মুম্বই ইন্ডিয়ান্স যেমনই পারফরম্যান্স করুক, তাদের তরুণ ব্যাটার তিলক বর্মা কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছেন। যাঁকে এ বার আইপিএল মরশুমের অন্যতম প্রতিভা বলে দাবি করা হচ্ছে। সেই তিলক র্বমা বলেছেন, অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ পাওয়াটা তাঁকে ভালো পারফরম্যান্স করতে আত্মবিশ্বাসী দিয়েছে। তিলক বর্মা এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৯ ম্যাচে মোট ৩০৭ রান করেছেন।
যদিও এই মরশুমে পাঁচ বারের চ্যাম্পিয়নরা সবচেয়ে খারাপ ফর্মে রয়েছে। তারা ৯ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে। তাও টানা ৮ ম্যাচে হারের পর একটি জয় এসেছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে ওঠারও আর কোনও সম্ভাবনা নেই।
তিলক বর্মা অবশ্য রোহিতের নেতৃত্বে খেলে উচ্ছ্বসিত। মুম্বইয়ের মিডিয়া টিমকে তিনি বলেছেন, ‘আমি সব সময় রোহিত ভাইকে পছন্দ করতাম, তাই ওঁর কাছ থেকে ক্যাপ পাওয়া সত্যিই আমাকে উজ্জীবিত করেছিল এবং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
রোহিতের একটি ছোট্ট টিপসও তিলক বর্মাকে উজ্জীবিত করেছে। আর সেই টিপসটি হল, ‘খেলা উপভোগ করো।’
আরও পড়ুন: সাফল্যের খোঁজে ৯ বছর বাড়ি যাননি, IPL-র পর অবশেষে ঘরে ফিরবেন MI তরুণ
তিলক বলেছেন, ‘উনি (রোহিত) আমাকে সব সময়ে বলতে থাকেন, যে কোনও পরিস্থিতিতে আমার চাপ নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, তুমি যে ভাবে খেলাটা উপভোগ করো, সে ভাবে খেলো। উনি বলতেন, তুমি তরুণ, এটাই উপভোগ করার সময়ে। উপভোগ করতে না পারলে খেলাটা হারিয়ে যাবে। সুতরাং যত বেশি সম্ভব খেলাটা উপভোগ করে খেলতে হবে। তা হলেই পজিটিভ বিষয়গুলি ঘটবে। খারাপ দিন যেমন আসবে, ভালো দিনও আসবে।’
এর সঙ্গেই তিলক যোগ করেছেন, ‘ওঁর এই কথাগুলি আমি সারা জীবন মনে রাখব। এবং এই কথাগুলি মেনে আমি সাফল্যও পাচ্ছি। আমি যদি শুরুটা ভালো করে থাকি, সেটা ওঁর কারণেই।’
তিলক বর্মা আরও বলেছিলেন যে দলের প্রধান কোচ এবং প্রাক্তন শ্রীলঙ্কার তারকা মাহেলা জয়াবর্ধনেও তাঁকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়েছেন। তিলকের দাবি, ‘উনি (জয়বর্ধনে) আমার সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ দেন। যদি আমি একটি ভালো শট খেলার পরেও আউট হয়ে যাই, তবে তিনি আমাকে পরের ম্যাচে একই শট খেলা থেকে নিজেকে বিরত না করতে বলেন। কারণ সেটি আমার স্কোরিং শট। তিনি বলেন, তুমি এই শটে আউট হতেই পারো, তবে এটা থেকেও তুমি রানও পাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।