একটা সময় ইডেন গার্ডেন্সই তাঁর ‘হোম গ্রাউন্ড’ ছিল। কিন্তু ২০২২ সালের মেগা নিলামের আগে তাঁকে ‘রিটেন’ করেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাতে যে হতাশ হয়েছেন, তা একাধিকবার হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু শনিবার ইডেনে কেকেআরকে হারানোর পর শুভমন যে পোস্ট করলেন, তাতে চটলেন নাইট সমর্থকরা। তাঁরা দাবি করলেন যে কেকেআরকে অসম্মান করেছেন গিল। অথচ এই কেকেআরই গিলকে আইপিএলের দুনিয়ায় নিয়ে এসেছিল। তাঁকে একটি মঞ্চ দিয়েছিল। আজ শুভমন যে ‘গিল’ হয়েছেন, সেটার পিছনে কেকেআরের অবদানও কম নয়।
কিন্তু শুভমন কী লিখেছেন, যাতে কেকেআরের সমর্থকরা চটে গিয়েছেন? শনিবার ইডেনে কেকেআরকে সাত উইকেটে হারিয়ে দেয় গুজরাট টাইটানস (প্রথম লেগের ম্যাচে হেরেছিল গুজরাট)। ৩৫ বলে ৪৯ রান করেন শুভমন। আবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে গুজরাটের ওপেনার লেখেন, ‘ডে রাইডার্স।’ অনেকের মতে, কলকাতা ‘নাইট রাইডার্স’-কে খোঁচা দিতেই শুভমন ‘ডে রাইডার্স’ লিখেছেন। যে বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি কেকেআরের সমর্থকরা।
তেমনই এক নেটিজেন বলেন, ‘ভালো খেলেছ ভাই। কিন্তু এই অহংকার ঠিক নয়। এটা ভুলে যেও না যে আইপিএলে তোময় প্রথম সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।’ একজন আবার বলেন, 'গিল যে দুটি শব্দ ব্যবহার করেছেন, সেটা এড়িয়ে যাওয়া যেত। গিল যখন গিল ছিলেন না, তখন তাঁকে সুযোগ দিয়েছিল কেকেআর। দুটি বাজে মরশুম সত্ত্বেও তাঁকে সুযোগ দিয়েছিল। গিল আজ যে জায়গায় পৌঁছেছেন, সেটার পিছনে কেকেআরের অবদানও আছেন। কেকেআর গিলের সঙ্গে তখন ছিল, যখন ও কেউ ছিল। সেই দলের প্রতি ন্য়ূনতম শ্রদ্ধা দেখানো উচিত।' একইসুরে একজন বলেন, ‘তুমি যে ইনিংসটা খেলেছ, সেটা দারুণ। কিন্তু ওদের গালিগালাজ করা মোটেও ঠিক নয়।’
কেউ কেউ আবার গিলকে আক্রমণ করতেও ছাড়েননি। তেমনই এক নেটিজেন বলেন, 'কলকাতা নাইট রাইডার্স যদি সুযোগ না দিত, তাহলে কোনও ডাগ-আউটে বসে টাইম-আউটে সতীর্থদের জন্য জল নিয়ে যেতেন।' কেউ কেউ আবার গিলকে 'পরামর্শ'-ও দেন। এক নেটিজেন বলেন, ‘অহংকার ভালো-ভালো খেলোয়াড়দের শেষ করে দেয়।’
আরও পড়ুন: KKR captain on GT loss: 'এরকম ক্যাচ ফেললে আলাদা কোনও ফল হবে না', সুয়াশকে ঝাড় KKR ক্যাপ্টেন নীতীশের
উল্লেখ্য, ২০১৮ সালের আইপিএলের নিলামে শুভমনকে নিয়েছিল কেকেআর। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন। ২০১৮ সালের আইপিএলে ১৩ টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ২০৩ রান। সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪৬.০৪। পরের বছর ১৪ টি ম্যাচে ২৯৬ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১২৪.৩৬। কিন্তু ২০২০ সাল এবং ২০২১ সালে শুভমনের স্ট্রাইক রেট পড়ে গিয়েছিল। ততদিনে নিয়মিত ওপেনার হলেও শুরুটা অত্যন্ত ঢিমেতালে করতে থাকেন। ২০২০ সালে ১৪ টি ম্যাচ ৪৪০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৭.৯৬। ২০২১ সালে ১৭ টি ম্যাচে ৪৭৮ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১১৮.৯।
সেই পরিস্থিতিতে ২০২২ সালের আইপিএলের নিলামের আগে শুভমনকে ছেড়ে দিয়েছিল কেকেআর। চারজনকে ‘রিটেন’ করার সুযোগ ছিল কেকেআরের কাছে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীর পাশাপাশি বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল। বেঙ্কটেশের অল-রাউন্ডার তকমার কারণেই সম্ভবত শুভমনকে ছেড়ে দিয়েছিল কেকেআর। কিন্তু ২০২২ সাল থেকে নিজেকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছেন শুভমন। যা দেখে কেকেআর সমর্থকরাও আক্ষেপ করেন, কেন শুভমনকে ছেড়ে দেওয়া হল?
আরও পড়ুন: KKR vs GT: সহজ ক্যাচ মিস, মাঝের ওভারে ‘টেস্ট’- কোন কোন কারণে GT-র কাছে হারল KKR?
তবে শনিবার শুভমনের পোস্ট দেখার পর এক নেটিজেন বলেন, ‘এই কেকেআর ফ্র্যাঞ্চাইজিই নিলামে তোমায় নিয়ে আইপিএলে প্রথম সুযোগ দিয়েছিল। কিন্তু কেকেআরের সমর্থক এবং তোমার প্রথম ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে তুমি এরকম অহংবোধ তুলে ধরছ? আমার মনে হয়, তোমায় ছেড়ে দেওয়ার জন্য আমাদের আর অনুশোচনা করা উচিত নয়।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।