বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ক্রাচে ভর করে ইংল্যান্ডের রাস্তায় একাই হেঁটে বেড়াচ্ছেন রাহুল

ক্রাচে ভর করে ইংল্যান্ডের রাস্তায় একাই হেঁটে বেড়াচ্ছেন রাহুল

লন্ডনের রাস্তায় কেএল রাহুল।

ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এবার তাঁর ডান থাইয়ে হল অস্ত্রোপচার।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল চলাকালীন থাইয়ে গুরুতর চোট পান কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান। এতটাই গুরুতর ছিল সেই চোট যে, তাঁকে গোটা আইপিএল থেকেই ছিটকে দেয়। পাশাপাশি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যান তিনি। ডাক্তাররা তাঁর চোটের গুরুত্ব বুঝে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সে কথা মেনে ইংল্যান্ডে মাত্র কয়েক দিন আগেই তাঁর অস্ত্রোপচারও হয়েছে। অস্ত্রোপচারের পরে এবার রাহুল‌ চালাচ্ছেন ফিট হওয়ার লড়াই। তার মাঝেই ইংল্যান্ডের রাস্তায় ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেল তাঁকে। সেই ছবি তিনি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: লিভিংস্টোনের অফস্টাম্প উড়িয়ে ফ্লাইং কিস, কাটা ঘায়ে নুনের ছিটে ইশান্তের- ভিডিয়ো

ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এবার তাঁর ডান থাইয়ে হল অস্ত্রোপচার। নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যার মধ্যে একটি ছবিতে ইংল্যান্ডের রাস্তায় ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। ক্যাপশনে রাহুল লিখেছেন ‘আউট অ্যান্ড এবাউট।’

চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রাহুল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অবশেষে তাঁর থাইতে অস্ত্রোপচার করা হয়েছে। ৯ মে অস্ত্রোপচার হয় রাহুলের। অস্ত্রোপচারের পরপরেই ইন্সটাগ্রামে পোস্ট করেন রাহুল। জানান তাঁর শারীরিক অবস্থার কথা। তিনি লিখেছিলেন, ‘সবেমাত্র অস্ত্রোপচার হল। যা সফল হয়েছে। অস্ত্রোপচার সফল এবং আরামদায়ক ভাবে সম্পন্ন করাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই। এখন সুস্থ হওয়ার পথে রয়েছি আমি। নিশ্চিত যে আমি নিজের সেরাটা দেব এবং দ্রুত মাঠে ফিরে আসব।’

আরও পড়ুন: ছেলের জন্যই এখনও খেলছি- পিযূষের বিধ্বংসী পারফরম্যান্সের আসল রহস্য ফাঁস হল এবার

লখনউয়ের একটি হাসপাতালে তাঁর স্ক্যানের রিপোর্ট আসার পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত রাহুলের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে ইশান কিষাণকে।

বন্ধ করুন