অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি বলেছেন,সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হওয়া উচিত হার্দিক পান্ডিয়ার। আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে পান্ডিয়া যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তাতে মুগ্ধ হয়েছেন মনোজ তিওয়ারি। এই কারণেই তিনি মনে করেন টি টোয়েন্টি ফর্ম্যাটে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়া উচিত হার্দিক পান্ডিয়ার।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট ফ্র্যাঞ্চাইজি পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেই রয়েছে দলটি। এই সময়ে দলকে অভিজ্ঞ নেতার মতো নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিনি ব্যাট এবং বল উভয়ের সাথেই দুর্দান্ত খেলা দেখিয়েছেন এবং ফিল্ডিংয়েও দুর্দান্ত কাজ করেছেন। অধিনায়কত্ব পাওয়ার পর মনে হচ্ছে অনেক পরিণত খেলোয়াড় হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার এই গুণে মনোজ তিওয়ারি বেশ মুগ্ধ হয়েছেন। নিজের টুইটারে প্রতিক্রিয়া দিয়ে তিনি জানিয়েছেন,‘সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবেন বা সেই দৌড়ের খেলোয়াড় কারা তা নিয়ে যদি কখনও কোনও বিতর্ক হয় তবে তা অবশ্যই হার্দিক পান্ডিয়া থাকবেন। এই আইপিএলের সময় আমি যা দেখেছি তাতে আমি তাঁর অধিনায়কত্বে খুব মুগ্ধ হয়েছি।’
বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া দারুণ পারফর্ম করেছেন। প্রথম ব্যাটিংয়ের সময়তিনি মাত্র ৫২ বলে ৮৭ রানের একটি দ্রুত ইনিংস খেলেন। হার্দিকের এই ইনিংসের ফলে তার দল একটি বড় স্কোর তৈরি করে। এরপর বোলিংয়েও ২.৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। সেই সঙ্গে ফিল্ডিং-এও নজর কেড়েছেন। দুর্দান্ত রান আউটও করেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।