২০০৮ সালে আইপিএলের একেবারে প্রথম ম্যাচে ধ্বংসাত্মক শতরান করেন ব্রেন্ডন ম্যাকালাম। সুতরাং, ক্রিকেটপ্রেমীরা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সেঞ্চুরির সাক্ষী রয়েছেন একেবারে শুরু থেকেই। নয় নয় করে আইপিএলের ১৬টি মরশুমে সেঞ্চুরি দেখা গেল ৮৩টি। তবে বৃহস্পতিবার উপ্পলে যে ছবি দেখা গেল, তা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আগে কখনও দেখা যায়নি।
হায়দরাবাদে সানরাইজার্স বনাম আরসিবি ম্যাচটি ছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১০২৩ নম্বর ম্যাচ। এই প্রথমবার আইপিএলের এক ম্যাচে যুযুধান দু'দলের কোনও ক্রিকেটার ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। আগের ১০২২টি ম্যাচে এমনটা কখনও ঘটেনি।
যদিও আইপিএলের এক ম্যাচে ২টি সেঞ্চুরি বিরল নয়। বরং এর আগে আরও ২টি ম্যাচে ২ জন করে ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। তবে দু'জনই একই দলের।
উল্লেখ্য, উপ্পলের এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এনরিখ ক্লাসেন। পালটা ব্যাট করতে নেমে আরসিবির হয়ে ১০০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট কোহলি।
২০১৬ আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি (১০৯) ও এবি ডি'ভিলিয়র্স (১২৯)। পরে ২০১৯ সালে উপ্পলেই আরসিবির বিরুদ্ধে শতরান করেন সানরাইজার্সের জনি বেয়ারস্টো (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১০০)। সুতরাং, এইপিএলে একাধিক সেঞ্চুরি দেখতে পাওয়া তিনটি ম্যাচেই আরসিবি যুক্ত থাকে এবং যার মধ্যে ২টি ম্যাচে আরসিবির প্রতিপক্ষ ছিল সানরাইজার্স এবং সেই ২টি ম্যাচই অনুষ্ঠিত হয় হায়দরাবাদের উপ্পলে।
সানরাইজার্সই একমাত্র দল, যারা পরপর ২টি ম্যাচে প্রতিপক্ষের কোনও ব্যাটসম্যানকে শতরান উপহার দেয়। তাও একবার নয়, বরং দু-দু'বার। ২০১৮ সালে হায়দরাবাদ পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি উপহার দেয় ঋষভ পন্ত ও আম্বাতি রায়াড়ুকে। এবছর শুভমন গিল এবং বিরাট কোহলিকে পরপর ২টি ম্যাচে তিন অঙ্কের ইনিংস উপহার দেয় সানরাইজার্স।
হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে শতরান করার সুবাদে ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি ৬টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলের কোনও ১টি দলের হয়ে সব থেকে বেশি শতরান করারও রেকর্ড গড়েন তিনি। কোহলি ৬টি সেঞ্চুরিই করেন আরসিবির হয়ে। ক্রিস গেইল আরসিবির হয়ে ৫টি এবং জোস বাটলার রাজস্থানের হয়ে ৫টি সেঞ্চুরি করেছেন।
চলতি আইপিএলে ইতিমধ্যেই ৮টি সেঞ্চুরি দেখা গেল, যা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের একটি মরশুমে যুগ্মভাবে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালেও আইপিএলে মোট ৮টি সেঞ্চুরি দেখা যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।