আইপিএলের নতুন মরশুমের শুরুটা মন্দ হয়নি লখনউ সুপার জায়ান্টসের। নিজেদের প্রথম ৫টি ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নিয়েছেন লোকেশ রাহুলরা। টুর্নামেন্টের ২৩টি ম্যাচের পরে লখনউ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়।
সুতরাং, এমনিতেই দাপুটে ক্রিকেট উপহার দিচ্ছে লখনউ সুপার জায়ান্টস। তার উপর বাকি টুর্নামেন্টে তাদের শক্তি আরও বাড়তে চলেছে নিশ্চিত। কেননা চোট সারিয়ে দলে ফিরছেন বাঁ-হাতি পেসার মহসিন খান।
কাঁধের চোটের জন্য টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলিতে লখনউয়ের হয়ে মাঠে নামতে পারেননি মহসিন, যিনি গত মরশুমে দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার ছিলেন। গতবছর মাত্র ৯টি ম্যাচে মাঠে নেমে ১৪টি উইকেট দখল করেন মহসিন। ২৪ বছরের বাঁ-হাতি পেসারকে লখনউ ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২২-এর নিলাম থেকে ২০ লক্ষ টাকায় দলে নেয়। সঙ্গত কারণেই নতুন মরশুমের জন্য তাঁকে স্কোয়াডে ধরে রাখেন লোকেশরা।
এমনিতেই লখনউয়ের স্কোয়াডে আবেশ খান, জয়দেব উনাদকাট, মার্ক উড, মহসিন খান, নবীন উল হকের মতো তারকা পেসারদের শক্তিশালী একটা পুল রয়েছে। তার উপর ক'দিন আগেই তারা চোট পেয়ে ছিটকে যাওয়া মায়াঙ্ক যাদবের বদলি হিসেবে দলে নেয় হিমাচলপ্রদেশের ডানহাতি পেসার অর্পিত গুলেরিয়াকে। এবার মহসিন ফিট হয়ে ওঠায় লোকেশ রাহুলদের আত্মবিশ্বাসও বাড়বে নিশ্চিত।
আইপিএল ২০২৩-র প্রথম পাঁচ ম্যাচে লখনউয়ের পারফর্ম্যান্স:-
১. ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়ে দেয়।
২. অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১২ রানে পরাজিত হয়।
৩. ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে পরাজিত করে।
৪. অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১ উইকেটে হারিয়ে দেয়।
৫. নিজেদের ডেয়ার পঞ্জাব কিংসের কাছে ২ উইকেটে হেরে যায়।
লখনউ সুপার জায়ান্টসের পরিবর্তিত স্কোয়াড:- আয়ূষ বাদোনি, লোকেশ রাহুল, কাইল মায়ের্স, মনন ভোরা, ড্যানিয়েল স্যামস, দীপক হুডা, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, প্রেরক মানকড়, রোমারিও শেফার্ড, স্বপ্নিল সিং, নিকোলাস পুরান, কুইন্টন ডি'কক, অমিত মিশ্র, অর্পিত গুলেরিয়া, আবেশ খান, জয়দেব উনাদকাট, মার্ক উড, মহসিন খান, নবীন উল হক, রবি বিষ্ণোই, যশ ঠাকুর ও যুধবীর সিং।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।