পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা নিয়ে কর্তাদের মধ্যে দ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে, চূড়ান্ত নমুনা পেশ করলেন নাজাম শেঠি। সচেতনে এমন এক কাজ করে বসেন বর্তমান পিসিবি চেয়ারম্যান, যা পাক ক্রিকেটের অন্ধকার দিককে সামনে এনে ফেলে।
বেনজিরভাবে সাম্প্রতিক অতীতের দুই পিসিবি চেয়ারম্যান এহসান মানি ও রামিজ রাজার সঙ্গে নিজের সাফল্য-ব্যর্থতার তুলনা করেন নাজাম শেঠি। ভোট প্রচারে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যেমন কুৎসা রটাতে দেখা যায়, যেমন কুকথা বলতে শোনা যায় প্রার্থীদের, এক্ষেত্রে নাজাম শেঠি তেমনই একটি প্রচারমুলক পোস্ট করেন টুইটারে। শেঠির এমন কাণ্ডে বেজায় চটে পাট ক্রিকেটপ্রেমীরা।
নাজাম টুইটে একটি ছবি পোস্ট করেন, যেখানে রীতিমতো গ্রাফিক্স করে তাঁর আমলে পাকিস্তান ক্রিকেট কতটা সাফল্য পেয়েছে এবং বাকি দুই চেয়ারম্য়ানের সময়ে ওদেশের ক্রিকেট কতটা পিছিয়ে গিয়েছে, তার খতিয়ান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন:- Ranji Trophy: তিন ম্যাচে জোড়া জয় তুলে নিয়েও এক নম্বরে নেই বাংলা, দেখুন পয়েন্ট টেবিল
নাজামের দাবি, তাঁর সময়ে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ব়্যাঙ্কিং ছিল যথাক্রমে ১, ৫ ও ১। এহসানের সময়ে তিন ফর্ম্যাটে পাকিস্তানের ব়্যাঙ্কিং ছিল ৫, ৬ ও ৪। রামিজ রাজার সময়ে তিন ফর্ম্যাটে পাকিস্তানের দলগত ব়্যাঙ্কিং ছিল ৬, ৫ ও ৩।
নাজামের সময়ে পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এহসান মানির সময়ে নাকি শতাধিক ক্রিকেটার রোজগার হারায়। রামিজ রাজা নাকি ৫০ কোটি ব্যয়ের ড্রপ ইন পিচ নিয়ে ভাবতে ভাবতেই সময় নষ্ট করেছেন।
আরও পড়ুন:- ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে চিহ্নিত করল BCCI
নাজাম জানিয়েছেন, তাঁর সময়ে পাকিস্তান সুপার লিগ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৯০ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে পিসিবি। এহসান মানির আমলে পিএসএল-৫ ও ও পিএসএল-৬'এ রেকর্ড ক্ষতির মুখ দেখেছে বোর্ড। রামির রাজা জুনিয়র লিগ শুরু করেন, তবে একটিও দল বিক্রি হয়নি। ফলে বোর্ডের ৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
শেঠি বড়াই করে লিখেছেন যে, তাঁর আমলে পাকিস্তান ক্রিকেট দল শাদব খান, হাসান আলি, ফহিম, ফখর জামান, বাবর আজম, শাহিন আফ্রিদি, নওয়াজ, হাসনাইন, নাসিম, মহম্মদ হ্যারিস ও হায়দার আলির মতো ক্রিকেটার পেয়েছে। সেখানে এহসান মানির সময়ে মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনওয়াজ দাহানি ও হ্যারিস রউফ ছাড়া তেমন কেউ উঠে আসেননি। রামিজের সময়ে তো পাকিস্তান তেমন কোনও প্রতিভাই খুঁজে পায়নি। এহসান ও রামিজের বিরুদ্ধে নিজের টুইটে এমন বহু তোপ দেগেছেন নাজাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।