বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > পারফরম্যান্স না করলে দল থেকে দীনেশ কার্তিককে বাদ দিতে হবে- ইরফান পাঠান

পারফরম্যান্স না করলে দল থেকে দীনেশ কার্তিককে বাদ দিতে হবে- ইরফান পাঠান

দীনেশ কার্তিকের ফর্ম নিয়ে এটা কী বললেন ইরফান পাঠান  

প্লে অফে যেতে গেলে ‘ফিনিশার’ দীনেশ কার্তিকের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁর স্পষ্ট বক্তব্য শেষ কয়েকটি ম্যাচে দীনেশ কার্তিক রান না পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রথম একাদশ থেকে বসানো হোক তাঁকে।

শুভব্রত মুখার্জি: ২০২২ সালের আইপিএল-এ অনবদ্য ফর্মে ছিলেন ভারতের প্রবীন এবং অভিজ্ঞ কিপার ব্যাটার দীনেশ কার্তিক। তার সুফলও পেয়েছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপের দলেও তাঁকে সুযোগ দিয়েছিল বিসিসিআই। তবে ব্যাট হাতে একেবারেই সফল হননি তিনি। চলতি আইপিএলেও বদলায়নি চিত্র। এখন পর্যন্ত ব্যাট হাতে সাফল্য পাননি দীনেশ কার্তিক। অন্যদিকে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে করে আরসিবি প্লে অফের লড়াইতে এখনও টিকে রয়েছে। প্লে অফে যেতে গেলে ‘ফিনিশার’ দীনেশ কার্তিকের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁর স্পষ্ট বক্তব্য শেষ কয়েকটি ম্যাচে দীনেশ কার্তিক রান না পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রথম একাদশ থেকে বসানো হোক তাঁকে।

আরও পড়ুন… বিরাট-গম্ভীরের লড়াইয়ে খুশি নন সুনীল গাভাসকর, দুই তারকাকে সাসপেন্ড করার সাওয়াল করলেন

রীতিমতো চাঁচাছোলা ভাষায় দীনেশ কার্তিকের পারফরম্যান্সকে আক্রমণ করেছেন পাঠান। প্রতিটি ম্যাচে তাঁর পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করার পরে ইরফান পাঠান সরাসরি আক্রমণ করেছেন কার্তিককে। চলতি মরশুমে নটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে আরসিবির। যার মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে আরসিবি। আর হার হয়েছে চারটি ম্যাচে। ইরফান পাঠানের মতে আরসিবির মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কারণেই এই চারটি ম্যাচে হারতে হয়েছে আরসিবিকে। যার দায় গিয়ে বর্তায় স্বয়ং দীনেশ কার্তিকের উপরেও। ফ্যাফ ডু'প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল দুজনেই টপ অর্ডারে অনবদ্য ফর্মে রয়েছেন।

আরও পড়ুন… বেগুনি টুপির দৌড়ে শীর্ষে উঠলেন ভারতের অভিজ্ঞ পেসার, কমলা টুপির রেসে এগিয়ে এই ওপেনাররা

কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে আগে পর্যন্ত আরসিবির মিডল অর্ডার (৪-৭) মাত্র ৪০৪ রান করেছিল। গড় মাত্র ২০.২০। চলতি আইপিএলে এর থেকেও খারাপ পারফরম্যান্স রয়েছে দিল্লির। তাদের মিডল অর্ডারের গড় ১৬.৬। আরসিবির করা ৪০৪ রানের মধ্যে সাত ম্যাচে দীনেশ কার্তিক করেছেন মাত্র ৮৩ রান। গড় ১৩.৮৩। চলতি আইপিএলে মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে যা অন্যতম জঘন্য পারফরম্যান্স।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বিষয়টি নিয়ে বলতে গিয়ে ইরফান পাঠান বলেন, ‘যখন কেজিএফ (কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ফ্যাফ ডু'প্লেসি) ব্যর্থ হবে তখন আরসিবিকে একটা উপায় খুঁজে বের করতে হবে ভালো পারফরম্যান্স করার। কেজিএফ এখনও পর্যন্ত খারাপ সময় থেকে আরসিবিকে টেনে তুলেছে। তবে দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরররা একেবারেই ফর্মে ছিলেন না। আরসিবির মিডল অর্ডারকে খুব দুর্বল দেখাচ্ছিল। যতকটা ম্যাচে (চলতি মরশুমে) ব্যাট করেছে দীনেশ কার্তিক কোন ম্যাচেই রান করতে পারেননি। দল কিন্তু বড় রান তাড়া করার সময়ে দীনেশ কার্তিকের উপর নির্ভর করে। ও পারফরম্যান্স না করলে দল থেকে ওঁকে বাদ দিতে হবে। RCB ম্যানেজমেন্টকে তাদের ব্যাটিংয়ের এই দুর্বলতা কিন্তু অবশ্যই ঢাকতে হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন