২০২২ আইপিএল মেগা নিলামে মোট ২৪ জন ক্রিকেটারের জন্য ৮৯.০৫ কোটি টাকা খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাদের পকেটে এখনও ৯৫ লক্ষ টাকা রয়েছে। ৮৯.০৫ কোটি টাকায় তারা ১৬ জন ভারতীয় ও ৮ জন বিদেশি ক্রিকেটারকে কিনেছে। চলুন দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের প্লেয়ার তালিকা।
১) সঞ্জু স্যামসন ১৪ কোটি টাকা
২) জশ বাটলার ১০ কোটি টাকা
৩) যশস্বী জসওয়াল চার কোটি টাকা
৪) রবিচন্দ্রন অশ্বিন ৫ কোটি টাকা
৫) ট্রেন্ট বোল্ট ৮ কোটি টাকা
৬) শিমরন হেতমায়ের ৮ কোটি ৫০ লক্ষ টাকা
৭) দেবদূত পাডিক্কাল ৭ কোটি ৭৫ লক্ষ টাকা
৮) প্রসিধ কৃষ্ণ ১০ কোটি টাকা
৯) যুজবেন্দ্র চাহাল ৬.৫০ কোটি টাকা
১০) রিয়ান পরাগ ৩ কোটি ৮০ লক্ষ টাকা
১১) কেসি কারিয়াপ্পা ৩০ লক্ষ টাকা
১২) নভদীপ সাইনি ২ কোটি ৬০ লক্ষ টাকা
১৩) ওবেড ম্যাককোয়ে ৭৫ লক্ষ টাকা
১৪) অনুনয় সিংকে ২০ লক্ষ টাকা
১৫) কুলদীপ সেন ২০ লক্ষ টাকা
১৬)করুণ নায়ার ১ কোটি ৪০ লক্ষ টাকা
১৭) ধ্রুব জুরেল ২০ লক্ষ টাকা
১৮) তেজস বরোকা ২০ লক্ষ টাকা
১৯) কুলদীপ যাদব ২০ লক্ষ টাকা
২০) শুভম গারওয়াল ২০ লক্ষ টাকা
২১) জিমি নিশাম ১ কোটি ৫০ লক্ষ টাকা
২২) ন্যাথন কুল্টার-নাইল ২ কোটি টাকা
২৩) রাসি ভ্যান ডার দাসেন ১ কোটি টাকা
২৪) ডারিল মিচেল ৭৫ লক্ষ টাকা