বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: CSK-র বিরুদ্ধে RR-কে জিতিয়ে বিশেষ সেলিব্রেশনের রহস্য খোলসা করলেন অশ্বিন

IPL 2022: CSK-র বিরুদ্ধে RR-কে জিতিয়ে বিশেষ সেলিব্রেশনের রহস্য খোলসা করলেন অশ্বিন

সিএসকের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে অশ্বিনের সেলিব্রেশন। ছবি- পিটিআই। (PTI)

সিএসকের বিরুদ্ধে বল হাতে এক উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৪০ রান করে রাজস্থানকে জেতান অশ্বিন।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতে রাজস্থান রয়্যালস লিগ তালিকায় দুইয়ে শেষ করেছে। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যাট-বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩ বলে ৪০ রান করেন অশ্বিন।

দুইয়ে শেষ করায় ফাইনালে পৌঁছনোর দুইবার যাওয়ার সুযোগ পাবে রাজস্থান। সেই কারণেই এই জয়টা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অশ্বিন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। ম্যাচ জিতে (গ্রুপ পর্ব) শেষ করা এবং দুইবার সুযোগ পাওয়ার অবকাশ তৈরি করাটা গুরুত্বপূর্ণ ছিল।’ পাশাপাশি নিজের ব্যাটিং দৌরাত্ম্যের জন্য কিন্তু ম্যানেজমেন্টেরই প্রশংসা করছেন অশ্বিন। ‘মরশুম শুরুর আগে আমার সঙ্গে (ম্যানেজমেন্টের) কথোপকথনটা একেবারে পরিস্কার ছিল। আমায় কোন বিষয়ে কাজ করতে হবে, দলে আমার ভূমিকা কী হবে, তা সাফ বলে দেওয়া হয়েছিল। আমি অনুশীলন ম্যাচগুলোয় ওপেনও করি। আমায় বলা হয়েছিল আমি পাওয়ার প্লেতে ব্যাট করব, ডেথ ওভারে নয়।’

ব্যাট হাতে বেশ প্রভাবিত করলেও, বল হাতে কিন্তু অশ্বিন খুব বেশি উইকেট পাননি। এ মরশুমে তাঁর উইকেট সংখ্যা ১১। এই বিষয়ে অবশ্য তাঁর স্পষ্ট কথা, ‘টি-টোয়েন্টিতে উইকেটের পিছনে ধাওয়া করা চলে না। আমায় ব্যাটারদের ঝুঁকি নিতে বাধ্য করতে হবে এবং অনেক সময়ই তারা এমনটা করে না। আবার অনেক সময় অপরদিকের (তাঁর সঙ্গে যে স্পেল করছে) কথা মাথায় রেখে বল করতে হয়। আমি খেলাটাকে বেশ ভালভাবে বুঝি এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করি।’ দলকে ম্যাচ জিতিয়ে এদিন অশ্বিনের সেলিব্রেশনটাও কিন্তু সকলের নজর কেড়েছে। এ বিষয়ে অশ্বিন জানান, ‘আমি নিজের ভিতরের ডেভিড ওয়ার্নারকে জাগিয়ে তুলেছিলাম।’

বন্ধ করুন