বাংলা নিউজ > ময়দান > অ্যাশেজে রবিনসন বিতর্কে হঠাৎ কোহলিকে টেনে আনলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

অ্যাশেজে রবিনসন বিতর্কে হঠাৎ কোহলিকে টেনে আনলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

বিরাট কোহলি।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির আবেগপূর্ণ প্রদর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, নাসের হুসেন দাবি করেছেন যে, এই ধরনের আবেগ কী ভাবে একজন খেলোয়াড়ের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে।

প্রথম অ্যাশেজেই বিতর্কে জড়ানো ফাস্ট বোলার অলি রবিনসনকে নিজের পারফরম্যান্সের উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। পাশাপাশি ২০২৩ অ্যাশেজ টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলিতে মাঠের বাইরের বিষয় নিয়ে অলিকে মাথা না ঘামানোরই অনুরোধ করেছেন নাসের। তিনি বিরাট কোহলির মাঠের আগ্রাসনের বিষয়টিও এই প্রসঙ্গে টেনে এনেছেন।

এই মাসের শুরুতে বার্মিংহ্যামে রোমাঞ্চকর অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হেরে যায়। তবে এই ম্যাচে রবিনসন পাঁচ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর উসমান খোয়াজাকে আউট করেছিলেন রবিনসন। এবং অতিরিক্ত সেলিব্রেশন করে সমালোচনার সম্মুখীন হন। তবে এর দায় রবিনসনের অস্ট্রেলিয়া দল এবং তাদের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের উপর চাপিয়ে দেন। তাতে তিনি আরও বেশি বিতর্কে জড়িয়ে পড়েন।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের মতে, দিনের খেলা শেষে রবিনসন এই প্রসঙ্গে পন্টিংয়ের নাম যুক্ত করে অত্যন্ত ভুল করেছেন। তিনি আইসিসি রিভিউ-এ বলেছেনন, ‘তিনিই প্রথম ক্রিকেটার নন ,যিনি অ্যাশেজ যুদ্ধে কাউকে আউট করেছেন।’

আরও পড়ুন: ১৫ মাস পর রাহানে সহ-অধিনায়ক হলে, পূজারাও দলে ফিরতে পারেন- বড় ইঙ্গিত BCCI সূত্রের

তিনি যোগ করেছেন, ‘রিকি আমাদের সঙ্গে স্কাই (স্কাই স্পোর্টস) এ কাজ করছে এবং সেই রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটি খুব সক্রিয় হয়ে উঠছিল... অলি রবিনসন পুরো অস্ট্রেলিয়ানদের কথা উল্লেখ করতে পারতেন, তবে তিনি শুরু রিকির কথা উল্লেখ করেছিলেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি সেই রাতে খুব মজা করছিল এবং আমি আপনাকে রিকির কিছু প্রতিক্রিয়া বলতে পারব না।’

নাসের হুসেন এখন সিরিজের বাকি অংশের জন্য রবিনসন কী করেন, সেটা দেখার জন্য আগ্রহী এবং তিনি চান, রবিনসন যেন এই লড়াই থেকে দূরে সরে থাকেন। নাসের বলেছেন, ‘আমি অলি রবিনসনকে (যদি আমি ইংল্যান্ডের অধিনায়ক হতাম) কিছু বলতাম না, শুধুমাত্র তিনি কী ভাবে বল করতে চান এবং আমাদের দক্ষতা দেখাতে চান, সেটার দেখতে চাইতাম। মাঠের বাইরে অলি রবিনসন ছাড়াও আমাদের আরও ১০ জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রেস এবং মিডিয়া একই কাজ করতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘আমি মাঠের বাইরে আর কিছু অলি রবিনসন সম্পর্কে শুনতে চাই না। তাই আমরা কি ওঁকে পরবর্তী চারটি অ্যাশেজ ম্যাচের জন্য সংবাদমাধ্যম থেকে দূরে রাখতে পারি? কারণ এটি সিরিজ চলাকালীন মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়।’

আরও পড়ুন: ODI World Cup-এর আগেই সুস্থ হয়ে উঠতে পারেন, কিউয়িদের আশার আলো দিলেন কেন উইলিয়ামসন

প্রতিযোগিতামূলক ম্যাচের সময় ক্রিকেটাররা যে তীব্র আবেগ অনুভব করেন, সেটা কার্যকর ভাবে পরিচালনা করলে প্রায়শই খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটি বের করে আনতে পারে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির আবেগপূর্ণ প্রদর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, নাসের হুসেন দাবি করেছেন যে, এই ধরনের আবেগ কী ভাবে একজন খেলোয়াড়ের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে।

তিনি আবার ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ফাস্ট বোলার কাগিসো রাবাডার উদাহরণ মনে করিয়ে দিয়েছেন। জো রুটকে আউট করার পরে অতিরিক্ত সেলিব্রেশন করতে গিয়ে এক ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন রাবাডা।

তিনি বলেছেন, ‘ভারতে কোহলির দিকে তাকান এবং তিনি যে ভাবে তাঁর প্রতিক্রিয়া দেখান, তাতে খেলার প্রতি আবেগই প্রকাশ পায় তাঁর। রবিনসন কাউকে আউট করেছেন, এটাই যথেষ্ট। কখনও-ই আমি মাত্রা ছাড়া সেলিব্রেশন পছন্দ করি না। আপনি তাঁকে আউট করেছেন ঠিক আছে। কিন্তু প্যাভিলিয়নটি কোথায়, সেটা বলার কোনও মানে নেই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Video:মহিলাকে চড় মারার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে, সাফাইয়ে কী বললেন? শুধু রায়বেরেলি নয়, উত্তরপ্রদেশের একাধিক আসনে এবার দাঁড়াচ্ছেন পরের প্রজন্ম বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা গাছ, একধাক্কায় উৎপাদন কমেছে ৫০ লক্ষ কেজি পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিমল, বিনয় চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL ক্যালকাটা বয়েজ দখল করে ভোটের কাজ চালাচ্ছেন সুদীপ, নির্বাচন কমিশনে অভিযোগ তাপসের রাণী নয়,এই সুন্দরীকেই মন দিয়েছেন দুর্জয়! প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন অর্কপ্রভ 'রাহুল গান্ধীকে অত গুরুত্ব দেবেন না,' খোঁচা দিলেন স্মৃতি ইরানি বাড়ি, গাড়ি কিচ্ছু নেই, রাহুল গান্ধীর আয় কত? কতদূর পড়াশোনা, সব আছে হলফনামায় রক্ত দিয়ে লেখেন চিঠি, প্রেম যেন ফুরোয়নি! প্রাক্তন বউ রিনার সঙ্গে অন্তরঙ্গ আমির

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.