নিলামে নিজের নাম রেজিস্টার করলেন ৩৯ বছরের এস শ্রীসন্ত। নিজের বেস প্রাইস ঠিক করেছেন ৫০ লক্ষ টাকা। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর মেগা নিলাম। এবার আইপিএলে মোট ১০ টি দল অংশ নেবে। মেগা নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে কেরলের ফাস্ট বোলার এস শ্রীসন্তের নামও রয়েছে। নিজের নাম রেজিস্টার করেছেন ভারতের এক সময়কার পেস বোলার। শ্রীসন্ত তার বেস প্রাইস রেখেছেন ৫০ লাখ টাকা। দুই দিনের মেগা নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার বিড করবেন। কিছু বড় খেলোয়াড়ও আইপিএলের ১৫ তম মরশুমের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। ৫৯০ জন খেলোয়াড়ের মধ্যে, ২২৮ জন খেলোয়াড় ক্যাপ করা হয়েছে, যখন ৩৫৫ জন খেলোয়াড় আনক্যাপড। সাতজন খেলোয়াড় সহযোগী দেশ থেকে নিলামে অংশ নেবেন।
তবে এই তালিকায় নিজের নাম রেজিস্টার করে চমকে দিয়েছিলেন শ্রীসন্ত। তবে এখন কোনও ফ্র্যাঞ্চাইজি শ্রীসন্তের প্রতি আগ্রহ দেখাতেই নিলামের তালিকায় নাম উঠেছে শ্রীসন্তের। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন শ্রীসন্ত। স্পট ফিক্সিং মামলায় নিষিদ্ধ হওয়ার পরে আর শ্রীসন্তকে আইপিএল-এর আসরে দেখা যায়নি। শ্রীসন্ত ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে মোট চুয়াল্লিশটি আইপিএল ম্যাচ খেলেছিলেনন এবং এই সময়ে তিনি ৮.১৪ ইকোনমি রেটে রান দিয়ে মোট চল্লিশটি উইকেট নিয়েছেন। আইপিএলে বিতর্ক নিয়ে শ্রীসন্তের দীর্ঘ ইতিহাস রয়েছে। আইপিএলের প্রথম মরশুমে, শ্রীসন্ত পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন (তখন কিংস ইলেভেন পঞ্জাব)। এরপরে একটি ম্যাচে হরভজন সিং তাকে চড় মারেন, যা নিয়ে অনেক বিতর্ক হয়।
এরপর স্পট ফিক্সিং মামলায় জড়িয়ে পড়েন শ্রীসন্ত। এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। সাত বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শ্রীসন্ত এবং এখন আইপিএলে ফিরতে মরিয়া তিনি। এখন দেখতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে কোন দল এস শ্রীসন্তের উপর বাজি ধরে।