বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: মেরি কম হারলেও, গেমসের সপ্তম দিনে ভারতের সাফল্য খুব কম নয়, জেনে নিন

Tokyo 2020: মেরি কম হারলেও, গেমসের সপ্তম দিনে ভারতের সাফল্য খুব কম নয়, জেনে নিন

মেরি কম হারলেও. পিভি সিন্ধু এবং ভারতীয় হকি দল স্বপ্ন দেখাচ্ছে।

গেমসের ষষ্ঠ দিনের ব্যর্থতা কাটিয়ে সপ্তম দিনে ঘুরে দাঁড়াল ভারত। পুরুষদের হকিতে জয় এসেছে। বক্সার সতীশ কুমার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সপ্তম দিনের ফল দেখে নিন এক নজরে।

বৃহস্পতিবার মেরি কম অলিম্পিক্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন। কিন্তু সপ্তম দিনে ভারতের ফল খুব খারাপ হয়নি। দেখে নিন ভারতীয় অ্যাথলিটরা কে কী ফল করলেন।

১) প্রি কোয়ার্টারে হেরে গেলেন মেরি কম। কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তিনি। ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন মেরি। ২-৩ ব্যবধানে হারলেন মেরি কম।

২) শুটিংয়ে পরের রাউন্ডে উঠলেন মনু ভাকের। মেয়েদের ২৫ মিটার পিস্তলে পরের রাউন্ডে উঠলেন মনু ভাকের এবং রাহি স্বর্ণবাট। প্রথম যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করেন মনু। ২৫ নম্বর স্থানে রাহি।

৩) কোয়ার্টার ফাইনালে উঠলেন বক্সার সতীশ কুমার। জামাইকার রিকার্ডো ব্রাউনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। পদক জয়ের থেকে মাত্র এক ম্যাচ দূরে তিনি।

৪) প্রি কোয়ার্টারে পৌঁছে গেল অতনু দাস। প্রাক্তন অলিম্পিক্সজয়ীকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন বাংলার তিরন্দাজ। টাই ব্রেকারে ১০ পয়েন্ট মেরে জিতলেন তিনি। গ্যালারি থেকে উৎসাহ দিতে দেখা গেল স্ত্রী দীপিকা কুমারীকে। পরের ম্যাচে অতনু খেলবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে।

৫) আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারাল ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ পর্যায়ের ম্যাচে বৃহস্পতিবার আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাল তাঁরা। শেষ আটে পৌঁছে গেল ভারতীয় হকি দল।

৬) ডেনমার্কের মিয়ার বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জিতলেন সিন্ধু। ৪০ মিনিটের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন