শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই ব্যাটার ধারাবাহিকতার সঙ্গে রান করে চলেছেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচটি ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়। তারপরেই তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা তথা বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপের মতে রিঙ্কুর যা পারফরম্যান্স তাতে অন্ততপক্ষে তাঁর ভারতীয় 'এ' দলে ডাক পাওয়া উচিত।
বিশপ আশা প্রকাশ করেছেন চলতি আইপিএল শেষ হওয়ার পরেই ভারতীয় 'এ' দলে ডাক পেতে পারেন রিঙ্কু। চলতি আইপিএলে কেকেআরের হয়ে চারটে ম্যাচ খেলেছেন রিঙ্কু। চারটি ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৪, ৪৬, ৪৮* এবং ৫৮*। চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন তিনি। গতকালকেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করে একেবারে শেষ পর্যন্ত দলকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। যদিও গুজরাট ম্যাচের মতন অনবদ্য জয় দলকে এনে দিতে পারেননি। কেকেআর অধিনায়ক নীতীশ রানা ৪১ বলে ৭৫ রান করেন হায়দরাবাদের বিরুদ্ধে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
ইএসপিএন ক্রিকইনফোকে রিঙ্কুকে নিয়ে বলতে গিয়ে ইয়ান বিশপ জানান 'আমি ভাবছি কখন এবং কবে রিঙ্কুর উত্তরণ ঘটতে চলেছে। আমি গত মরশুমেও ওকে দেখেছি। ওর মধ্যে কিছু না কিছু রয়েছে। পরিসংখ্যানের পাশাপাশি ওর মধ্যে একটা ক্ষমতা রয়েছে। যেটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডও খুব ভালো। তাই আমি আশা করছি অন্ততপক্ষে ভারতীয় 'এ' দলে জায়গা পাবে রিঙ্কু। আমি আশা করছি শীঘ্রই ডাক পাবে ও।'
পাশাপাশি প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা টম মুডি জানিয়েছেন, 'আমার মনে হয় এবার সময় এসেছে ভারতীয় বোর্ডের ভেবে দেখার যে ওকে রিঙ্কুকে) কোনও ফর্ম্যাটে ভারতীয় দলে খেলানো যেতে পারে! রিঙ্কু সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের হয়ে খেলতে পারে। সেটা টি-২০ ক্রিকেট ও হতে পারে আবার ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট ও হতে পারে। ফলে আমি দলে ডাক পাওয়ার বিষয়ে সহমত হচ্ছি। আর রিঙ্কুও এই দাবিকে সমর্থন জানাচ্ছে ওঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছে।'
উত্তরপ্রদেশের হয়ে ইতিমধ্যেই তিনি ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৮৭৫ রান। গড় ৫৯.৮৯। স্ট্রাইক রেট ৭০.৮৮। সদ্য শেষ হওয়া ঘরোয়া মরশুমে ভালো পারফরম্যান্স করার পরে আইপিএলের শুরুটাও তাঁর যথেষ্ট ভালো হয়েছে। এই পারফরম্যান্স ধরে রেখেই ভারতীয় দলে জায়গা করে নিতে মুখিয়ে থাকবেন রিঙ্কু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।