স্বস্তি ফিরে পেল অস্ট্রেলিয়া শিবির। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে অনুশীলনের সময় চোট পান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাট রেনশ। হাঁটুতে চোট লাগে তাঁর। তারপরেই সঙ্গে সঙ্গে তাঁর চোট কতখানি গুরুত্বপূর্ণ তা দেখার জন্য নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। পরীক্ষার পরে বোঝা যায় তার চোট গুরুতর নয়। তারপরে মাঠে অস্ট্রেলিয়ার টিমের সঙ্গে যোগ দেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬ বছর বয়সী ম্যাট জাদেজার বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দ্বিতীয় দিনে মাঠে নামার আগে অনুশীলনের সময় রেনশর চোট পাওয়ার পরই দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে যায়। তাঁর জায়গায় মাঠে নামেন অ্যাশটন অ্যাগার। ম্যাটের চোটের কথা এক বিবৃতি দিয়ে জানায় অজি টিম ম্যানেজমেন্ট। তাঁর চোট গুরুতর না হওয়ায় কয়েকটি ফিটনেস ড্রিলের পর মাঠে সতীর্থদের সঙ্গে যোগ দেন।
অস্ট্রেলিয়া ক্রিকেটের এক প্রতিনিধি জানান, ‘ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাঠে ফিরেছে ম্যাট রেনশ। তাঁর বিশেষ কিছু চোট নেই। মাঠে নামলেও মেডিকেল টিম রেনশকে পর্যবেক্ষণে রাখাবে।’
ক্রিকেটারদের চোট শুরু থেকেই চাপে রাখে অস্ট্রেলিয়াকে। ভারতে উড়ে আসার আগেই তারকা জোরে বোলার মিচেল স্ট্রার্ক দলের সঙ্গে আসতে পারবেন না বলে জানিয়ে দেন। ভারতে এসে প্রথম টেস্ট ম্যাচের জন্য ছিটকে যান জোশ হ্যাজেলউড। দ্বিতীয় ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আগেই ছিটকে গিয়েছেন ক্যামেরন গ্রিন। তাই প্রকাশ না করলেও রেনশর চোট নিয়ে বেশ চিন্তায় ছিল অস্ট্রেলিয়া শিবির।
টেস্ট ম্যাচের প্রথম দিনেই মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যায় অজি দল। ম্যাচের প্রথম দিন অজিদের উপর ভারতীয়রা শাসন করলেও দ্বিতীয় দিনে দারুণভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়া। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে রান করার সুযোগই দেননি অস্ট্রেলিয়ার বোলারা। তবে রোহিতের শতরান এবং রবীন্দ্র জাদেজার অর্ধশতরানে ভর করে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।