বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: স্টেডিয়ামের বাইরে হাঁটু জল ভেঙে বাড়ি ফেরা হতাশ দর্শকদের দেখে মন কাঁদল হেডেনের

GT vs CSK, IPL 2023 Final: স্টেডিয়ামের বাইরে হাঁটু জল ভেঙে বাড়ি ফেরা হতাশ দর্শকদের দেখে মন কাঁদল হেডেনের

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে পুরো জল থইথই দশা।

রবিবার আমদাবাদের স্টেডিয়ামে বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা। কিন্তু খেলা না হওয়ায় দর্শকেরা নিজেদের গন্তব্যের পথ ধরে। তবে স্টেডিয়ামের বাইরে পুুরো জল থইথই অবস্থা। জমা জল ভেঙে কষ্ট করে ফিরতে হচ্ছিল দর্শকদের। যা থেকে খারাপ লেগেছে ম্যাথু হেডেনের। 

নাগাড়ে মুষলধারে বৃষ্টি। রবিবার রাতে শুরুই করা গেল না ২০২৩ আইপিএল ফাইনাল। সোমবার রিজার্ভ ডে-তেই‌ আইপিএলের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। রাত সাড়ে ন'টার মধ্যে খেলা শুরু করতে পারলে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ হত। তার পর খেলা শুরু হলে ওভার কাটা যেত। শেষপর্যন্ত রাত ১২.০৬ মিনিটে খেলা শুরু করা গেলেও অন্তত ৫ ওভারের ম্যাচ হত। কিন্তু বৃষ্টি না থামায় শুরু করাই গেল না আইপিএলের ফাইনাল ম্যাচ। যে ম্যাচটি হওয়ার কথা গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে।

রবিবার ব্যর্থ মনোরথে বাড়ির পথ ধরতে হল হতাশ দর্শকদের। এ দিন টাইটান্সের সমর্থকদের পাশাপাশি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য গলা ফাটাতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়েছিল বহু সমর্থকই। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেছিলেন। অনেকেই ধরে নিয়েছেন, এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকেরা ভিড় করে আসেন স্টেডিয়ামে। গুজরাট টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এ বারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে ম্যাচ হয়তো ভাসবে না

কিন্তু রবিবার আমদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা। কিন্তু খেলা না হওয়ায় তাঁরা নিজেদের গন্তব্যের পথ ধরে। তবে স্টেডিয়ামের বাইরে পুুরো জল থইথই অবস্থা। জমা জল ভেঙে কষ্ট করে ফিরতে হচ্ছিল দর্শকদের। যা থেকে খারাপ লেগেছে ম্যাথু হেডেনের। তিনি সেই ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ গাইস.. বেস্ট ফ্যানস.. আবার দেখা হবে আগামীকাল (সোমবার) জিটি বনাম সিএসকে আইপিএল ২০২৩ ফাইনাল ’। তবে যে সমস্ত দর্শকেরা টিকিট কেটে খেলা দেখতে গিয়েছিল, তারা সেই টিকিট দেখিয়েই সোমবার খেলা দেখতে যেতে পারবেন।

রিজার্ভ ডে -তে খেলা হলেও, সোমবারের আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে ভক্তদের। রিজার্ভ ডে-র পূর্বাভাস অনুযায়ী, সে অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে ম্যাচের সিংহভাগ খেলা হয়ে যাবে। সাড়ে দশটার পর বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ১১ শতাংশ। রাতে হয়তো ২০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৯ মে) হালকা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।

আগে থেকেই রবিবার আমদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল। মাঝে ৮.৪৫ এ বৃষ্টি থেমেছিল। রাত ন'টায় পিচ কভারও তুলে ফেলা হয়েছিল। মাঠে নেমেছিলেন দুই দলের ক্রিকেটাররা। রশিদ খানকে বল হাতেও দেখা যায়। দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। সুপার সপার দিতে মাঠ শুকোনোর কাজও জোরকদমে চলছিল। একটা আশার আলো দেখা গিয়েছিল। কয়েকটা ওভার কমলেও ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই আমার বৃষ্টি শুরু। এর পর আর থামার নাম ছিল না।

আরও পড়ুন: ভারতীয় জার্সিতে ধোনির শেষ ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত, আম্পায়ার ছিলেন রড টাকার, একই চিত্রনাট্য IPL 2023 ফাইনালে

রাত সাড়ে দশটায়ও একটানা বৃষ্টি হচ্ছিল। দুই আম্পায়ার জানান, রাত এগারোটার মধ্যে বৃষ্টি থামলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করার চেষ্টা করা হবে। কারণ মাঠ খেলার যোগ্য করে তুলতে অন্তত এক ঘন্টা লাগবে মাঠ কর্মীদের। কাট অফ টাইমের কিছু আগে বৃষ্টি কমলেও দুই দলই সংক্ষিপ্ত ফাইনাল খেলতে রাজি ছিল না। দুই অধিনায়ক এবং দুই কোচ স্টিফেন ফ্লেমিং ও আশিস নেহরার সঙ্গে কথা বলে খেলা কাল, অর্থাৎ রিজার্ভ ডেতে করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ম্যাচ করার আপ্রাণ চেষ্টা করা হবে। শেষপর্যন্ত সেটা সম্ভব না হলে অন্তত ৫ ওভার করে মোট ১০ ওভার খেলা আয়োজনের চেষ্টা করা হবে। সেটাও না হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটান্স। কেননা নিয়ম মতো লিগ টেবলে যে দলের অবস্থান ভালো, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে। তাই চ্যাম্পিয়ন হবে গুজরাট। কপাল পুড়বে ধোনিদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে ধোনি পছন্দের, তবে T20 WC-এর আগে জাদেজার উপদেশ‌ের জন্য মুখিয়ে আমেরিকার নিসর্গ রবির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! শুনেছেন কি? যদি না-শুনে থাকেন, এখান থেকেই বাজিয়ে নিন শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর, নয়া পরিষেবা চালু রেলের কবে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস, এই দিনটি তাৎপর্য কী বউ নাতাশার সন্তান প্রসবের অপেক্ষা! পাপারাজ্জিদের যন্ত্রণায় মেজাজ হারালেন বরুণ লর্ডস, ওভালের মতো ধর্মশালায় বসানো হয়েছে হাইব্রিড পিচ, এর সুবিধেগুলি কী? ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল T20 WC-এর জন্য চমকহীন দল ঘোষণা আয়ারল্যান্ডের, অধিনায়কের দায়িত্বে পল স্টার্লিং বিলি করা হয় প্রসাদ, ধূপ ধূনোয় পূজিত হন রবি ঠাকুর!

Latest IPL News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.