SRH vs KKR: কোথায় ব্যাট আর কোথায় প্যাড! টেকনিকের গলদেই নটরাজনের বলে বোল্ড বেঙ্কটেশ, ভিডিয়ো
1 মিনিটে পড়ুন . Updated: 15 Apr 2022, 08:43 PM IST- আক্রমণে এসে নিজের প্রথম বলেই নটরাজন সাজঘরে ফেরান বেঙ্কটেশ আইয়ারকে।
যাথার্থই অর্ধেক মরশুমের আইপিএল পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। যদিও পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফর্ম্যান্স করে দেখিয়েছেন তিনি। তবে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে হলে যে টেকনিকের কিছু ভুলচুক শুধরে নিতে হবে বেঙ্কটেশকে, সেটা বোঝা গেল হায়দরাবাদ বনাম কেকেআরের আইপিএল ম্যাচেই।
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টি নটরাজনের যে বলটিতে বেঙ্কটেশ বোল্ড হন, তাতে বোলারের মুন্সিয়ানা যেমন রয়েছে, ঠিক তেমনই ব্যাটসম্যানের টেকনিকের ফাঁক-ফোকরও প্রকট হয়ে পড়ে। নটরাজন ইতিমধ্যেই ইয়র্কার স্পেশালিস্ট হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর মতো সুযোগ সন্ধানী বোলার যে সুযোগ পেলেই স্টাম্পে আক্রমণ করবেন, সেটা বুঝে নিতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
SRH vs KKR ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ইয়র্কারে বোল্ড করার বিরল ক্ষমতা রয়েছে নটরাজনের, এটা জেনেও তাঁর বলে মোকাবিলা করার সময় স্টান্সে নিশ্চিদ্র দেখায়নি বেঙ্কটেশকে। নটরাজনের প্রথম বলেই আইয়ার ব্যাট-প্যাডে বিস্তর ফাঁক রেখে ক্রসব্যাটে লেগ-সাইডে শট নেওয়ার চেষ্টা করেন। সেই ফাঁক দিয়েই আইয়ারকে গুড লেনথ ডেলিভারিতেই বোল্ড করেন নটরাজন। এক্ষেত্রে ইয়র্কার দেওয়ারও প্রয়োজন পড়েনি হায়দরাবাদ পেসারের।
উল্লেখ্য, ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার নটরাজনকে বোলিং আক্রমণে নিয়ে আসে হায়দরাবাদ। প্রথম বলেই (৪.১ ওভারে) তিনি বোল্ড করেন বেঙ্কটেশ আইয়ারকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৬ রান করে মাঠ ছাড়েন বেঙ্কটেশ।