেন। ফলস্বরূপ দলকে ভরসা দিতে পারলেন না বিজয় শংকর। সাত বলে ১৫ রান করলেন।
- সানরাইজার্স পারবে নাকি পুরনো চেন্নাইয়ের দেখা মিলবে?
- জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের ২৪ বলে চাই ৫৯ রান। হাতে আছে ছ'উইকেট। ক্রিজে আছেন কেন উইলিয়ামসন। ৩৪ বলে ৪৭ রান করেছেন তিনি। সঙ্গে আছেন বিজয় শংকর।
- ১৫ তম ওভারে উঠল আট রান। হায়দরাবাদের স্কোর চার উইকেটে ১০১।
- পরের বলেই আরও একটি দুরন্ত শটে বাউন্ডারি মারলেন কেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে আগ্রাসী হোয়াল লক্ষণ দেখিয়ে এক্সট্রা কভারের উপর চার মারেন। ১২ তম ওভারে উঠল ১২ রান। হায়দরাবাদের স্কোর তিন উইকেটে ৭৬ রান।
- ২৬ বলে কোনও বাউন্ডারি মারল সানরাইজার্স। ১১.৫ ওভারে জাদেজার শর্ট বলে কোনও সুযোগ ছাড়েননি কেন উইলিয়ামসন। নিখুঁত টাইমিংয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে বল বাউন্ডারিতে পাঠালেন।
- রবীন্দ্র জাদেজার বলে নড়ে গেল জনি বেয়ারস্টোর স্টাম্প। পিচে পড়ে বল স্কিড করে যায়। তা সোজা লাগে বেয়ারস্টোর মিডল স্টাম্পে। ৯.৫ ওভারে হায়দরাবাদের স্কোর তিন উইকেটে ৫৯।
- রানরেট খুব একটা ভালো নয়। ছয়ের সামান্য উপর। কিন্তু যতক্ষণ কেন উইলিয়ামসন ও জনি বেয়ারস্টো আছেন, ততক্ষণ ম্যাচে নিজেদের আশা জিইয়ে রাখতে পারবে সানরাইজার্স। ন'ওভার শেষে সানরাইজার্সের স্কোর ২ উইকেটে ৫৭। ১৮ বলে ২০ করেছেন উইলিয়ামসন। ২০ বলে ২২ রান করেছেন বেয়ারস্টো।
- ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়েছেন বলে তাঁর থ্রো'কে চ্যালেঞ্জ করা? কত বড় ভুল করেছিলেন সানরাইজার্স ব্যাটসম্যানরা, তা প্রমাণ করলেন ডোয়েন ব্র্যাভো। মিড-অফের দিকে বল ঠেলে দ্রুত রান নিতে চেয়েছিলেন মণীশ পান্ডে। রান ছিল না একেবারেই। ব্র্যাভোর ডিরেক্ট থ্রো উইকেটে লাগার পর হাঁটা লাগান মণীশ। চার ওভারে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ২৭ রান।
- একেবারেই ভাগ্য সহায়ক হল না ডেভিড ওয়ার্নারের। স্যাম কারানের গুড লেংথের বল ওয়ার্নারের ব্যাটের কাণায় লাগার পর প্যাডে লাগে। সহজেই সেই ক্যাচ ধরে নেন স্যাম কারান। ৩.৩ ওভারে সানরাইজার্সের স্কোর এক উইকেটে ২৩ রান।
- সতর্ক শুরু করল হায়দরাবাদ। তিন ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ২১ রান।
- রান তাড়া শুরু করল সানরাইজার্স হাযওপেনে স্যামের চমক ছাড়া ধোনিরা সেই গড়পড়তাই
- শেষ পাঁচ ওভারে উঠল ৫১ রান।
- খলিল আহমেদ নিজের চার ওভারে দিলেন ৪৫ রান। নিয়েছেন ২ উইকেট।
- শেষ ওভারে উঠল ১৫ রান। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তুলল চেন্নাই। রবীন্দ্র জাদেজা ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকলেন।
- ১৯ ওভারে চেন্নাইয়ের স্কোর পাঁচ উইকেটে ১৫২ রান।
- বিশাল ছক্কা মারার পরের বলেই আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯ তম ওভারের শেষ বলেও বড় শট মারতে গেলেন। কিন্তু লো-ফুলটস ব্যাটের নীচের অংশে লেগে এক্সট্রা কভার পর্যন্ত যেতে পারল। সোজা ক্যাচ কেন উইলিয়ামসন। ১৩ বলে ২১ রান করলেন ধোনি।
- ১৮ তম ওভারে উঠল ৯ রান। চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ১৩৮।
- শেষ সন্দীপ শর্মার স্পেল। কী অসাধারণ বল করলেন। চার ওভারে দিলেন ১৯ রান। নিলেন ২ উইকেট। ভুবনেশ্বর কুমার ছিটকে যাওয়ার পর দলের বোলিং লাইন-আপকে নেতৃত্ব দিচ্ছেন।
- বল করছেন সন্দীপ শর্মা।
- নিজের বলেই দুর্ধর্ষ চেষ্টা করেছিলেন। একটা সময় দেখে মনে হয়েছিল। হাতে আটকেও গিয়েছে। কিন্তু শেষবেলায় হাত থেকে বল বেরিয়ে যায়। তবে বাজেভাবে পড়েছেন সন্দীশ শর্মা। চোট পেয়েছেন মনে হয়েছে। বল করতে পারবেন তো? বাঁচলেন মহেন্দ্র সিং ধোনি। ১২ রানে ছিলেন তিনি।
- রায়াডু আউট হওয়ার ঠিক ছ'বল পরেই ফিরলেন শেন ওয়াটসন। এবার টি নটরাজনের ফুল টসে মণীশ পান্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। লং-অফে ভালো ক্যাচ নিলেন মণীশ। ৩৮ বলে ৪২ রান করলেন ওয়াটসন। ১৬.২ ওভারে চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ১২০ রান।
- পাঁচে নামলেন মহেন্দ্র সিং ধোনি।
- গুরুত্বপূর্ণ সময় আউট হলেন আম্বাতি রায়াডু। এই উইকেটটার দরকার ছিল হায়দরাবাদের। অফস্টাম্পের বাইরে ফুল টস দেন খলিল আহমেদ। কিন্তু ভালোভাবে টাইম করতে পারেননি রায়াডু। লং-অফে ক্যাচ ধরলেন ডেভিড ওয়ার্নার। ৩৪ বলে ৪১ রান করলেন তিনি। ১৫.২ ওভারে চেন্নাইয়ের স্কোর তিন উইকেটে ১১৬ রান।
- ১২ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯২ রান।
- ৯ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৬৪। ক্রিজে আছেন ওয়াটসন (১৯ বলে ১৭) এবং আম্বাতি রায়াডু (১৩ বলে ১৪ রান)।
- সপ্তম ওভারের প্রথম বলেই জীবনদান পেলেন আম্বাতি রায়াডু। অফস্টাম্পর বাইরে বল রেখেছিলেন নাদিম। জোরে কাট শট মারতে গিয়ে ব্যাটের কাণায় বল লাগে। জনি বেয়ারস্টোর হাত ফস্কে বল বেরিয়ে যায়।
- ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৪৪। ন'বলে তিন রানে অপরাজিত শেন ওয়াটসন। পাঁচ বলে আম্বাতি রায়াডুর অবদান আট রান। মঙ্গলবার তাঁকে ভালো ছন্দে মনে হচ্ছে। ষষ্ঠ ওভারে উঠল পাঁচ রান। তাও শাহবাজ নাদিমের শেষ বলে চার হল।
- চতুর্থ ওভারে খলিল আহমেদকে দাঁড়াতে দিলেন না স্যাম কারান। জোড়া চার ও জোড়া ছক্কা মারলেন। ওই ওভারে উঠল ২২ রান। চার ওভারে চেন্নাইয়ের স্কোর এক উইকেটে ৩৪ রান।
- ২০১৪ সালের পর আইপিএলে এই প্রথম কোনও রান না করেই আউট হলেন ফ্যাফ ডু'প্লেসিস।
- প্রথম ১২ বলের একটিও খেলার সুযোগ পাননি। আর প্রথম বলেই আউট হয়ে গেলেন এবারের আইপিএলে চেন্নাইয়ের সবথেকে ভরসাযোগ্য ব্যাটসম্যান ফ্যাফ ডু'প্লেসিস। ২.১ ওভারে চেন্নাইয়ের স্কোর এক উইকেটে ১০ রান। সন্দীপ শর্মার বল ভিতরে আসবে বলে খেলেছিলেন। কিন্তু তা দিক পরিবর্তন করেনি। ফলে ফ্যাফের ব্যাটের কাণায় লেগে উইকেটের পিছনে চলে যায়।
- ভালো শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে তিন রান।
- ওপেনিংয়ে চমক চেন্নাই সুপার কিংসের। নামলেন স্যাম কারান এবং ফ্যাফ ডু'প্লেসিস।
- দুবাইয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলছে চেন্নাই। এন জগদীশনের পরিবর্তে দলে এলেন পীযূষ চাওলা। বাকি দল অপরিবর্তিত। প্রথম একাদশ - শেন ওয়াটসন, ফ্যাফ ডু'প্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা এবং কর্ণ শর্মা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস।
়দরাবাদ। ব্যাট করতে নামলেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো।
না।
র দেখুন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।