বুধবার ২০২৩ আইপিএলের ৪৬তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে বেধড়ক পেটালেন পঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা। তিনি তাঁর ৪ ওভারে হরির লুটের মতো রান বিলোলেন। জোফ্রার ৪ ওভারে হল ৫৬ রান। ইকোনমি রেট ১৪.০০। একটিও উইকেট নিতে পারেননি জোফ্রা।
জোফ্রা যে ৫৬ রান দিয়েছে, তাপ মধ্যে নিজের কোটার শেষ ওভারেই ২৭ রান দিয়ে বসেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে জোফ্রা আর্চার বল করতে এসেছিলেন। স্ট্রাইকে ছিলেন লিয়াম লিভিংস্টোন। প্রথম শর্ট বলেই লং-অনে ছক্কা হাঁকান লিভিংস্টোন। পরেরটি অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থ বল করেন আর্চার। লিভিংস্টোনও লং অন ওভারে ৯২ মিটার লম্বা ছয় মারেন।আর্চারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে একটু শর্ট করেন, কিন্তু ফলাফল একই ছিল। লিভিংস্টোন ছক্কা মারার হ্যাটট্রিক করেন।
আরও পড়ুন: টস জিতে ধাওয়ানের কথা শুনলেন রোহিত, পঞ্জাব করে দিল রানের পাহাড়!- ভিডিয়ো
চতুর্থ বলে সিঙ্গেল নেন লিয়াম লিভিংস্টোন। স্ট্রাইকে আসেন জিতেশ শর্মা। পঞ্চম বলে জিতেশ সিঙ্গেল দেন এবং লিভিংস্টোনকে ফের স্ট্রাইকে আসেন। ওভারের ষষ্ঠ বলে লিভিংস্টোনের মাথার উপর দিয়ে যায় এবং উইকেটরক্ষক ইশান কিষাণও সেই বল ধরতে পারেননি। নিটফল ওয়াইড ডাকে আম্পায়ার এবং সেটি চারও হয়ে যায়। অর্তাৎ মোট ৫ রান হয় এই বলে। শেষ বলটি ১৫২ কিমি বেগে ইয়র্কার দেন জোফ্রা। এই বলে ২ রান নেন লিভিংস্টোন। ১৯তম ওভারে হয় মোটট ২৭ রান।
প্রথম বারের মতো এক ওভারে তিন ছক্কা হজম করতে হল জোফ্রা আর্চারকে। এটি ছিল আর্চারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ওভারও। এর আগে টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে ব্যয়বহুল ওভারে ২২ রান দিয়েছিলেন আর্চার। এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং পরিসংখ্যানও।
আরও পড়ুন: খলনায়ক বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি
আর্চারের এই ওভারে যে লজ্জার রেকর্ডগুলি হয়েছে:
১) প্রথম বারের মতো এক ওভারে তিন ছক্কা হজম করলেন জোফ্রা আর্চার।
২) আর্চারের ক্যারিয়ারের সবচেয়ে দামি ওভার এটি। এত রান এ ভাবে আগে বিলোননি তিনি।
৩) তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং পরিসংখ্যান এটা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বড় রানের লক্ষ্য ঝুলিয়ে দেয় পঞ্জাব কিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৪ রান করে শিখর ধাওয়ানের টিম। লিয়াম লিভিংস্টোন একেবারে ঝড় তোলেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন জিতেশ শর্মা। ৪২ বলে ৮২ করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৪টি ছক্কা। ২৭ বলে ৪৯ করে অপরাজিত থাকেন জিতেশ। তিনি ৫টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া ওপেন করতে নেমে ২০ বলে ৩০ করেন শিখর। ২৬ বলে ২৭ করেন ম্যাথু শর্ট। মুম্বইয়ের পিযূষ চাওলা ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন আর্শাদ খান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।