বাংলা নিউজ > ময়দান > GT-কে সরিয়ে IPL 2023-এর পয়েন্ট টেবলের শীর্ষে LSG, বেগুনি টুপির লড়াইয়ে উডের ঘাড়ে উঠলেন বিষ্ণোই

GT-কে সরিয়ে IPL 2023-এর পয়েন্ট টেবলের শীর্ষে LSG, বেগুনি টুপির লড়াইয়ে উডের ঘাড়ে উঠলেন বিষ্ণোই

আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে লখনউ সুপার জায়ান্টস।

লখনউ সুপার জায়ান্টস তাদের তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল। সেই সঙ্গে গুজরাট টাইটান্সকে সরিয়ে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা দখল করল। গুজরাট নেমে গেল দুইয়ে।

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ৫ উইকেট দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে লখনউ সুপার জায়ান্টস পাঁচ নম্বর থেকে সোজা শীর্ষে পৌঁছে গিয়েছে। যে কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স দুইয়ে নেমে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আবার তিন থেকে চারে নেমে এসেছে।

পয়েন্ট টেবলের পাশাপাশি পাল্টে গিয়েছে পার্পল ক্যাপের তালিকাও। এক নজরে দেখে নিন ১০টি টিম পয়েন্ট টেবলের কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, অরেঞ্জ এবং পার্পল ক্যাপ তালিকার কী পরিস্থিতি-

এক ঝলকে দেখে নিন পুরো পয়েন্ট টেবল:

১) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৩, জয়: ২, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ১.৩৫৮

২) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ২, জয়: ২, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৭০০

৩) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ২, জয়: ২, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৩৩৩

৪) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ২, নেট রানরেট: ২.০৫৬

৫) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ১.৬৭৫

৬) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ২, নেট রানরেট: ০.০৩৬

৭) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: -১.২৫৬

৮) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ২, জয়: ০, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.৭০৩

৯) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.৯৮১

১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ২, জয়: ০, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -২.৮৬৭

আরও পড়ুন: পর্যাপ্ত রান করতে পারিনি- নিজে গোল্ডেন ডাক করে, ব্যাটারদের উপর খেপে লাল মার্করাম

অরেঞ্জ ক্যাপের তালিকা:

১) রুতুরাজ গায়কোয়াড়- দুরন্ত ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচে ৯২ করার পর তিনি দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩১ বলে ৫৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। দুই ম্যাচ মিলিয়ে মোট ১৪৯ রান করে ফেলেছেন তিনি। গড় ৭৪.৫০। স্ট্রাইকরেট ১৮৩.৯৫।

২) কাইল মেয়ার্স- মেয়ার্স শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফ্লপ হন। ১৪ বলে মাত্র ১৩ রান করেন। তবে অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে তাঁর জায়গাটা রয়েই গিয়েছে। তাঁর মোট সংগ্রহ ১৩৯ রান। সর্বোচ্চ রান ৭৩। তাঁর গড় ৪৬.৩৩। স্ট্রাইকরেট ১৮৭.৮৩।

৩) শিখর ধাওয়ান- বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই সঙ্গে ২০২৩ আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে এসেছেন শিখর ধাওয়ান। ২ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ১২৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৬। স্ট্রাইকরেট ১৪৩.২৩।

৪) বিরাট কোহলি- বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খুব বেশি রান করতে পারেননি বিরাট কোহলি। ১৮ বলে ২১ করেন তিনি। তবে তাঁর মোট স্কোর পৌঁছে গিয়েছে ১০৩ রানে। সেই সঙ্গে তিনি কমলা টুপির তালিকায় উঠে এলেন চার নম্বরে। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৮২। স্ট্রাইকরেট ১৫৩.৭৩।

৫) সঞ্জু স্যামসন- সঞ্জু স্যামসন অরেঞ্জ ক্যাপের তালিকায় মেনে গেলেন পাঁচে। ২ ম্যাচে তাঁর মোট রান ৯৭। সর্বোচ্চ ৫৫। গড় ৪৮.৫০। স্ট্রাইকরেট ১৭০.১৭।

আরও পড়ুন: বাবার ক্যানসার,কোচ প্রয়াত হন করোনায়, অভাবের সংসার- ১৯ বছরের সুয়াশের লড়াই সহজ নয়

পার্পল ক্যাপের তালিকা:

১) মার্ক উড- এই মরশুমের প্রথম বোলার হিসেবে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। পাশাপাশি তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেন আরও ৩ উইকেট। তবে শুক্রবার তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি। তবে মোট ৮ উইকেট নিয়ে এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন মার্ক উডই। ইকোনমি রেট ৭.৮৭। সেরা পারফরম্যান্স ১৪/৫।

২) রবি বিষ্ণোই- মার্ক উডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাঁরই আইপিএল দলের সতীর্থ রবি বিষ্ণোই। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ১ উইকেট নেন রবি। সেই সঙ্গে ৩ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৬। তিনি বেগুনি টুপির লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন। ইকোনমি রেট ৬.২৫। সেরা ২৮/৩।

৩) বরুণ চক্রবর্তী- আরসিবি-র বিরুদ্ধে বৃহস্পতিবার ৪ উইকেট নেন বরুণ। সেই সঙ্গে তিনি উঠে আসেন বেগুনি টুপির লড়াইয়ে দুই নম্বরে। কারণে ২ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৫। সেরা পারফরম্যান্স ১৫/৪। ইকোনমি রেট ৮.২০।

৪) রশিদ খান- রশিদ খান পার্পল ক্যাপের তালিকায় তিনি নেমে গেলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রশিদ ৩ উইকেট নেন। সেই সঙ্গে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় পাঁচে। রশিদের ইকোমি রেট ৭.১২। সেরা পারফরম্যান্স ৩১/৩।

৫) নাথান এলিস- বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের ইঁদুর দৌড়ে ঢুকে পড়েছেন নাথান এলিস। ২ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫। ইকোনমি রেট ৮.১৪। সেরা ৩০/৪।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাদ দিবাকর! সারেগামাপার ফাইনালে ১০ জন! সোনার গয়না-নগদ অর্থ, আর কী পাবে ২ বিজেতা একহাত স্তন দুগ্ধ পাম্প, অন্যহাতে মদের গ্লাস, এমন ছবি দিয়ে কী লিখলেন রাধিকা? ‘হাঁটুর বয়সী’ আলোকবর্ষায় মজে, ভাবছেন বিয়ের কথাও! তথাগত কত বড় প্রেমিকার থেকে দীর্ঘদিন ব্যবহারে জুতোয় ফাটল? এভাবে সারিয়ে নিলেই লাগবে নতুনের মতো হোলির পরে রাহুর গোচর, ৪ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে, আসবে নতুন চাকরির সুযোগ ‘হিরো’ শুভেন্দুকে কড়া গলায় কেন ক্ষমা চাইতে বললেন বিমান? 'শিকল বেঁধে নিয়ে আসা হল কেন?৪০ ঘণ্টা ঘুরিয়ে..', মোদী সরকারকে তোপ মমতার ১২২ করার পরেও ৫৭ রানে জয়! ওমানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র লম্বায় ছুঁয়েছে বাবার কাঁধ! হৃদান যেন হৃতিকের জেরক্স কপি, কবে আসছে অভিনয়ে? 'উদিতজি একটা চুমু হয়ে যাক…',গায়ককে সামনে পেয়েই রসিকতা পাপারাৎজির কী করলেন শিল্পী

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.