একজন যথার্থ অল-রাউন্ডার যাঁকে বলে, ঋষি ধাওয়ানের ঠিক তেমনই পারফর্ম্যান্স মেলে ধরছেন চলতি আইপিএলে। ব্যাট হাতে কার্যকরী অবদান রাখতে পারেন ঋষি, সেটা কারও অজানা নয়। অভিজ্ঞ বোলার হিসেবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতেও ওস্তাদ তিনি। তবে তিনি যে দুর্দান্ত ফিল্ডিংও করেন, অনুরাগীদের সেটা স্মরণ করিয়ে দিলেন ধাওয়ান।
মঙ্গলবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাট টাইটানসের শুভমন গিলকে যেভাবে সরাসরি থ্রোয়ে রান-আউট করেন ধাওয়ান, তা এককথায় অনবদ্য। তিনি যেখান থেকে বল ছোঁড়েন, একটি মাত্র স্টাম্প দেখা যাচ্ছিল। তাতেই নিখুঁত নিশানায় বল স্টাম্পে লাগিয়ে দেন ঋষি। ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য না নিয়েই সরাসরি আঙুল তুলে দেন।
ইনিংসের ২.১ ওভারে রান-আউট হয়ে বোলার সন্দীপ শর্মার উপরে ক্ষেপে যান গিল। আসলে রান নেওয়ার সময় গিলের পথে বাধা হয়ে দাঁড়ান সন্দীপ, এমনটাই মনে করেন ব্যাটসম্যান। যদিও টেলিভিশন রিপ্লেতে পরিস্কার বোঝা গিয়েছে যে, বল করার পরে সন্দীপ শর্মা পিচের একেবারে প্রান্তে দাঁড়িয়েছিলেন। তাঁর চোখ ছিল ফিল্ডারের দিকে।
সুতরাং, ইচ্ছাকৃতভাবে যে সন্দীপ গিলের পথে বাধা হয়ে দাঁড়াননি, সেটা নিশ্চিত। তাই সে যাত্রায় আউট হয়ে মাঠ ছাড়তে হয় শুভমনকে। তবে সাজঘরে ফেরার সময় রাগে গড়গড় করেত থাকেন শুভমন। সন্দীপ শর্মার সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।