বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs GT: ২ বলে দরকার ছিল ১২ রান, জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন তেওয়াটিয়া
উত্তেজক জয় গুজরাটের। ছবি- আইপিএল।

PBKS vs GT: ২ বলে দরকার ছিল ১২ রান, জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন তেওয়াটিয়া

নিশ্চিত শতরান হাতছাড়া করেন শুভমন গিল।

আইপিএল ২০২২-এর প্রথম তিন ম্যাচের ২টি জয় তুলে নিয়ে পঞ্জাব কিংস মুখোমুখি হয় গুজরাট টাইটানসের। যদিও হার্দিক পান্ডিয়াদের কাছে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাদের। সুতরাং মরশুমের প্রথম ৪ ম্যাচের ২টিতে হারের মুখ দেখতে হয় মায়াঙ্ক আগরওয়ালদের। পঞ্জাব আরসিবিকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করে। পরে কলকাতার কাছে হারতে হলেও চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফেরেন মায়াঙ্ক আগরওয়ালরা। এবার গুজরাটের কাছে মাথা নত করে কিংস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টুর্নামেন্টে নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নেয়। প্রথম ম্যাচে তারা হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। পরের ম্যাচে হার্দিকরা জয় তুলে নেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবার শেষ ওভারের থ্রিলারে পঞ্জাব বধ করে গুজরাট।

08 Apr 2022, 11:54:58 PM IST

ম্যাচের সেরা গিল

১১টি চার ও ১টি ছক্কার সাহায়্যে ৫৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ছাড়াও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শুভমন গিল।

08 Apr 2022, 11:32:13 PM IST

জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন তেওয়াটিয়া

জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান দরকার ছিল গুজরাটের। তারা ৪ বলে ৭ রান তোলে। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। ওডিন স্মিথের শেষ দু'টি বলে জোড়া ছক্কা হাঁকিয়ে গুজরাটকে ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া। ২টি ছক্কার সাহায্যে ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে নট-আউট থাকেন ডেভিড মিলার।

08 Apr 2022, 11:25:51 PM IST

পান্ডিয়া রান-আউট

১৯.১ ওভারে রান-আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২৭ রান করেন হার্দিক। গুজরাট ১৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া।

08 Apr 2022, 11:21:55 PM IST

গিল আউট

১৮.৫ ওভারে রাবাদার বলে মায়াঙ্কের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১১টি চার ও ১টি ছক্কার সাহায়্যে ৫৯ বলে ৯৬ রান করে মাঠ ছাড়েন গিল। গুজরাট ১৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ১৯ ওভারে গুজরাটের স্কোর ১৭১/৩। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার পান্ডিয়াদের। হার্দিক ২৭ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 11:13:24 PM IST

১৫০ টপকাল গুজরাট

১৭তম ওভারের শুরুতেই গিলকে স্টাম্প আউটের সুযোগ হাতছাড়া করেন বেয়ারস্টো। পরে জোড়া বাউন্ডারি মারেন হার্দিক। পান্ডিয়ার ক্যাচ ছাড়েন রাবাদা। ১৭ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। গিল ৯২ ও পান্ডিয়া ১৫ রানে ব্যাট করছেন। গিল ১১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

08 Apr 2022, 10:58:37 PM IST

সাই সুদর্শন আউট

১৪.৪ ওভারে রাহুল চাহারের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন সাই সুদর্শন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৫ রান করেন তিনি। গুজরাট ১৩৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ১৫ ওভারে গুজরাটের স্কোর ১৩৪/২। গিল ৮৯ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 10:55:52 PM IST

১৪ ওভারে গুজরাট ১২৮/১

১৪ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ১২৮ রান তুলেছে। সেঞ্চুরির হাতছানি রয়েছেন শুভমন গিলের সামনে। তিনি ৪৮ বলে ৮৪ রান করেছেন। সাই সুদর্শন ২৯ বলে ৩৫ রান করেছেন।

08 Apr 2022, 10:36:16 PM IST

১০০ টপকাল গুজরাট

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল গুজরাট টাইটানস। ১১ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ১০৩ রান। গিল ৩৮ বলে ৬৭ রান করেছেন। ২১ বলে ২৮ রান করেছেন সাই সুদর্শন। গিল ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

08 Apr 2022, 10:23:16 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ৯ ওভারে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৮ রান। গিল ৩২ বলে ৫৮ রান করেছেন। ১৫ বলে ২২ রান করেছেন সাই সুদর্শন।

08 Apr 2022, 10:09:53 PM IST

৬ ওভারে গুজরাট ৫৩/১

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে। ১৯ বলে ৩৩ রান করেছেন শুভমন গিল। ১০ বলে ১২ রান করেছেন সাই সুদর্শন। গিল ৬টি বাউন্ডারি মেরেছেন।

08 Apr 2022, 09:57:53 PM IST

ওয়েড আউট

৩.২ ওভারে রাবাদার বলে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন ম্যাথিউ ওয়েড। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেন অজি তারকা। ৩২ রানে ১ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাই সুদর্শন।

08 Apr 2022, 09:50:59 PM IST

আগ্রাসী শুরু গুজরাটের

বৈভব আরোরার প্রথম ওভারে ২টি চার মারেন শুভমন গিল। প্রথম ওভারে ১০ রান ওঠে। দ্বিতীয় ওভারে অর্শদীপের বলে ৩টি বাউন্ডারি মারেন গিল। সেই ওভারে ১৪ রান ওঠে। ২ ওভারে গুজরাট কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। গিল ৫টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ২২ রান করেছেন।

08 Apr 2022, 09:27:29 PM IST

পঞ্জাব ২০ ওভারে ১৮৯/৯

পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য গুজরাটের দরকার ১৯০। রাহুল চাহার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ১০ রান করে নট-আউট থাকেন অর্শদীপ সিং। হার্দির ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ফার্গুসন ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। এছাড়া শামি ৩৬ রানে ১টি ও দর্শন ৩৭ রানে ২টি উইকেট নেন।

08 Apr 2022, 09:14:37 PM IST

বৈভবকে ফেরালেন শামি

১৭.৫ ওভারে শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বৈভব আরোরা। ৬ বলে ২ রান করেন তিনি। পঞ্জাব ১৬২ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান অর্শদীপ সিং। ১৮ ওভারে পঞ্জাবের স্কোর ১৬৪/৯।

08 Apr 2022, 09:06:53 PM IST

রান-আউট রাবাদা

১৬.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কাগিসো রাবাদা। ১ বলে ১ রান করে মাঠ ছাড়েন কাগিসো। পঞ্জাব ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বৈভব আরোরা। ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ১৬০/৮।

08 Apr 2022, 09:03:35 PM IST

শাহরুখ খান আউট

ম্যাচের মোড় ঘোরালেন রশিদ খান। ১৬তম ওভারে দুই আগ্রাসী ব্যাটসম্যান লিভিংস্টোন ও শাহরুখের উইকেট তুলে নিলেন তিনি। ১৫.৫ ওভারে রশিদের বলে এলবিডব্লিউ হন শাহরুখ। ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। পঞ্জাব ১৫৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল চাহার। রশিদ ৪ ওভারে ২২ রানের বিনিমেয় ৩টি উইকেট নেন।

08 Apr 2022, 08:58:40 PM IST

লিভিংস্টোন আউট

১৫.৩ ওভারে রশিদ খানের বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন লিয়াম। পঞ্জাব ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাগিসো রাবাদা।

08 Apr 2022, 08:55:51 PM IST

১৫ ওভারে পঞ্জাব ১৫২/৫

১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৫২ রান। শামির ওভারে ১৮ রান ওঠে। ২টি ছক্কা মারেন শাহরুখ খান। ১টি চার মারেন লিভিংস্টোন। শাহরুখ ১৪ ও লিভিংস্টোন ৬৪ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 08:45:57 PM IST

ওডিন স্মিথ আউট

জিতেশ সাজঘরে ফেরার পরের বলেই আউট হন সদ্য ক্রিজে আসা ওডিন স্মিথ। ১৩.২ ওভারে নালকান্ডের বলে গিলের হাতেই ধরা পড়েন তিনি। ১ বল খেলে খাতা খুলতে পারেননি স্মিথ। পঞ্জাব ১২৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান। ১৪ ওভারে পঞ্জাবের স্কোর ১৩৪/৫। লিভিংস্টোন ৫৯ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 08:44:13 PM IST

জিতেশ আউট

১৩.১ ওভারে দর্শন নালকান্ডের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন জিতেশ শর্মা। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন জিতেশ। পঞ্জাব ১২৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওডিন স্মিথ।

08 Apr 2022, 08:43:02 PM IST

হাফ-সেঞ্চুরি লিভিংস্টোনের

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিয়াম লিভিংস্টোন। তেওয়াটিয়ার ওভারে মোট ২৪ রান ওঠে। ২টি ছক্কা মারেন জিতেশ। ১টি চার ও ১টি ছক্কা মারেন লিভিংস্টোন। ১৩ ওভারে পঞ্জাবের স্কোর ১২৪/৩। লিভিংস্টোন ৫০ ও জিতেশ ২৩ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 08:40:38 PM IST

১২ ওভারে পঞ্জাব ১০০/৩

১২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১০০ রান। লিভিংস্টোন ১৮ বলে ৩৯ রান করেছেন। ৭ বলে ১০ রান করেছেন জিতেশ শর্মা। 

08 Apr 2022, 08:26:54 PM IST

ধাওয়ান আউট

১০.১ ওভারে রশিদ খানের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন শিখর ধাওয়ান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৫ রান করেন গব্বর। পঞ্জাব ৮৬ রান ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিতেশ শর্মা। ১১ ওভারে পঞ্জাবের স্কোর ৯০/৩।

08 Apr 2022, 08:25:35 PM IST

পঞ্জাব ১০ ওভারে ৮৬/২

অর্ধেক ইনিংস শেষ। পঞ্জাব কিংস ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। লিভিংস্টোন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৬ রান করেছেন। ধাওয়ান করেছেন ৩৫ রান।

08 Apr 2022, 08:10:09 PM IST

৫০ রানের গণ্ডি টপকে গেল পঞ্জাব

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল পঞ্জাব কিংস। ৮ ওভারে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৬০ রান। শিখর ধাওয়ান ৩১ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রানে ব্যাট করছেন।

08 Apr 2022, 08:03:01 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৪৩/২

পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১৭ বলে ২৪ রান করেছেন শিখর ধাওয়ান। ২ বলে ৫ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ধাওয়ান ৪টি বাউন্ডারি মেরেছেন।

08 Apr 2022, 07:57:16 PM IST

বেয়ারস্টো আউট

৪.৫ ওভারে ফার্গুসনের বলে তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন জনি বেয়ারস্টো। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করেন জনি। পঞ্জাব ৩৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ৫ ওভারে পঞ্জাবের স্কোর ৩৮/২। ধাওয়ান ১২ বলে ২০ রান করেছেন।

08 Apr 2022, 07:40:36 PM IST

মায়াঙ্ক আউট

১.৬ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে রশিদ খানের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৫ রান করে মাঠ ছাড়েন আগরওয়াল। পঞ্জাব ১১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। 

08 Apr 2022, 07:32:45 PM IST

ম্যাচ শুরু

পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। চতুর্থ বলে চার মেরে খেতা খোলেন মায়াঙ্ক। প্রথম ওভারে ৫ রান ওঠে।

08 Apr 2022, 07:11:06 PM IST

গুজরাটের প্রথম একাদশ

শুভমন গিল, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), সাই সুদর্শন, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকান্ডে, লকি ফার্গুসন ও মহম্মদ শামি।  

08 Apr 2022, 07:09:11 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওডিন স্মিথ, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও বৈভব আরোরা।

08 Apr 2022, 07:07:08 PM IST

পঞ্জাবের জার্সিতে আত্মপ্রকাশ বেয়ারস্টোর

পঞ্জাব কিংসের হয়ে মাঠে নামছেন জনি বেয়ারস্টো। ব্রিটিশ তারকাকে জায়গা ছেড়ে দিলেন ভানুকা রাজাপক্ষে। অন্যদিকে গুজরাট তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। বিজয় শঙ্কর ও বরুণ অ্যারনের বদলে মাঠে নামছেন দর্শন নালকান্ডে ও সাই সুদর্শন। শিকে ছিঁড়ল না ঋদ্ধিমান সাহার ভাগ্যে।

08 Apr 2022, 07:04:29 PM IST

টস জিতল গুজরাট

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মায়াঙ্ক আগরওয়ালদের। সুতরাং, ব্র্যাবোর্নে রান তাড়া করবে টাইটানস। 

08 Apr 2022, 07:04:29 PM IST

এপর্যন্ত গুজরাটের আইপিএল ২০২২ অভিযান

১. লখনউকে ৫ উইকেটে পরাজিত করে।
২. দিল্লির বিরুদ্ধে ১৪ রানে জয় তুলে নেয়।

08 Apr 2022, 07:04:29 PM IST

এপর্যন্ত পঞ্জাবের আইপিএল ২০২২ অভিযান

১. ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে পরাজিত করে।
২. কেকেআরের কাছে ৬ উইকেটে হেরে যায়।
৩. চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে হারিয়ে দেয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সোমবার মানে কি মুখ গোমড়া করে থাকার দিন? মোটেই না! পড়ুন দিনের সেরা ৫ জোকস তাপপ্রবাহ এখন অতীত, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে টর্নেডো! জারি করা হল সতর্কতা LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো হুগলির পান্ডুয়া বল ভেবে নিতে গিয়ে ফাটল বোমা, মৃত ১ কিশোর, জখম ২ ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল! নিজের নম্বর দেখে নিন এক ক্লিকেই ৩ শুভ যোগে পালিত হবে বৈশাখ অমাবস্যা, পিতৃ দোষ থেকে মুক্তি পেতে করুন এই কাজ PoK নিয়ে বড় দাবি রাজনাথের, 'পাকিস্তান চুড়ি পরে বসে নেই', জবাব ফারুকের শিক্ষকদের আদর্শ আচারণ কেমন হওয়া উচিত, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট 4x400 মিটার দৌড়ে অলিম্পিক্সের টিকিট হাতে পেল ভারতীয় পুরুষ ও মহিলা অ্যাথলিটরা ভোটপ্রচারে হীরক রাজের সাজে রুদ্রনীল, গানের লিরিক্সে রাখলেন কোন চমক

Latest IPL News

LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.