বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: মাত্র ৩ রানে গিলের ললিপপ ক্যাচ ফস্কালেন চাহার, 'শাস্তি' মিলল ৩৬ রানের- ভিডিয়ো

IPL 2023: মাত্র ৩ রানে গিলের ললিপপ ক্যাচ ফস্কালেন চাহার, 'শাস্তি' মিলল ৩৬ রানের- ভিডিয়ো

ক্যাচ মিস করার মুহূর্তে চাহার। ছবি- টুইটার 

অনেক আগেই ফিরে যেতে পারতেন শুভমন গিল। কিন্তু তা হল না। সহজ ক্যাচ মিস করলেন দীপক চাহার।

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। আইপিএল ফাইনালে নামার আগে পর্যন্ত তিনটি শতরান করে ফেলেছেন তরুণ এই ব্যাটার। কমলা টুপির মালিক তিনি। এই মুহূর্তে বিপক্ষ দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন গিল। চূড়ান্ত ফর্মে থাকা সেই গিলের ক্যাচই ফেলে দিলেন দীপক চাহার।

এমনটাই হয়েছেন এদিন। সোমবার রিজার্ভ ডে'তে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস। আর এই ফাইনালে প্রথমে টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। গুজরাটের হয়ে প্রথমে ওপেন করতে নামেন শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে বল হাতে ওপেন করেন দীপক চাহার। প্রথম ওভারে খুব একটা বেশি রান তুলতে পারেনি গুজরাটের ব্যাটাররা। মাত্র ৪ রান সংগ্রহ করে তারা।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপাণ্ডে। সেই ওভারের চতুর্থ বলে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকে দীপক চাহারের হাতে ক্যাচ তুলে দেন গিল। কিন্তু লো ক্যাচ হওয়ায় তা ধরতে পারেননি চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। ক্যাচ মিস করায় হতাশ হয়ে পড়েন তিনি। ক্যাচটি যে একেবারেই সহজ ছিল তা একেবারেই বলা যাবে না। আবার এটাও বলা যাবে না, ক্যাচটি খুবই কঠিন ছিল।

কিন্তু সে যাই হোক গিলের ক্যাচ মিস করে বেশ চাপে পড়ে যান তিনি। কারণ এই মুহূর্তে গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে তাঁকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল সিএসকের কাছে। কিন্তু ক্যাচ মিস করার সেই সুযোগ হাতছাড়া হয় ধোনির দলের কাছে। সেই সঙ্গে এই ক্যাচ মিস করায় বেশ চাপে রয়েছে সিএসকে। যদি এই ম্যাচে বড় রান করেন গিল তাহলে অবশ্যই চেন্নাই সমর্থকদের কাছে ভিলেন হয়ে যাবেন দীপক চাহার। তবে গিল ২০ বলে ৩৯ রান করে ফিরে যান। 

তবে এই ক্যাচ মিস করায় অবশ্যই খুশি হয়েছেন গুজরাট টাইটানসের সমর্থকরা। কারণ গিল যদি আউট হয়ে ফিরে যেতেন তাহলে সমস্যায় পড়তে হত গুজরাট টাইটানসকে। সেদিক থেকে দেখতে গেলে চাহার ক্যাচ মিস করায় স্বস্তিতে গুজরাটের সমর্থকরা।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি কে প্রথম কাছে এসেছি শেষ হওয়ার জল্পনা তুঙ্গে, মোহনা বললেন, 'ভাবতেই পারিনি...' England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.