বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: মাত্র ৩ রানে গিলের ললিপপ ক্যাচ ফস্কালেন চাহার, 'শাস্তি' মিলল ৩৬ রানের- ভিডিয়ো

IPL 2023: মাত্র ৩ রানে গিলের ললিপপ ক্যাচ ফস্কালেন চাহার, 'শাস্তি' মিলল ৩৬ রানের- ভিডিয়ো

ক্যাচ মিস করার মুহূর্তে চাহার। ছবি- টুইটার 

অনেক আগেই ফিরে যেতে পারতেন শুভমন গিল। কিন্তু তা হল না। সহজ ক্যাচ মিস করলেন দীপক চাহার।

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। আইপিএল ফাইনালে নামার আগে পর্যন্ত তিনটি শতরান করে ফেলেছেন তরুণ এই ব্যাটার। কমলা টুপির মালিক তিনি। এই মুহূর্তে বিপক্ষ দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন গিল। চূড়ান্ত ফর্মে থাকা সেই গিলের ক্যাচই ফেলে দিলেন দীপক চাহার।

এমনটাই হয়েছেন এদিন। সোমবার রিজার্ভ ডে'তে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস। আর এই ফাইনালে প্রথমে টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। গুজরাটের হয়ে প্রথমে ওপেন করতে নামেন শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে বল হাতে ওপেন করেন দীপক চাহার। প্রথম ওভারে খুব একটা বেশি রান তুলতে পারেনি গুজরাটের ব্যাটাররা। মাত্র ৪ রান সংগ্রহ করে তারা।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপাণ্ডে। সেই ওভারের চতুর্থ বলে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকে দীপক চাহারের হাতে ক্যাচ তুলে দেন গিল। কিন্তু লো ক্যাচ হওয়ায় তা ধরতে পারেননি চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। ক্যাচ মিস করায় হতাশ হয়ে পড়েন তিনি। ক্যাচটি যে একেবারেই সহজ ছিল তা একেবারেই বলা যাবে না। আবার এটাও বলা যাবে না, ক্যাচটি খুবই কঠিন ছিল।

কিন্তু সে যাই হোক গিলের ক্যাচ মিস করে বেশ চাপে পড়ে যান তিনি। কারণ এই মুহূর্তে গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে তাঁকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল সিএসকের কাছে। কিন্তু ক্যাচ মিস করার সেই সুযোগ হাতছাড়া হয় ধোনির দলের কাছে। সেই সঙ্গে এই ক্যাচ মিস করায় বেশ চাপে রয়েছে সিএসকে। যদি এই ম্যাচে বড় রান করেন গিল তাহলে অবশ্যই চেন্নাই সমর্থকদের কাছে ভিলেন হয়ে যাবেন দীপক চাহার। তবে গিল ২০ বলে ৩৯ রান করে ফিরে যান। 

তবে এই ক্যাচ মিস করায় অবশ্যই খুশি হয়েছেন গুজরাট টাইটানসের সমর্থকরা। কারণ গিল যদি আউট হয়ে ফিরে যেতেন তাহলে সমস্যায় পড়তে হত গুজরাট টাইটানসকে। সেদিক থেকে দেখতে গেলে চাহার ক্যাচ মিস করায় স্বস্তিতে গুজরাটের সমর্থকরা।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন