আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ আইপিএল-এর ৪৪ ত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে হোস্ট দল গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে হার্দিকের গুজরাটের সামনে ১৩১ রানের টার্গেট দিয়েছিল ওয়ার্নারের দিল্লি। কিন্তু এই টার্গেটটি গুজরাট টিম তুলতে ব্যর্থ হয়। যদিও এই দলে সাত জন ব্যাটসম্যান ছিল। এমনকি তিন নম্বরে ব্যাট করা হার্দিক পান্ডিয়াও হাফ সেঞ্চুরি করেছিলেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ফিরলেও দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেননি গুজরাট টাইটানসের অধিনায়ক। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হারতে হয়েছিল গুজরাট দলকে। তবে ম্যাচের পর এই হারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন… ঠিক কী হয়েছে লিটনের? নাইটদের শিবির ছাড়ার পর এবার বাংলাদেশ দলের সঙ্গেও ইংল্যান্ডে গেলেন না
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ম্যাচের পরে উপস্থাপনায় বলেছেন, ‘(শেষ ওভারে) আমরা যে কোনও দিন এই লক্ষ্য অর্জন করতে পারি। শেষ পর্যন্ত মাত্র কয়েকটি উইকেট পড়েছিল এবং ম্যাচটি অন্য দিকে মোড় নেয়, কিন্তু রাহুল (তেওয়াতিয়া) আমাদের ম্যাচে ফিরিয়ে দিয়েছিলেন। শেষ ম্যাচে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা হতে পারেনি। আমরা মাঝখানে কিছু বড় ওভার খেলার চেষ্টা করছিলাম, কিন্তু ছন্দ খুঁজে পাচ্ছিলাম না। এটা অভিনবের (মনোহর) জন্যও নতুন ছিল এবং এটা নির্ভর করেছিল আমার উপর, আমি কীভাবে খেলাটা শেষ করি তার উপর। সেটা আমি করতে পারিনি। এর পুরো কৃতিত্ব বোলারদের। এবং ম্যাচ হারার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি ম্যাচটি শেষ কতে পারিনি।’
আরও পড়ুন… এক নম্বর বনাম ১০ নম্বরের লড়াই- দেখে নিন GT vs DC ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
তিনি আরও বলেন, ‘এই পরাজয়ের সম্পূর্ণ দায় আমি নেব। ম্যাচটি আমিই শেষ করতে পারিনি। উইকেট ভালো ছিল, এটা চাপের উইকেটও ছিল। তারা সত্যিই ভালো বোলিং করেছে, আমরা ১০ ওভারে ৮০ রান করতাম। শেষে এসে রাহুল (১৯তম ওভারের শেষ তিন বলে তিনটি ছক্কা) আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল, অন্যথায় তারা অনেকটা এগিয়ে ছিল। আমরা এই খেলাটি হেরেছি কারণ আমি আমার ছন্দ খুঁজে পাইনি।’ হার্দিক পান্ডিয়া এই ম্যাচে ৫৩ বলে ৭টি চারের সাহায্যে ৫৯ রান করেন। তবে শেষ ওভারে তিনি মাত্র দুটি বল খেলতে পারেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
একইসঙ্গে এই ম্যাচে ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ শামি। এই বিষয়ে হার্দিক বলেন, ‘আমি তার জন্য দুঃখিত, আপনি যদি এমন বোলিং করেন এবং অন্য দলকে ১৩০ রানে আটকে রাখেন এবং তারপরও জিততে না পারেন, তাহলে ব্যাটসম্যানরা আপনাকে হতাশ করেছে। আমি মনে করি না যে উইকেট খুব একটা বেশি কিছু করেছে, এটার সম্পূর্ণ কৃতিত্ব তাকেই দিতে হবে। এখনও অনেক ম্যাচ বাকি, এই খেলা থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। এই সব ঘটতে থাকে, এটাই আইপিএলের সৌন্দর্য। আমরা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে আছি, কিন্তু আমাদের এখনও ভালো ক্রিকেট খেলতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।