এই বছরে কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? জল্পনা চলছেই। ১৬ তম আইপিএলে এটাই সবচেয়ে আলোচিত বিষয়। চেন্নাই যেখানেই খেলতে যাচ্ছে ধোনিকে দেখার জন্য মরিয়া হয়ে উঠছেন দর্শকরা। ভারতবর্ষের সব মাঠেই চেন্নাই নিজের ঘরের মাঠের মতো অনুভব করতে পারছে। প্রাক্তন ভারত অধিনায়ক নিজেই একবার জল্পনা উসকে দিয়েছিলেন। তারপর অবশ্য নিজের অবসর নিয়ে ধ্বনি সুলভ আচরণে আইপিএল থেকে নিজের অবসরের বিষয় প্রশ্ন ঝুলিয়ে রেখেছেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না ধোনির অবসরের বিষয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন। তিনি জানিয়েছেন, এই বছরের শেষেও ধোনি তাঁর আইপিএলের শেষ ম্যাচ খেলবেন না।
চলতি মরশুমে আইপিএলের মাঝে সুরেশ রায়না মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেন। তারপরে জিও সিনেমার একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন ধোনি তাঁকে জানিয়েছেন, 'এই বছর আইপিএলের ট্রফি জিতে আমি আগামী বছর ফের আইপিএল খেলতে নামব।' প্রাক্তন ভারত অধিনায়ক আইপিএলের তাঁর দল চেন্নাই সুপার কিংস এর হয়েই খেলেন। বর্তমানে চেন্নাই সুপার কিংস ১১ টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। প্লেঅফের অনেকটা কাছেই রয়েছে তারা। আইপিএলের সবচেয়ে ধারাবাহিক টিম চেন্নাই। ৪ বার খেতাব জিতেছে তারা। দু'বছর নির্বাসন বাদ দিয়ে প্রায় সব মরশুমেই প্রথম চারে পৌঁছে গিয়েছে ধোনির নেতৃত্বাধীন এই দল।
লখনউয়ের বিরুদ্ধে খেলায় ড্যানি মরিসন চেন্নাই অধিনায়ককে জিজ্ঞাসা করেন, 'এই দুই অসাধারণ সফরে কী এটাই শেষ মরশুম? তুমি কীভাবে উপভোগ করছ যার জবাবে ধোনি দ্রুত জবাব দেন, 'ঠিক আছে, তুমিই সিদ্ধান্ত নিয়েছ এটাই আমার শেষ মরশুম।'
তারপরেই ক্রিকেট মহলে চর্চা হতে শুরু করে তাহলে কি ধোনি এই বছর আইপিএল খেলে অবসর নিচ্ছেন না। এরই মধ্যে তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না জানান, পরের বছর আইপিএল খেলতে ইচ্ছুক চেন্নাইয়ের অধিনায়ক। তবে মাহির মুখ থেকে এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি। এখন এটাই দেখার বিষয় পরের মরশুমেও ধোনিকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যায় কিনা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)