বাংলা নিউজ > ময়দান > ভারত সফরের জন্য ODI দল ঘোষণা উইন্ডিজের, ২০১৯-এর পর ফের সাদা বলের টিমে কেমার রোচ

ভারত সফরের জন্য ODI দল ঘোষণা উইন্ডিজের, ২০১৯-এর পর ফের সাদা বলের টিমে কেমার রোচ

ভারতের বিরুদ্ধে শেষ বার ওডিআই ক্রিকেটে খেলেছিলেন কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক হিসেবে রজার হার্পারের স্থলাভিষিক্ত হওয়ার পর, ডেসমন্ড হেইনস প্রথম বার স্কোয়াড নির্বাচন করতে গিয়ে কেমার রোচকে ফেব্রুয়ারির ভারত সফরের জন্য আড়াই বছর পর সাদা বলের ক্রিকেট দলে ফেরালেন। প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বার ভারতের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেছিলেন কেমার রোচ।

২০১৯ সালে ভারতের বিরুদ্ধে শেষ বার ওডিআই খেলেছিলেন কেমার রোচ। তার পর থেকে কখনও তিনি সাদা বলের ক্রিকেট খেলেননি। সে ওডিআই হোক বা টি-টোয়েন্টি ম্যাচ। এমন কী লিস্ট এ-তেও খেলেননি কেমার রোচ। প্রায় আড়া বছর পর ফের ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে ফিরলেন কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক হিসেবে রজার হার্পারের স্থলাভিষিক্ত হওয়ার পর, ডেসমন্ড হেইনস প্রথম বার স্কোয়াড নির্বাচন করতে গিয়ে কেমার রোচকে ফেব্রুয়ারির ভারত সফরের জন্য আড়াই বছর পর সাদা বলের ক্রিকেট দলে ফেরালেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেন, ‘কেমার রোচ আমাদের অন্যতম প্রধান ফাস্ট বোলার এবং আমরা বিশ্বাস করি যে প্রথম দিকে উইকেট নিয়ে আমাদের ও সাহায্য করবে।’

ফ্যাবিয়ান অ্যালেন আবার করোনা থেকে সুস্থ হয়ে ১৫ সদস্যের দলে গুদাকেশ মতির জায়গায় ঢুকেছেন। এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো এবং ব্র্যান্ডন কিং ব্যাটিং বিভাগকে শক্তিশালী করেছেন। এবং হেইডেন ওয়ালশ জুনিয়র অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে দলে ঢুকেছেন। জেডেন সিলস এবং ডেভন থমাস, যাদের মধ্যে কেউই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেননি, তাঁরাও ভারত সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের ওডিআই স্কোয়াড: কায়রন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়াব অ্যালেন, এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্র্যাভো, শামারা ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, অকেল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন