ভাগ্য পরিবর্তনের আশায় বদলেছে নাম, মিলবে কি তার ফলে? ১২ তারিখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছরের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। তার আগেই অধিনায়ককে সবরকম সাহায্যের অঙ্গীকার দিয়ে রাখলেন মইজেস হেনরিকস।
দু'বার ফাইনালে পৌঁছেও আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গিয়েছে প্রীতি জিন্টার দলের। গত মরশুমে শুরুটা ভালো করেও শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে ব্যর্থ হয় তারা। ট্রফি জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী দল তৈরি করেছে পঞ্জাব। হেনরিকসের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে তাদের দলে, যাঁর নেতৃত্বে সিডনি সিক্সার্স টানা দ্বিতীয়বার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয়েছে এবছর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাহুলকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়ে দিলেন হেরনিকস।
৩৪ বছর বয়সী অজি তারকা বলেন, 'দলের প্রয়োজনে মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে থেকে, রাহুলকে সবসময় সাহায্যের জন্য আমি তৈরি। অধিনায়ক হওয়া মানে সব দায়িত্ব একাই পালন করতে হবে, এমন কোনও কথা নেই। সিক্সার্স দলে আরও দশজন ভালো ক্রিকেটার সব পরিস্থিতিতে আমাকে সাহায্য করেছে। আমিও একইভাবে রাহুলের পাশে দাঁড়াতে চাই। দলকে যে কোনওভাবে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।'
ম্যাচ জয়ের ক্ষেত্রে ভালো ফিল্ডিংয়ের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন হেনরিকস। টি-টোয়েন্টিতে ফিল্ডংয়ের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় ফিল্ডং খেলার একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ, যেটা নিয়ে বেশি চর্চা করা হয় না। মাঠে ফিল্ডিং করার সময় আপনি যদি পাঁচ থেকে দশ রান বাঁচান, তাহলে তা ম্যাচের শেষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা কঠিন ক্যাচ, একটা দারুণ রান-আউট ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমার খেলা অনেক দলগুলিই এই বিভাগে বেশ ভালো।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।